প্রফুল্ল চন্দ্র রায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
47.11.153.144-এর সম্পাদিত সংস্করণ হতে Ei holo ovik-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
১০ নং লাইন:
| death_date = {{death date and age|df=yes|1944|6|16|1861|8|2}}
| death_place = [[কলকাতা]], [[বেঙ্গল প্রেসিডেন্সি]], [[ব্রিটিশ ভারত]] <small>(বর্তমান [[ভারত|ভারতে]])</small>
| nationality = [[ভারতীয় মানুষজনগণ|ভারতীয়]]
| fields = {{ublist | [[অজৈব রসায়ন]] | [[জৈব রসায়ন]] |[[রসায়নের ইতিহাস]] }}
| workplaces = {{ublist | [[প্রেসিডেন্সি কলেজ]]|[[কলকাতা বিশ্ববিদ্যালয়]] বিজ্ঞান কলেজ (বর্তমানে [[রাজাবাজার সায়েন্স কলেজ]]) }}
২৫ নং লাইন:
 
 
'''আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়''' [[Order of the Indian Empire|CIE]], [[Indian National Science Academy|FNI]], [[The Asiatic Society|FRASB]], [[Indian Association for the Cultivation of Science|FIAS]], [[Chemical Society|FCS]] (''Praphulla Chandra Rāy'', যিনি '''পি সি রায়''' নামেও পরিচিত; [[আগস্ট ২]], [[১৮৬১]] - [[জুন ১৬]], [[১৯৪৪]]<ref name="JICS_Ray_Obit">{{Cite journal | last1 = | first1 = | url = | title = Obituary: Sir Prafulla Chandra Ray| journal = Journal of the Indian Chemical Society| volume = XXI | pages = 253–260 | year = 1944 | pmid = | pmc = | deadurl = | df = }}</ref>) ছিলেন একজন প্রখ্যাত [[বাঙালি]] রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি [[বেঙ্গল কেমিক্যালস এণ্ড ফার্মাসিউটিক্যালস|বেঙ্গল কেমিক্যালসের]] প্রতিষ্ঠাতা এবং [[মার্কারি (I) নাইট্রেট|মার্কারি (I) নাইট্রেটের]] আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন তিনি। তাঁর জন্ম অবিভক্ত বাংলার [[যশোর জেলা]]য় (বর্তমানে বাংলাদেশের অন্তর্গত)। তিনি [[জগদীশ চন্দ্র বসু|বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর]] সহকর্মী ছিলেন।
 
== জন্ম ও বাল্যকাল ==
৪২ নং লাইন:
 
== অবদান ==
* নিজের বাসভবনে ভারতীয়দেশীয় [[ভেষজ]] নিয়ে গবেষণার মাধ্যমে তিনি তার গবেষণাকর্ম আরম্ভ করেন। তার এই গবেষণাস্থল থেকেই পরবর্তীকালে [[বেঙ্গল কেমিক্যালস এণ্ড ফার্মাসিউটিক্যালস|বেঙ্গল কেমিক্যাল কারখানার]] সৃষ্টি হয় যা ভারতবর্ষের শিল্পায়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাই বলা যায় বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশের শিল্পায়নে তার ভূমিকা অনস্বীকার্য।
* [[১৮৯৫]] খ্রিস্টাব্দে তিনি [[মার্কারি (I) নাইট্রেট|মারকিউরাস নাইট্রাইট]] (HgNO<sub>2</sub>) আবিষ্কার করেন যা বিশ্বব্যাপী আলোড়নের সৃষ্টি করে। এটি তার অন্যতম প্রধান আবিষ্কার। তিনি তার সমগ্র জীবনে মোট ১২টি যৌগিক [[লবণ]] এবং ৫টি [[থায়োএস্টার]] আবিষ্কার করেন।
* সমবায়ের পুরোধা স্যার পিসি রায় ১৯০৯ খ্রিস্টাব্দে নিজ জন্মভূমিতে একটি কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। ১৯০৩ খ্রিস্টাব্দে বিজ্ঞানী পিসি রায় পিতার নামে আরকেবিকে হরিশ্চন্দ্র স্কুল প্রতিষ্ঠা করেন।
৫৫ নং লাইন:
== ব্যক্তি হিসেবে আচার্য ==
=== দেশপ্রেম ===
আচার্য দেবের দেশপ্রেম তাকে ইউরোপে থেকে ফিরিয়ে এনেছিল। ভারতেদেশে এসেও তিনি তার সেই স্বদেশপ্রীতির পরিচয় দিয়েছেন। তিনি ক্লাসে বাংলায় লেকচার দিতেন। বাংলা ভাষা তার অস্তিত্বের সাথে মিশে ছিল। তার বাচনভঙ্গী ছিল অসাধারণ যার দ্বারা তিনি ছাত্রদের মন জয় করে নিতেন খুব সহজেই। তিনি সকল ক্ষেত্রেই ছিলেন উদারপন্থী।
 
=== অসাম্প্রদায়িকতা ===