সিলেট অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Naik Mahbub (আলোচনা | অবদান)
Naik Mahbub (আলোচনা | অবদান)
৭৩ নং লাইন:
===সিলেট===
[[File:1740_Seutter_Map_of_India,_Pakistan,_Tibet_and_Afghanistan_-_Geographicus_-_IndiaMogolis-seutter-1740.jpg|thumb|200px|সিলেট অঞ্চলকে সপ্তদশ শতকে ইউরোপীয়ানরা সিরোটে নামে অভিহিত করতো]]
''সিলেট'', এই নামটি ''শ্রীহট্ট'' বা সহজভাবে ''শিলহট'' এর একটি রোমানীকরণ রূপ৷ এই নামের উৎপত্তি দুটি [[সংস্কৃত ভাষা|সংস্কৃতমূল]] শব্দ 'শিল' (যার অর্থ পাথর) এর হট্ট (যার অর্থ হাট বা বাজার) এর সমন্বয়েগঠিত হয়েছে বলে অনুমান করা হয়৷ এই দুটি শব্দের সাথে পারিপার্শ্বিক পাহাড়ি ও টিলাবেষ্টিত ভূমি এবং ভূমিপ্রকৃতির সাথে সঠিকভাবে মিলে যায়৷ সিলেটে পর্যাপ্ত পরিমানে পাথর ও নুড়ি পাওয়া যায় এবং সেখানকার গৌড় সাম্রাজ্যের [[হিন্দু]] রাজা গোবিন্দ বহিঃশত্রুর হাত থেকে তার রাজধানীকে রক্ষা করতে পাথরের প্রাচীর নির্মাণ করেছিলেন তার প্রমাণ পাওয়া যায়৷ সময়প্রবাহে শিলহট্ট শব্দটি থেকে অন্ত্যাক্ষর বিলোপের দ্বারা শিলহট শব্দটি রূপ পায়৷<ref>{{সাময়িকী উদ্ধৃতি|ইউআরএল=https://www.banglajol.info/index.php/DUJL/article/view/3344|শিরোনাম=Politics and Literary Activities in the Bengali Language during the Independent Sultanate of Bengal|প্রথমাংশ=AKM Golam|শেষাংশ=Rabbani|তারিখ=7 November 2017|সাময়িকী=Dhaka University Journal of Linguistics|খণ্ড=1|সংখ্যা নং=1|পাতাসমূহ=151–166|সংগ্রহের-তারিখ=7 November 2017|মাধ্যম=www.banglajol.info}}</ref> ষোড়শ শতাব্দীতে [[সিলেট]] অঞ্চলে ব্রিটিশদের আগমনের ফলে নামটি পরিবর্তিত হয়ে 'সিলেট' হয়ে যায়৷ ইংরাজী বানানে 'SYLHET' রাখা হয় পার্শ্ববর্তী শহর [[শিলচর]] (ইংরাজী বানান SILCHAR) এর সাথে বিশেষ পার্থক্য তেরীর জন্য৷ ঘটনাক্রমে স্থানীয় সিলেটি উপভাষাতে এই নামটিই বেশি পারচলিত হয়ে ওঠে, এবং তা সরকারীভাবেও গৃৃহীত হয়৷ স্বরলোপের ফলে পরবর্তীতে [[সিলেটি ভাষা|সিলেটি উপভাষাতে]]তে তা আবার ''সিলট'' ([[সিলেটি নাগরী|সিলেটি বর্ণমালায়]] লিপিতে ꠍꠤꠟꠐ) নাম নিলেও তা দাপ্তরিকভাবে প্রচলিত নয়৷<ref name=Srihatta>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.srihatta.com.bd/index.html#srihatta|শিরোনাম=About the name Srihatta|ওয়েবসাইট=Srihatta.com.bd|সংগ্রহের-তারিখ=7 April 2019}}</ref> এছাড়াও ইউরোপীয়ানরা এই অঞ্চলকে সিরোটে বা সিলহাট বলেও অভিহিত করতো বলে জানা যায়৷
 
অন্যমতে, [[আফ্রো-এশীয় ভাষাসমূহ|আফ্রো-এশীয় ভাষাসমূহের]] অন্তর্গত [[হিব্রু ভাষা]]তে সেলেট(হিব্রু লিপিতে שלט) শব্দের অর্থ রক্ষিত বা অঙ্গীকারবদ্ধ৷ একই ভাষাপরিবারভুক্ত আরবী উপদ্বীপীয় ভাষাগুলির মাধ্যমে তা গৃহীত বলে কেউ কেউ মনে করেন৷<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=https://banglamirrornews.com/2018/12/10/shelet-sylhet-found-in-the-bible|শিরোনাম=‘Shelet’ (Sylhet) Found In The Bible|লেখক=Shofi Ahmed|ওয়েবসাইট=Bangla Mirror}}</ref> উপরোক্ত মতটির সঠিক কোনো তথ্যপ্রমাণ বা ভিত্তি বা কোনো যোগসূত্র পাওয়া যায়নি৷
 
===শ্রীহট্ট===
সিলেটের অপর একটি বহুল প্রচলিত নাম হলো ''শ্রীহট্ট'', যা শিলহট্ট থেকে এসেছে৷ ঘটনাক্রমে শিল বা শিলা শব্দটি [[শ্রী]] শব্দটি থেকে এসেছে যার অর্থ সোন্দর্য৷ শিল শব্দটি শ্রী থেকে এসছে এই অনুমানটা এই কারণেই যুক্তিযুক্ত হতে পারে কারণ এটি পূর্বে [[কামরূপ রাজ্য|কামরূপ]] রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো যার অর্থও সুন্দর, এবং [[মোঘল সাম্রাজ্য|মোঘল আমলে]] কামরূপে সিলেটের এই নামই প্রচলিত ছিলো৷ মোঘল সাম্রাজ্যকালে এক সময় [[সুবাহ বাংলা|বাংলা সুবাহের]] রাজধানী হিসাবে সিলেটকে নির্ণীত করা হয়েছিলো৷<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Sarkar|শিরোনাম=Sarkar - Banglapedia|ওয়েবসাইট=en.banglapedia.org}}</ref>