প্রয়াগরাজ জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৪ নং লাইন:
}}
 
'''এলাহাবাদ জেলা''' (অফিসিয়ালিভাবে '''প্রয়াগরাজ জেলা''' নামে পরিচিত) ভারতের [[উত্তর প্রদেশ|উত্তর প্রদেশের]] একটি জেলা। [[এলাহাবাদ]] শহর এ জেলার সদরদপ্তর যার নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে।
 
এলাহাবাদ জেলা ২০ কমিউনিটি উন্নয়ন ব্লকে ও আটটি তফসিলে বিভক্ত। এলাহাবাদ জেলা কৌশাম্বি ও ফতেহপুর জেলা মিলে এলাহাবাদ বিভাগের অন্তর্গত। প্রশাসনিক বিভাগগুলি হল ফুলপুর, কোরাওঁ, মেজা, সদর, সোরাওন, হান্দিয়া, বড়া, শ্রিংওয়ারপুর এবং করঞ্চনা। এ জেলার পৌরাণিক তিনটি নদী; গঙ্গা, যমুনা ও স্বরসতি এলাহাবাদ শহরের নিকট মিলিত হয়েছে, যা ত্রিবেনী সঙ্গম নামে পরিচিত। এটি হিন্দু ধর্মাবলম্বীদের নিকট অত্যন্ত পবিত্র। এলাহাবাদ স্বাধীনতার পূর্বে একবার ইউনাইটেড প্রদেশের রাজধানী ছিল। এলাহাবাদ রাজ্যের সবচেয়ে বড় শিক্ষাশহর।