ক্রিটেশিয়াস–প্যালিওজিন বিলুপ্তির ঘটনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
১১৭ নং লাইন:
 
এখনও পর্যন্ত ক্রি-প্যা সীমানা থেকে খুঁজে পাওয়া বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ডাইনোসর জীবাশ্মসম্বলিত পাথরের স্তর পশ্চিম উত্তর আমেরিকাতেই মেলে, বিশেষ করে মন্টানার হেল ক্রিক প্রস্তরক্ষেত্রের নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। এটির সঙ্গে ঐ রাজ্যেরই জুডিথ নদী অববাহিকার প্রস্তরক্ষেত্র এবং আলবার্টা রাজ্যের ডাইনোসর পার্ক প্রস্তরক্ষেত্রের তুলনামূলক আলোচনার মাধ্যমে ক্রিটেশিয়াস যুগের শেষ এক কোটি বছরে ডাইনোসরদের সংখ্যার হ্রাসবৃদ্ধির আন্দাজ করা যায়। উল্লিখিত দু'টি প্রস্তরক্ষেত্রেরই বয়স সাড়ে সাত কোটি বছর। অবশ্য এই সমস্ত জীবাশ্ম একটি মাত্র মহাদেশের একটি সামান্য অংশকেই উপস্থাপিত করে।
 
মধ্য থেকে অন্ত্য কাম্পানিয়ান প্রস্তরক্ষেত্রগুলোর ডাইনোসর জীবাশ্মে অন্যান্য যুগের চেয়ে বেশি বৈচিত্র্য দেখা যায়। অন্ত্য মাস্ট্রিক্টিয়ানে বিভিন্ন ক্লেডের বৃহত্তম প্রজাতিদের দেখা মেলে। ''টির‍্যানোসরাস'', ''অ্যাঙ্কিলোসরাস'', ''প্যাকেসেফালোসরাস'', ''ট্রাইসেরাটপ্‌স'', ''টোরোসরাস'' ইত্যাদির নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। এ'থেকে বোঝা যায় বিলুপ্তির ঠিক আগে পৃথিবীতে খাদ্য ছিল প্রচুর।
 
বহুসংখ্যক ডাইনোসর জীবাশ্মের পাশাপাশি ক্রি-প্যা সীমানার পরে অজস্র উদ্ভিদ জীবাশ্মেরও আকস্মিক হ্রাস দেখা যায়। সীমানার নিচে গুপ্তবীজী পরাগরেণুর প্রাচুর্য থাকলেও সীমানার মধ্যে তাদের সংখ্যা খুব কম; বরং ফার্নের স্পোর সেখানে অত্যধিক। সীমানার উপরের স্তরগুলিতে ক্রমে ক্রমে পরাগরেণুর পরিমাণ বেড়ে উঠতে দেখা যায়। এই ঘটনা আধুনিক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবের সঙ্গে তুলনীয়। অগ্ন্যুৎপাতের পরেও উদ্ভিদকুলের প্রত্যাবর্তনে আগে আসে ফার্ন, এবং তারপর ধীরে ধীরে আসে অন্যান্য উদ্ভিদ তথা গুপ্তবীজী।
 
=== সামুদ্রিক জীবাশ্ম ===
সামুদ্রিক প্ল্যাঙ্কটনের বিলুপ্তি ক্রি-প্যা সীমানার সঙ্গে সমাপতিত হতে দেখা যায়, এবং এর প্রভাবও ছিল ব্যাপক। অ্যামোনাইটদের সবক'টি গণ সীমানার কাছাকাছি বা সীমানায় বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত হয়ে যায়। অবশ্য সমগ্র ক্রিটেশিয়াস যুগ জুড়েই ধীরে ধীরে বেশ কিছু অ্যামোনাইটের সংখ্যা হ্রাস পাচ্ছিল। অধিকাংশ ইনোসেরামিড ঝিনুকের বিলুপ্তিও ক্রি-প্যা সীমানার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল।
 
নিপুণতর বিশ্লেষণের ফলে বোঝা যায়, অন্ত্য ক্রিটেশিয়াসে একইসঙ্গে বেশ কিছু প্রক্রিয়া চলছিল যাদের সম্মিলিত প্রভাব বাড়তে বাড়তে অন্তিম মহাবিলুপ্তির আকস্মিকতায় এসে শেষ হয়। ক্রি-প্যা সীমানার কাছাকাছি বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে ওঠার ফলে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। ৬৫ কোটি ৪০ লক্ষ বছর থেকে ৬৫ কোটি ২০ লক্ষ অছর আগে পর্যন্ত গড় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বেড়ে গিয়েছিল। এর সঙ্গে সামুদ্রিক তাপমাত্রা কমে যাওয়ার ফলে সামুদ্রিক জীববৈচিত্র্যও হ্রাস পায়।
 
== তথ্যসূত্র ==