পেশাওয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৮৮ নং লাইন:
 
পেশাওয়ার অতিমাত্রায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ শহর, যেখানে ১৯৯৮ সালের আদমশুমারী অনুযায়ী ৯৮.৫% মুসলামন জনসংখ্যা রয়েছে। প্রায় ২০,০০০ অনুগামী নিয়ে খ্রিস্টান দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী গঠন করেছে, যখন পেশাওয়ারে আহমদিয়া মুসলিম সম্প্রদায়ের ৭,০০০ এর বেশি সদস্য বাস করে। হিন্দু এবং শিখ ধর্মের মানুষও শহরে পাওয়া যায় - যদিও শহরের বেশিরভাগ হিন্দু এবং শিখ সম্প্রদায় ১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভাগের পরে ভারতে চলে গিয়েছিল।
 
== প্রশাসন ও রাজনীতি ==
পেশাওয়ার ঐতিহাসিকভাবে এই অঞ্চলের রাজনৈতিক কেন্দ্র হিসাবে কাজ করেছে এবং বর্তমানে এটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী শহর। শহর ও প্রদেশটি ঐতিহাসিকভাবে ন্যাশনাল আওয়ামী পার্টির দুর্গ হিসাবে বিবেচিত হয় - এটি একটি ধর্মনিরপেক্ষ বামপন্থী এবং মধ্যপন্থী-জাতীয়তাবাদী দল।<ref name="Rug Pandits, Yasir">{{cite web|last1=Sheikh|first1=Yasir|title=Areas of political influence in Pakistan: right-wing vs left-wing|url=http://rugpundits.com/2012/11/05/areas-of-political-influence-in-pakistan-right-wing-vs-left-wing/|website=rugpundits.com|publisher=Rug Pandits, Yasir|accessdate=29 May 2015|location=Karachi, Sindh|date=5 November 2012}}</ref><ref name="Rug Pandits, Yasir Sheikh">{{cite web|last1=Sheikh|first1=Yasir|title=Political spectrum of Khyber Pakhtunkhwa (KP) – Part I: ANP, PPP & MMA|url=http://rugpundits.com/2013/02/09/political-spectrum-of-khyber-pakhtunkhwa-kp-part-i-anp-ppp-mma/.|website=rugpundits.com|publisher=Rug Pandits, Yasir Sheikh|accessdate=29 May 2015|location=Islamabad|date=9 February 2013}}</ref> পাকিস্তান পিপলস পার্টিও তার সমাজতান্ত্রিক এজেন্ডার কারণে এই প্রদেশে যথেষ্ট সমর্থন পেয়েছিল।<ref name="Rug Pandits, Yasir"/>
 
==তথ্যসূত্র ==