ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen ভূত্বকীয় পাত কে ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব শিরোনামে স্থানান্তর করেছেন: সঠিক শিরোনামে স্থানান্তর (Tectonics একটি তত্ত্ব বা বিদ্যা)
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
১ নং লাইন:
{{copyedit}}
[[চিত্র:Plates tect2 en.svg|thumb|350px|right|১৯২০-এর দশকের দ্বিতীয় অর্ধাংশে ভূত্বকীয় পাতের অবস্থান নির্ণীত হয়।]]
'''ভূত্বকীয় পাত সংস্থান তত্ত্ব''' হলোবা '''ভূত্বক গঠনের পাত তত্ত্ব''' বলতে একটি বৈজ্ঞানিক তত্ত্বতত্ত্বকে নির্দেশ করা হয়, যার দ্বারা [[পৃথিবী|পৃথিবীর]] [[অশ্মমণ্ডল|অশ্মমণ্ডলে]] অর্থাৎ একে অপরের দিকে চলাচল করতে সক্ষম কিছু পাতলা, অনমনীয় খণ্ডেরখণ্ড তথা পাতের সমন্বয়ে তৈরি [[ভূত্বক]] বা পৃথিবীর উপরিতলের বর্ণনা দেয়া হয়। সর্বপ্রথম [[১৯১২]] খ্রিষ্টাব্দে জার্মান আবহাওয়াবিদ [[আলফ্রেড ওয়েগেনারেরভেগেনার|আলফ্রেড ''ভেগেনারের]] প্রস্তাবিত "[[মহীসঞ্চারণ তত্ত্ব]]''"<ref name="ArtsBDNews24">''ভূত্বকীয় পাত চলন, ভূমিকম্প-প্রবণতা ও সূচকীয় বিধি'', ফারসীম মান্নান মোহাম্মদী, আর্টস.বিডিনিউজ২৪.কম, ১৭ মার্চ ২০১১ খ্রিস্টাব্দ। পরিদর্শনের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref> (Continental Drift) থেকেই এই ধারণাটির জন্ম হয়। ভূত্বক গঠনের পাততত্ত্বপাত তত্ত্ব (Plate tectonics) বিজ্ঞানের আধুনিকতম আবিষ্কার ও গবেষণার দৌলতে এটি এখন আর নিছক কোনো তত্ত্ব নয়, বরং বিজ্ঞানসম্মত একটি ঘটনা, যা পৃথিবীতে সংঘটিত [[ভূমিকম্প|ভূমিকম্পের]] জন্য দায়ী বলে ভূবিজ্ঞানীরা গ্রহণ করেছেন। বিজ্ঞানীরা এই তত্ত্বটিকে ব্যবহার করে ভূমিকম্প ছাড়াও [[আগ্নেয়গিরি|আগ্নেয়গিরির]] উদগীরণ, [[পর্বত]] সৃষ্টি এবং [[মহাসাগর]] ও [[মহাদেশ]] সৃষ্টির ব্যাখ্যা দিয়ে থাকেন।<ref name="Encarta'04">''Plate Tectonics'', Microsoft Encarta Encyclopedia Deluxe 2004, CD Version (13.0.0.0531)। পরিদর্শনের তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০১১ খ্রিস্টাব্দ।</ref>
 
==ব্যুৎপত্তি==
৭ নং লাইন:
 
== আবিষ্কারের সূত্র ==
আলফ্রেড ওয়েগেনারভেগেনার লক্ষ করেন, পৃথিবীর মানচিত্রে মহাদেশগুলোর পার্শ্বদেশ বা সীমানা বা তটরেখা একটাএকটি আরেকটারআরেকটির থেকে অনেক অনেক দূরে হলেও অদ্ভুতভাবে পরস্পরের সাথে মিলে যায়। তা দেখেই তিনি তার তত্ত্বটি প্রতিষ্ঠা করেন এবং ব্যাখ্যা দেন যে, বহুকাল আগে সবগুলো মহাদেশ একত্রে একটি মহাদেশ ছিল (''প্যানজিয়া''), কালের আবর্তে যা ভূত্বকীয় পাত নামক পাতগুলোরপাতগুলির নড়াচড়ায় আলাদা আলাদা মহাদেশে বিভক্ত হয়ে পড়ে। এই তত্ত্বটিকে বলা হয় কন্টিনেন্টালমহীসঞ্চারণ ড্রিফ্টতত্ত্ব বা(কন্টিনেন্টাল মহীসঞ্চারণ তত্ত্ব।ড্রিফ্‌ট)। তিনি তার তত্ত্বের সমর্থনে [[মাদাগাস্কার]] দ্বীপ ও [[ভারত|ভারতে]] প্রাপ্ত ফসিলের সাদৃশ্য দেখান।<ref name="ArtsBDNews24"/> তার এই তত্ত্বটির উপর ভিত্তি করে বিজ্ঞানীরা পরবর্তিতেপরবর্তীতে বিভিন্ন গবেষণা ও তথ্য-প্রমাণের ভিত্তিতে ১৯৬৮ খ্রিষ্টাব্দের দিকে প্রতিষ্ঠিত করেন আধুনিকতম তত্ত্ব নি'''নব-বৈশ্বিক ভূত্বকীয় পাত''', যা সাধারণ্যের কাছে ভূত্বকীয় পাত বা (টেকটনিক পাতপ্লেট) হিসেবে সমধিক পরিচিত।<ref name="Encarta'04"/>
 
== বিবরণ ==
১৯ নং লাইন:
 
* '''পরিবর্তক সীমা''': দুটি ভূত্বকীয় পাত যখন সমান্তরাল ভাবে একে অন্যের বিপরীতে সরতে থাকে, তখন তাদের মধ্যবর্তী স্থানকে পরিবর্তক সীমা (''Transform boundaries'') বলা হয়ে থাকে। এই ক্ষেত্রে ভূত্বকীয় পাত সৃষ্টি বা ধ্বংস হয়না, তাই এদের সংরক্ষণশীল ভূত্বকীয় পাতসীমাও বলা হয়।
 
 
* '''বিমুখগামী সীমা''': এই ক্ষেত্রে ভূত্বকীয় পাতে ফাটল ধরে এবং এরপর তারা পরস্পরের বিপরীতমুখী ভাবে অগ্রসর হতে থাকে। একে গঠনমূলক ভূত্বকীয় পাতসীমাও বলা হয়, কারণ এর ফলে নতুন ভূত্বকীয় পাতের উদ্ভব হয়।
 
 
* '''অভিসারমুখী সীমা''': এই ক্ষেত্রে একাধিক টেকটনিক পাত পরস্পরগামী থাকে এবং একসময় সম্মিলিত হইয়ে যায়। সাধারণত এইসকল ক্ষেত্রে পর্বতমালার সৃষ্টি হয়। একাধিক টেকটনিক পাত সম্মিলিত হয়ে একটাতে রুপান্তরিত হয় বলে একে বিধ্বংসীমূলক টেকটনিক সীমাও বলা হয়।
 
৩০ ⟶ ২৬ নং লাইন:
=== প্রধান পাতসমূহ ===
সংজ্ঞাগত দিক দিয়ে এদের মধ্যে প্রধান ভূত্বকীয় পাত মোটামুটি ৮টি:
* আফ্রিকার[[আফ্রিকান পাত]]
* [[অ্যান্টার্কটিকা পাত]]
* এন্টার্কটিকার পাত
* [[ইন্দো-অস্ট্রেলীয় পাত]]
** [[ভারতীয় পাত]]
** [[অস্ট্রেলীয় পাত]]
* [[ইউরেশীয় পাত|ইউরেশীয়]] পাত
* [[উত্তর আমেরিকারআমেরিকা পাত]]
* [[দক্ষিণ আমেরিকারআমেরিকা পাত]]
* [[প্রশান্ত মহাসাগরীয় পাত]]
=== অপ্রধান ভূত্বকীয় পাতসমূহ ===
ডজনখানেক অপ্রধান পাত থাকলেও মোটামুটি ৭টি হলো:
* আরব্য[[আরব পাত]]
* [[ক্যারিবীয় পাত]]
* জুয়ান[[হুয়ান দে ফুকা পাত]]
* [[কোকাস পাত]]
* [[নাজকা পাত]]
* [[ফিলিপিনীয় পাত]]
* [[স্কোশিয়া পাত]]
 
== অন্যান্য জ্যোতিষ্কের ভূত্বকীয় পাত ==