কান্নাতিল মুত্তামিত্তাল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
StaniF (আলোচনা | অবদান)
৪৮ নং লাইন:
 
==প্রযোজনা==
[[মণি রত্নম]] আগে নিজের চলচ্চিত্র বের করার আগে ঐ চলচ্চিত্রটি সম্পর্কে কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশ করতেন না, ২০০১ সালের শুরুর দিকে এই ''কান্নাতিল মুত্তামিত্তাল'' চলচ্চিত্র সম্পর্কে ছোটো-খাটো খবর পাওয়া গিয়েছিলো যদিও ভুল নামে, অনেকে বলেন ''মাঞ্জলা কুড়াই'' (বাংলা অর্থ: হলুদ ছাতা) কিংবা ''কুড়াইগাল'' (বাংলা অর্থ: ছাতাগুলো) নামে একটি চলচ্চিত্র বের করতে চলেছেন মণি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://cinematoday3.itgo.com/hot%20news%20-%20140820011.htm |শিরোনাম=S U B A S |প্রকাশক=Cinematoday3.itgo.com |তারিখ= |সংগ্রহের-তারিখ=2012-08-05}}</ref> চলচ্চিত্রটির কাহিনী মণির আগের তিনটি যুদ্ধ এবং প্রেমের সংমিশ্রণ ভিত্তিক চলচ্চিত্র ''[[রোজা (তামিল চলচ্চিত্র)|রোজা]]'' (১৯৯২), ''[[বম্বে (তামিল চলচ্চিত্র)|বম্বে]]'' (১৯৯৫) এবং ''[[দিল সে..]]'' (১৯৯৮) এর মত হবে বলে অনেকে বলাবলি করছিলো। নারী গেরিলা যোদ্ধা নিয়ে মণি কাহিনী বানাবেন বলে মনস্থির করেছিলেন এবং ওখানে প্রেম-ভালোবাসাও থাকবে বলে তিনি চিন্তা করেন, এরপর [[শ্রীলংকার গৃহযুদ্ধ]] নিয়ে একটি চলচ্চিত্র বানানোর পরিকল্পনা মণি চূড়ান্ত করেছিলেন যেখানে একজন নারী গেরিলা যোদ্ধার গর্ভ নিয়ে গল্প থাকবে।<ref>{{সংবাদ উদ্ধৃতি| ইউআরএল=http://www.hindu.com/thehindu/lf/2002/02/16/stories/2002021600230200.htm | অবস্থান=Chennai, India | কর্ম=The Hindu | শিরোনাম=Wistful after V-Day | তারিখ=16 February 2002}}</ref> [[মাধবন]]কে মণি চলচ্চিত্রটির মুখ্য ভূমিকায় নেওয়ার কথা ভেবেছিলেন এবং তাকেই নিয়েছিলেন, মাধবন এর আগে মণির ''[[আলাইপায়ুদে]]'' (২০০০) এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান ''মাদ্রাজ টকিজ'' এর ''[[দম দম দম (চলচ্চিত্র)|দম দম দম]]'' (২০০১) এ [[জ্যোতিকা (অভিনেত্রী)|জ্যোতিকা]]র সঙ্গে অভিনয় করেছিলেন। ইন্দিরা চরিত্রের জন্য মণি [[রাণী মুখার্জী]], সৌন্দর্য সত্যনারায়ণ, [[ভূমিকা চাওলা]] এবং [[স্নেহা (অভিনেত্রী)|স্নেহাকে]] নেওয়ার কথা ভেবেছিলেন, পরে [[সিমরান]]কে নেন তিনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.rediff.com/movies/2001/jun/14simran.htm |শিরোনাম=rediff.com, Movies: Simran: Absolutely hot! |প্রকাশক=Rediff.com |তারিখ=2001-06-14 |সংগ্রহের-তারিখ=2012-08-05}}</ref> সিমরান এই চলচ্চিত্র দ্বারা মাধবনের সঙ্গে দুইবার জুটিবদ্ধ হবার সুযোগ পেয়েছিলেন, সিমরান [[কৈলাস বলচন্দ|কৈলাস বলচন্দের]] চলচ্চিত্র ''[[পারথালে পারাভাসাম]]'' (২০০১) এ মাধবনের সঙ্গে কাজ করেছিলেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি| ইউআরএল=http://www.hindu.com/fr/2001/11/09/stories/2001110901070500.htm | অবস্থান=Chennai, India | কর্ম=The Hindu | শিরোনাম=A success story unfolds | তারিখ=9 November 2001}}</ref> [[নন্দিতা দাস]] তামিল গেরিলা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, এই চলচ্চিত্রই ছিলো তার জীবনের প্রথম তামিল ভাষার চলচ্চিত্র, তিনি বলেন যে তাদেরকে প্রতিদিন তেরো ঘণ্টা ধরে শুটিং করতে হতো।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.tribuneindia.com/2001/20010727/art-trib.htm#1 |শিরোনাম=The Tribune, Chandigarh, India - Arts Tribune |প্রকাশক=Tribuneindia.com |তারিখ=2001-07-27 |সংগ্রহের-তারিখ=2012-08-05}}</ref> আমুদার চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী পি এস কীর্তানা, যিনি অভিনেতা পার্তিবান এবং অভিনেত্রী সীতার সন্তান ছিলেন, [[প্রকাশ রাজ]] হ্যারোল্ড বিক্রমসিংহ নামের একজন সিংহলী ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন। মণি অভিনেতা [[বিক্রম (অভিনেতা)|বিক্রম]]কে আমুদার বাবার চরিত্রে নিতে চেয়েছিলেন, বিক্রম রাজী না হলে পরে জে ডি চক্রবর্তী ঐ চরিত্রে অভিনয় করতে রাজী হন।<ref>http://www.caravanmagazine.in/arts/man-steel?page=0,3</ref>
 
২০০১ সালের জুলাই মাসে চলচ্চিত্রটির নাম ''কান্নাতিল মুত্তামিত্তাল'' রাখা হয়, নামটি কবি সুব্রমণিয়া ভারতীর একটি কবিতার লাইন থেকে নেওয়া হয়। শ্রীলঙ্কার দৃশ্যগুলো ভারতেই হয়েছিলো, যেমনঃ [[কলম্বো]] শহরের দৃশ্য [[পুদুচেরী]]তে এবং তামিল বিচ্ছিন্নতাবাদীদের একটি দৃশ্য [[কেরালা]] প্রদেশের একটি জঙ্গলে হয়েছিলো, এছাড়া বাকী সব দৃশ্য ভারতেই শুটিং করা হয়েছিলো।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.geocities.ws/dirmanirathnam/mrcattranscript.htm |শিরোনাম=Director Mani Rathnam and P S Keerthana Chat Transcript |প্রকাশক=Geocities.ws |তারিখ= |সংগ্রহের-তারিখ=2012-08-05}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://downloads.movies.indiatimes.com/site/july2001/whisper.html|শিরোনাম=It's All There|কর্ম=The Times Of India|তারিখ=July 2001|সংগ্রহের-তারিখ=21 Jan 2013|অকার্যকর-ইউআরএল=yes|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20081009034722/http://downloads.movies.indiatimes.com/site/july2001/whisper.html|আর্কাইভের-তারিখ=9 October 2008|df=dmy-all}}</ref>