মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন, ২০০৮: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
মানচিত্র সংযোজন
ওবামা ও ম্যাকেইনের ছবি
১ নং লাইন:
[[Image:BarackObama2005portrait.jpg||thumb|right|200px|বিজয়ী বারাক ওবামা। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়েছেন। যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান-অ্যামেরিকান প্রেসিডেন্ট]]
[[Image:John_McCain_official_photo_portrait.JPG||thumb|right|200px|পরাজিত জন ম্যাকেইন। রিপাবলিকান পার্টির পক্ষে লড়েছেন। নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রবীণতম ফার্স্ট-টার্ম প্রেসিডেন্ট হতেন]]
প্রতি ৪ বছর পরপর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার '''মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন''' অনুষ্ঠিত হয়। [[২০০৮]] সালে নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার ছিলো [[৪ঠা নভেম্বর]]। এই দিনই ২০০৮ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের ৫৬তম প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান।
 
৮ ⟶ ১০ নং লাইন:
 
৩৩টি অঙ্গরাজ্যে একইসাথে [[মার্কিন সিনেট|সিনেট]] নির্বাচন চলেছে। আর সবগুলো অঙ্গরাজ্যেই একইসাথে [[মার্কিন হাউজ অফ রিপ্রেজেন্টিটিভ|হাউজ অফ রিপ্রেজেন্টিটিভ]] নির্বাচন চলেছে। তাই সিনেট, হাউজ আর প্রেসিডেন্ট নির্বাচন এবার প্রায় একসাথেই চলেছে। পাশাপাশি ১১টি অঙ্গরাজ্যে একইসাথে [[গাবারন্যাশনাল নির্বাচন]] চলেছে। [[২০০৪]] সালে বিভিন্ন অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোট নির্ধারিত হয়েছিল [[২০০০]] সালের আদমশুমারি অনুসারে। এবারও সেভাবে ইলেক্টোরাল ভোট নির্ধারিত হয়েছে। অঙ্গরাজ্যের প্রতিটি ডিস্ট্রিক্টের জন্য একটি করে ইলেক্টোরাল ভোট নির্ধারণ করা হয়, আর বাকি দুইটি ভোট বরাদ্দ করা হয় সে অঙ্গরাজ্য থেকে মার্কিন সিনেটে কর্মরত দুজন সিনেটরের জন্য। অবশ্য ২৩তম সংশোধনের মাধ্যমে [[ওয়াশিংটন ডিসি]]-তে সিনেটরদের জন্য ৩টি ইলেক্টোরাল ভোট নির্ধারণ করা হয়েছে।
 
[[Image:US_Electoral_College_Map_2008.svg|thumb|right|300px|বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন দলের অবস্থা। নীল মানে ডেমোক্র্যাটরা জিতেছে, আর লাল মানে রিপাবলিকানরা জিতেছে। ধূসর মানে এখনও ফলাফল ঘোষিত হয়নি। মাঝের সংখ্যা দ্বারা সে অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা নির্দেশ করা হচ্ছে।]]
==বহিঃসংযোগ==
[[Image:US_Electoral_College_Map_2008.svg|thumb|right|300px350px|বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন দলের অবস্থা। নীল মানে ডেমোক্র্যাটরা জিতেছে, আর লাল মানে রিপাবলিকানরা জিতেছে। ধূসর মানে এখনও ফলাফল ঘোষিত হয়নি। মাঝের সংখ্যা দ্বারা সে অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটের সংখ্যা নির্দেশ করা হচ্ছে।]]
*[http://www.votesmart.org/election_president.php 2008 Presidential Candidates] - Project Vote Smart
*[http://www.cfr.org/campaign2008/ Campaign 2008] - Council on Foreign Relations