আন্তর্জাতিক বিমানবন্দর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১৯ নং লাইন:
* '''আদর্শ''', শীর্ষস্থানীয় টপোনামের সাথে সমন্বয়, যেমন নিউক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর।
 
* '''পূরান ও ধর্ম''', রুপকথা বা পৌরাণিক কাহিনীর বীর, ধর্মীয় নেতা, ধর্মীয় বিশ্বাস থেকে নামকরণ করা হয়; যেমন কিরঘিস্তানের মানাস আন্তর্জাতিক বিমানবন্দর।বিমানবন্দরের নাম হয়েছে কিরঘিজ জাতীয় মহাকাব্যের মানাস চরিত্র থেকে।
 
* '''রাজনীতিবিদ ও রাষ্ট্রীয় ব্যক্তি''', রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, দলীয় নেতার নামে নামকরণ করা হয়। যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, (বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানব্দর) বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমানের ডাক নামে নামকরণ করা হয়েছিল। নিউইর্য়কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতির নামানুসারে করা হয়েছে। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামের করা হয়েছে। জার্কাতার সুকর্ণ হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সুকর্ণ ও হাত্তার নাম একত্রিত করে করা হয়েছে।
 
==তথ্যসূত্র==