নির্মলা মিশ্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Salahuddin Ahmed Azad (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
Salahuddin Ahmed Azad (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
৪ নং লাইন:
 
তিনি অনেক গীতিনাট্যেও অংশ নিয়েছেন। ১৯৭৬ সালে তিনি উত্তম কুমারের মহালয়া গীতিনাট্যে অংশ নেন। নির্মলা মিশ্র অসংখ্য নজরুল গীতি, রবীন্দ্র সঙ্গীত, শ্যামা সঙ্গীত, দেশাত্মবোধক গান এবং লোকসঙ্গীতও গেয়েছেন। তিনি মান্না দে, প্রতিমা বন্দোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখার্জি, শিপ্রা বসু এবং অন্যান্য অনেক বিখ্যাত শিল্পীর সাথে দৈত গান গেয়েছেন।
 
<br />
 
== প্রারম্ভিক জীবন ==
১১ ⟶ ৯ নং লাইন:
 
নির্মলা মিশ্র’র পরিবার ছিল একটি সঙ্গীতমুখর পরিবার। তাঁর পিতা মোহিনিমোহন মিশ্র এবং বড় ভাই মুরারিমোহন মিশ্র দু’জনই বিখ্যাত গায়ক ছিলেন। তাঁর পারিবারিক পদবি ছিল বন্দোপাধ্যায়। পরে তাঁর পরিবারকে ‘মিশ্র’ উপাধি দেয়া হয়। এছাড়া ‘কাশি সঙ্গীত সমাজ’ তাঁর পিতাকে ‘পন্ডিত’, ‘সঙ্গীত রত্ন’, ‘সঙ্গীত নায়ক’ উপাধিতে ভূষিত করে।
 
== সঙ্গীত জগতে পদার্পণ ==
নির্মলা মিশ্র ১৯৬০ সালে সঙ্গীত জগতে পদার্পন করেন যখন সঙ্গীত পরিচালক বালাকৃষ্ণ দাস তাঁকে ‘শ্রী লোকনাথ’ ছায়াছবির গানে কন্ঠ দেয়ার সুযোগ দেন। তিনি যেসব ছায়াছবির গানে কন্ঠ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্ত্রী (১৯৭২), কা (১৯৬৫), অভিনেত্রী (১৯৭০), অনুতাপ (১৯৯২) ইত্যাদি।    
 
== পুরস্কার ==
বালাক্রুষ্ণা দাস পদক।
 
== তথ্যসূত্র ==