চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
→‎উৎস: সংশোধন
Moheen (আলোচনা | অবদান)
সংশোধন
৪৬ নং লাইন:
[[চিত্র:Reading rooms at Chittagong University Library (04).jpg|থাম্ব|''মুক্তিযুদ্ধ কর্নার'' এবং অন্যান্য শাখা]]
 
গ্রন্থাগারটি একটি ত্রিতল ভবনে অবস্থিত, যেখানে অনুষদভিত্তিক পাঠকক্ষ রয়েছে। প্রতিটি পাঠকক্ষের সাথে শিক্ষকেদর জন্য পৃথক পাঠকক্ষের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এমফিল এবং পিএইচডি গবেষকদের জন্য রয়েছে ২৪টি গবেষণাকক্ষ।{{sfn|খান|সালেহ|শিশিরতাহের|২০১০|pp=৭৪}}
 
ভবনের প্রথম তলায় রয়েছে প্রশাসনিক শাখা, গ্রন্থাগার কার্যালয়, সংস্থাপন শাখা, প্রক্রিয়াকরণ শাখা, বাঁধাই শাখা, প্রচার (Lending) শাখা, কলা পাঠকক্ষ, সভা-সিম্পোজিয়ামের জন্য রয়েছে একটি মিলনায়তন,{{sfn|খান|সালেহ|শিশিরতাহের|২০১০|pp=৭৪}} দৈনিক সংবাদপত্র পাঠকক্ষ এবং নিরাপত্তা শাখা।
 
দ্বিতীয় তলায় রয়েছে বিজ্ঞান, ব্যবসা প্রশাসন, আইন এবং সামাজিক বিজ্ঞানের জন্য স্বতন্ত্র পাঠকক্ষ। এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য ও পাণ্ডুলিপি এবং পুরাতন সযবাদপত্র শাকা, ফটোকপি শাখা, কম্পিউটার ল্যাব এবং ইন্টারনেট কক্ষ।
৭৬ নং লাইন:
গ্রন্থাগারে কার্যক্রম মূলত নিম্নলিখিত এই শাখাার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে:
 
;সংস্থাপন শাখা: যাবতীয় প্রাতিষ্ঠানিক কার্যক্রম এই শাখার থেকে সম্পাদন করা হয়।{{sfn|খান|সালেহ|শিশিরতাহের|২০১০|pp=৭৪}}
 
;সংগ্রহ শাখা: স্থানীয় এবং বিদেশি বই ও সাময়িকি, পত্রিকা ইত্যাদি সংগ্রহ এই শাখা পরিচালনা করে।{{sfn|খান|সালেহ|শিশিরতাহের|২০১০|pp=৭৫}}
 
;বাধাই শাখা: বই, সাময়িকি পত্র, গবেষণা পত্র ইত্যাদি সংগ্রহের পরবর্তী প্রধান কাজ প্রয়োজন অনুসারে বাঁধাইয়ের কাজ এই শাখার অভ্যন্তরে করা হয়।{{sfn|খান|সালেহ|শিশিরতাহের|২০১০|pp=৭৫}}
 
;প্রক্রিয়াকরণ শাখা: যাবতীয় সংগ্রহাদী সংগ্রহ এবং বাঁধাই কার্যক্রম সমাপ্তির পর সংযোজন প্রক্রিয়া শুরু হয়। এরপর সূচীকরণ, শ্রেণীকরণ, টাইপ এবং স্পাইন ইত্যাদি কাজ করা হয়। এছাড়াও এই শাখা হারানো বইসমূহের মূল্য নির্ধারণের কাজও করে থাকে।{{sfn|খান|সালেহ|শিশিরতাহের|২০১০|pp=৭৫}}
 
;বই ইস্যু শাখা: এই শাখা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং গবেষকদের বই ইস্যু এবং ফেরত নেয়া হয়। পাশাপাশি প্রাত্যহিক ইস্যু এবং ফেরতের হিসাব সংরক্ষণ করা হয়। এখানে নির্ধারিত সময়ের মধ্যে বই ফেরত দেওয়ার বিধান রয়েছে।{{sfn|খান|সালেহ|শিশিরতাহের|২০১০|pp=৭৫}}
 
==সংগ্রহ==