সরকারি বেগম রোকেয়া কলেজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
০টি উৎস উদ্ধার করা হল ও ২টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
১৭ নং লাইন:
|website = {{URL|www.gbrcr.gov.bd}}
}}
'''সরকারি বেগম রোকেয়া কলেজ ''' পূর্ব শালবন [[রংপুর]] [[বাংলাদেশ|বাংলাদেশের]] একটি [[সরকারি কলেজ ]]। এই কলেজটি " বেগম রোকেয়া মহিলা কলেজ " নামে পরিচিত। <ref>[http://www.rangpur.gov.bd/site/education_institute/d2dec12a-1932-11e7-83d4-286ed488c766/সরকারি-বেগম-রোকেয়া-কলেজ,-রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর]{{অকার্যকর সংযোগ|তারিখ=নভেম্বর ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }} বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref> আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজের স্বীকৃতি পেয়েছে।
 
==ইতিহাস==
৪২ নং লাইন:
'''সাহিত্যি এবং সংস্কৃতি পর্যায়ে''' জাতীয় বিশ্ববিদ্যালয় সাহিত্য এবং সংস্কৃতি প্রতিযোগিতা ২০০৭, ২০০৮, ২০০৯ এ দেশাত্নবোধক, নজরুল গীতিতে অঞ্চল পর্যায়ে প্রথম, বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ আয়োজিত ৫ম বিতর্ক প্রতিযোগিতায় ২০১১ এ বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় এ কলেজ চ্যাম্পিয়ন। UN WOMENজাতিসংঘ নারী বিষয়ক সংস্থা এবং বিডিএফ আয়োজিত নারীর প্রতি সহিংসতা আর নয় শীর্ষক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১১ এর এ কলেজ রংপুর বিভাগে চ্যাম্পিযন হয়। FPABআয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ২০০৯, ২০১০ এ জেলা পর্যায়ে ১ম, ২য় এবং বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করে। রোকেয়া দিবস ২০১১ রোকেয়া ফোরাম, রংপুর আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় এ কলেজ চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ২০১১ নজরুল গীতি প্রতিযোগিতায় জেলা পর্যায় এ কলেজ ১ম, বিভাগীয় পর্যায়ে ১ম এবং জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করে।
 
'''ক্রীড়া পর্যায়ে''' ১৯৯৫ সালে কমনোয়েলথ গেমসে বাংলাদেশ জাতীয় মহিলা হ্যান্ডবল টীমে এ কলেজের ০৩ জন কৃতি ছাত্রী অংশগ্রহণ করেছিল। <ref>[http://www.rangpur.gov.bd/site/education_institute/cc45c563-1932-11e7-83d4-286ed488c766/%20সরকারি%20বেগম%20রোকেয়া%20কলেজ,রংপুর। সরকারি বেগম রোকেয়া কলেজ,রংপুর।]{{অকার্যকর সংযোগ|তারিখ=নভেম্বর ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }} বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন</ref>
 
== ভবিষৎ পরিকল্পনা==