আন্তর্জাতিক বিমানবন্দর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
২২ নং লাইন:
 
* '''রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় ব্যক্তি''', রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতার নামে নামকরণ করা হয়। যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর (বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানব্দর) বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের ডাক নামে নামকরণ করা হয়েছিল। নিউইর্য়কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতির নামানুসারে করা হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামের করা হয়েছে। জার্কাতার সুকর্ণ হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সুকর্ণ ও হাত্তার নাম একত্রিত করে করা হয়েছে।
 
* '''জনপ্রিয় ব্যক্তিত্ব''', (উকিল, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়াব্যক্তিত্ব) যেমন জর্জ বেস্ট বেলফাস্ট সিটি বিমানবন্দর, ফুটবলার জর্জ বেস্টের নামানুসারে করা হয়েছে, যে এই শহরের বাসিন্দা ছিল।
 
* '''রাজকীয়''' রাজা বা বাদশাদের নামানুসারে যেমন কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, চত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর।
 
* '''বিজ্ঞানী''' যেমন বোলোনা গুগলিয়েলমো মার্কোনি বিমানবন্দর, গুগলিয়েলমো মার্কোনি নামানুসারে এবং বেলগ্রেড নিকোলা টেসলা বিমানবন্দরের নাম নিকোলা টেসলার নামে নামকরণ করা হয়েছে।
 
একটি সমীক্ষায় দেখা গেছে যে বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর ৪৪ শতাংশ টপোনেমি অনুসারে নামকরণ করা হয়েছে, এর মধ্যে; রাজনীতিবিদ (ত্রিশ শতাংশ), বিমানবিদ (সাত শতাংশ), পৌরাণিক কাহিনী ও ধর্ম (তিন শতাংশ), জনপ্রিয় ব্যক্তিত্ব (দুই শতাংশ), বিজ্ঞানী (দুই শতাংশ) এবং অন্যান্য (এক শতাংশ)।
 
বিমানবন্দরগুলো আন্তর্জাতিক বিমানবন্দরের নাম সংক্ষেপে প্রকাশ করতে আইএটিএ-৩ সংখ্যার কোড ব্যবহার করে।
 
==তথ্যসূত্র==