কফম্যান ডেজার্ট হাউজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
২টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0
১৪ নং লাইন:
==ইতিহাস==
পিটসবার্গের এক ডিপার্মেনট স্টোরের প্রধান ব্যবসায়ী এডগার জে কফম্যানের মরু উদ্যান হিসেবে এ বাড়ির জন্ম। ১৯৪৬ সালে এটি নির্মিত হয়। স্থপতি ফ্রাঙ্ক লয়েড রাইটের ডিজাইনে [[ফলিংওয়াটার]] নামের কফম্যানের আরেকটি বিখ্যাত অবকাশ বাড়ি নির্মান শেষ হবারও প্রায় এক যুগ পরে জুলিয়াস স্যুলমান এর ১৯৪৭ সালের ফটোগ্রাফীর সুবাদে এ মরু নিবাসটি বিখ্যাত হয়ে ওঠে। <ref name=NYT103107>Edward Wyatt, [https://www.nytimes.com/2007/10/31/arts/design/31hous.html A Landmark Modernist House Heads to Auction], ''The New York Times'', October 31, 2007.</ref>
 
হ্যারিস দম্পত্তির বিচ্ছেদ হয়ে যাবার পরে ২০০৮ সালের মে মাসে এটি ১৫ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয়ে যায়। তবে দরদাতা চুক্তির শর্ত ভঙ্গ করলে বিক্রি স্থগিত থাকে। অক্টোবরে এসে ১২.৯৫ ডলারে বিক্রি হয়।
 
মার্মল রেজিন্যর+ এসোসিয়েটেসের পুনস্থাপন কাজ বেশ আলোড়ন তৈরী করে। বর্তমানে অনেক সমালোচকই [[ফলিংওয়াটার]], [[রুবি হাউজ]], গ্রুপিয়ার হাউজ এবং গ্যম্বেল হাউজের মত অভিজাত স্থাপত্য কর্মের সাথে কফম্যান ডেজার্ট হাউজকেও একই কাতারে স্থান দিয়ে থাকেন।
 
২০০৮ সালের ডিসেম্বরে লস এঞ্জলেস টাইমস একটি জরিপের উপর ভিত্তি করে লসএঞ্জলেসের সর্বকালের সেরা ১০টি বাড়ির তালিকা তৈরী করে। ডেজার্ট হাউজের অবস্থান পাম স্প্রিংয়ে হলেও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
 
==ডিজাইন==