জন ডাইসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
Suvray (আলোচনা | অবদান)
সম্মাননা - নতুন অনুচ্ছেদ!
১৭৮ নং লাইন:
এসসিজিতে শেফিল্ড শিল্ডের খেলায় তাসমানিয়ার বিপক্ষে অপরাজিত ১১২ রান তুলেন। এটি তার ১৯শ ও প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সর্বশেষ সেঞ্চুরি ছিল।<ref>https://trove.nla.gov.au/newspaper/article/120912845</ref> চমকপ্রদ ক্রীড়াশৈলী প্রদর্শনের ফলে ১৯৮৯ সালের অ্যাশেজ সিরিজে তার অন্তর্ভূক্তির বিষয়ে আলোচনা চললেও বাস্তবে তা আর হয়নি।
 
১৯৮৯-৯০ মৌসুমের শুরুতে এনএসডব্লিউকে নেতৃত্ব দেন ও দুইটি এফএআই কাপের খেলায় অংশ নেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://trove.nla.gov.au/newspaper/article/122092974 |শিরোনাম=17 Oct 1989 - Dyson named as Blues' skipper - Trove |প্রকাশক=Trove.nla.gov.au |তারিখ=1989-10-17 |সংগ্রহের-তারিখ=2018-10-16}}</ref> কিন্তু হাঁটুর আঘাতের কারণে অ্যাডিলেডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের খেলায় দল পরিচালনার জন্য [[Steve Small|স্টিভ স্মলকে]] তার স্থলাভিষিক্ত করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://nla.gov.au/nla.news-article120857303|শিরোনাম=Tassie gets first innings points|তারিখ=3 November 1989|প্রকাশক=|পাতা=18|সংগ্রহের-তারিখ=16 October 2018|মাধ্যম=Trove}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://trove.nla.gov.au/newspaper/article/120859867 |শিরোনাম=14 Nov 1989 - NSW selectors name side - Trove |প্রকাশক=Trove.nla.gov.au |তারিখ=1989-11-14 |সংগ্রহের-তারিখ=2018-10-16}}</ref> এরপর দল নির্বাচকমণ্ডলী উদীয়মান ও সম্ভাবনাময় জিওফ মিলিকেনকে অগ্রাধিকার দেয়া হয় ও ডাইসনকে আর রাজ্য দলের সদস্য করা হয়নি। এ দলের পক্ষে ৪০ গড়ে ৯৯৩৫ রান তুলেন তিনি।
 
== ফুটবলে অংশগ্রহণ ==
২০৪ নং লাইন:
১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রথম স্তরের ক্রিকেটে সাদারল্যান্ডের পক্ষে খেলেন। এ দলটিতে তার অধিনায়কত্বে [[গ্লেন ম্যাকগ্রা|গ্লেন ম্যাকগ্রার]] ন্যায় তরুণ খেলোয়াড়ের অংশগ্রহণ ছিল। ১৯৯১ সালে এনএসডব্লিউর অধিনায়ক [[জিওফ লসন]] ডাইসনকে দলে ফিরিয়ে আনার চেষ্টা চালালেও দল নির্বাচকমণ্ডলীর আপত্তির মুখে তা আর হয়ে ওঠেনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://trove.nla.gov.au/newspaper/article/127204281 |শিরোনাম=26 Mar 1993 - SPORT - Trove |প্রকাশক=Trove.nla.gov.au |তারিখ=1993-03-26 |সংগ্রহের-তারিখ=2018-10-16}}</ref> ১৯৯৪ সাল পর্যন্ত গ্রেড ক্রিকেটে খেলা চালিয়ে যান।
 
ক্রিকেট খেলা থেকে অবসরগ্রহণেরঅবসর গ্রহণের পর কোচিং জগতে প্রবেশ করেন। ১৯৯৬-৯৭ মৌসুমে এনএসডব্লিউর কোচ জিওফ লসনের সহকারীর ভূমিকায় অবতীর্ণ হন। সাম্প্রতিককালে ওয়েস্ট ইন্ডিজ দলের [[কোচ (ক্রীড়া)|কোচের]] দায়িত্ব পালন করেছেন। ২১ অক্টোবর, ২০০৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে জন ডাইসনকে নামাঙ্কিত করা হয়। এরপূর্বে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার কোচের দায়িত্বে ছিলেন তিনি।<ref>[http://content-uk.cricinfo.com/westindies/content/current/story/316338.html John Dyson named West Indies coach], Cricinfo, Retrieved on 21 October 2007</ref>
 
২০ মার্চ, ২০০৯ তারিখে মন্দালোকের কারণে ভুলবশতঃ ওয়েস্ট ইন্ডিজ দলকে ৪৬.২ ওভার পর মাঠ থেকে তুলে আনেন। ইংল্যান্ডের বিপক্ষে ঐ ওডিআইয়ে ৪৭তম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পতন ঘটলে জয়ের সম্ভাবনা থাকলেও পরাজয়বরণ করে ওয়েস্ট ইন্ডিজ দল। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা শুরুর অল্প কিছুদিন পূর্বে ১৩ আগস্ট, ২০০৯ তারিখে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।<ref>[http://www.cricketworld.com/internationalcricketnews/west_indies/article/?aid=21638 WICB Prepares For Champions Trophy By Sacking Dyson] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20090905010140/http://www.cricketworld.com/internationalcricketnews/west_indies/article/?aid=21638 |তারিখ=৫ সেপ্টেম্বর ২০০৯ }}, Cricket World, Retrieved on 13 August 2009</ref>
 
== সম্মাননা ==
২ সেপ্টেম্বর, ২০০২ তারিখে [[মার্ক টেলর]], জন ডাইসন, [[ফিল এমরি]], [[মাইক হুইটনি]] ও [[জিওফ লসন|জিওফ লসনকে]] নিউ সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ আজীবন সদস্যরূপে অন্তর্ভূক্ত করে।
 
== তথ্যসূত্র ==