ইলেকট্রন বিজ্ঞান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
Zaheen ইলেক্ট্রন বিজ্ঞান কে ইলেকট্রন বিজ্ঞান শিরোনামে স্থানান্তর করেছেন: জটিল সংযুক্তব্যঞ্জনকে ভেঙে সহজ করা শিরোনামে স্থানান্তর
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
১ নং লাইন:
 
[[চিত্র:PExdcr01CJC.jpg|right|250 px| নিউমেটিক সংকেত কন্ডিশনার]]
'''তড়িৎইলেকট্রন বিদ্যাবিজ্ঞান''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]] Electronics ''ইলেকট্রনিক্‌স্‌'') [[তড়িৎ প্রকৌশল|তড়িৎ প্রকৌশলের]] একটি শাখা যেখানে [[বায়ুশূন্য নল]] (ভ্যাকিউম টিউব), [[গ্যাস]] অথবা [[অর্ধপরিবাহী]] যন্ত্রাংশের মধ্য দিয়ে [[ইলেকট্রন|ইলেক্ট্রনের]] প্রবাহ, সীমাবদ্ধতা, ব্যবহারিক আচরণ ও প্রক্রিয়া আলোচিত হয়। ১৯০৪ সালে [[জন অ্যামব্রোস ফ্লেমিং]] দুইটি তড়িৎ ধারক বৈশিষ্ট সম্পূর্ণ বদ্ধ বায়ুশূন্য কাচের এক প্রকার নল (vacuum tube) উদ্ভাবন করেন ও তার মধ্য দিয়ে একমুখী তড়িৎ পাঠাতে সক্ষম হন। তাই সেই সময় থেকে তড়িৎইলেকট্রন বিজ্ঞানের বিদ্যারযাত্রা শুরু হয়েছে বলা যায়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.britannica.com/technology/electronics|শিরোনাম= Electronics, Encyclopedia Britannica|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=September 2016|ওয়েবসাইট=|প্রকাশক=Encyclopedia Britannica|সংগ্রহের-তারিখ=}}</ref> ইংরেজি পরিভাষাতে একে '''ইলেকট্রনিক্স''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]] Electronics ''ইলেকট্রনিক্‌স্‌'') বলা হয়।
 
তড়িৎইলেকট্রন প্রকৌশলবিজ্ঞান ক্ষেত্রে প্রধানত ইলেকট্রনিকইলেকট্রনীয় বর্তনীর নকশা প্রণয়ন এবং পরীক্ষণেরপরীক্ষণ কাজে ব্যবহৃতকরা হয়। ইলেকট্রনিকইলেকট্রনীয় বর্তনী সাধারণত [[রেজিস্টর]], [[ক্যাপাসিটর]], [[ইন্ডাক্টর]], [[ডায়োড]] প্রভৃতি দ্বারা কোন নির্দিষ্ট কার্যক্রম সম্পাদন করার জন্য তৈরি করা হয়। [[বেতার|বেতার যন্ত্রের]] টিউনার যেটি শুধুমাত্র আকাংক্ষিত বেতার স্টেশন ছাড়া অন্য গুলোকেঅন্যগুলোকে বাতিল করতে সাহায্য করে, ইলেকট্রনিকসেটি ইলেকট্রনীয় বর্তনীর একটি উদাহরণ। পাশে আরেকটি উদাহরনেরউদাহরণের (নিউমেটিক সংকেত কন্ডিশনারের ) ছবি দেওয়া হলো।
 
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] আগে তড়িৎ ইলেকট্রন প্রকৌশলবিজ্ঞান ''রেডিও প্রকৌশল'' বা ''বেতার প্রকৌশল'' নামে পরিচিত ছিল। তখন এর কাজের পরিধি [[রাডার]], বাণিজ্যিক বেতার (Radio) এবং আদি [[টেলিভিশন|টেলিভিশনে]] সীমাবদ্ধ ছিল। বিশ্বযুদ্ধের পরে যখন ভোক্তা বা ব্যবহারকারী-কেন্দ্রিক যন্ত্রপাতির উন্নয়ন শুরু হল, তখন থেকে প্রকৌশলের এই শাখা বিস্তৃত হতে শুরু করে এবং আধুনিক টেলিভিশন, অডিও ব্যবস্থা, কম্পিউটার এবং [[মাইক্রোপ্রসেসর]] (অণুপ্রক্রিয়াকারক বা সমন্বিত বর্তনী) এই শাখার অন্তর্ভুক্ত হয়। পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে বেতার প্রকৌশল নামটি ধীরে ধীরে পরিবর্তিত হয়ে দশকের শেষ নাগাদ ইলেকট্রন বিজ্ঞান (ইলেকট্রনিক্‌স) নাম ধারণ করে।
 
[[উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি]], [[জন বারডিন]] এবং [[ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন]] একসাথে যৌথভাবে ট্রানজিস্টর উদ্ভাবন করেন। ১৯৪৮ সালে [[ট্রানজিস্টর]] উদ্ভাবন ও ১৯৫৯ সালে [[সমন্বিত বর্তনী]] (integrated circuit or IC) উদ্ভাবনের আগে ইলেক্ট্রনিকইলেকট্রনীয় বর্তনী তৈরি হতো বড় আকারের পৃথক পৃথক ভ্যাকিউমবায়ুশূন্য টিউবনল যন্ত্রাংশ দিয়ে। এই সব বিশাল আকারের যন্ত্রাংশ দিয়ে তৈরি বর্তনীগুলো বিপুল জায়গা দখল করত এবং এগুলো চালাতে অনেক [[শক্তি]] লাগত। এই যন্ত্রাংশগুলোরযন্ত্রাংশগুলির গতিও ছিল অনেক কম। অন্যদিকে [[সমন্বিত বর্তনী]] বা আই সিআইসি অসংখ্য (প্রায়ই ১০ লক্ষ বা এক [[মিলিয়ন|মিলিয়নেরও]]লক্ষেরও বেশি) ক্ষুদ্রাতিক্ষুদ্র তড়িৎ যন্ত্রাংশ, যাদের বেশিরভাগই মূলত [[ট্রানজিস্টর]] দিয়ে গঠিত হয়। এই যন্ত্রাংশগুলোকে একটি ছোট্ট [[পয়সা]] আকারের [[সিলিকন]] চিলতে বা চিপের উপরে সমন্বিত করে সমন্বিত বর্তনী তৈরি করা হয়। বর্তমানের অত্যাধুনিক কম্পিউটার বা নিত্য দিনের প্রয়োজনীয়নিত্যপ্রয়োজনীয় ইলেক্ট্রনিকইলেকট্রনীয় যন্ত্রপাতি সবই প্রধানত সমন্বিত বর্তনী বা আই সি দ্বারা নির্মিত।
 
== তথ্যসূত্র ==
২০ ⟶ ১৯ নং লাইন:
[[বিষয়শ্রেণী:তড়িৎ প্রকৌশল]]
[[বিষয়শ্রেণী:প্রযুক্তি]]
[[বিষয়শ্রেণী:ইলেকট্রনিক্‌সইলেকট্রনিক্স]]