আলবার্ট আইনস্টাইন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Shakilkhan123 (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
৫৭ নং লাইন:
 
=== জুরিখের দিনগুলি ===
এসময় আইনস্টাইনের একটি সুযোগ আসে। তিনি [[সুইজারল্যান্ড|সুইজারল্যান্ডের]] [[জুরিখ|জুরিখে]] অবস্থিত Eidgenössische Polytechnische Schule (সুইজ ফেডারেল পলিটেকনিক স্কুল, [[১৯০৯|১৯০৯ সালে]] একে বিবর্ধিত করে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়া হয়েছিল এবং [[১৯১১|১৯১১ সালে]] নাম পরিবর্তন করে রাখা হয়েছিল Eidgenössische Technische Hochschule তথা সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি ([[ইটিএইচ জুরিখ]]) নামক প্রতিষ্ঠানে ভর্তির একটি সুযোগ পান। সেখানে কেবল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হলেই তাকে নিয়ে নেয়ার কথা জানানো হয়। যদিও তার হাই স্কুল বা সমমানের কোন ডিগ্রি ছিলনা। ভর্তি পরীক্ষায় অংশ নেন। ফলাফল দিলে দেখা যায়, তিনি [[পদার্থবিজ্ঞান]] ও গণিতে ভাল করেছেন, কিন্তু অকৃতকার্য হয়েছেন [[ফরাসি ভাষা]], [[রসায়ন]] এবং [[জীববিজ্ঞান|জীববিজ্ঞানে]]। গণিতে অনেক ভাল করার জন্য তাকে পলিটেকনিকে ভর্তি করে নেয়া হয় এক শর্তে, তাকে সাধারণ স্কুলের পর্যায়গুলো অতিক্রম করে আসতে হবে। যেই কথা সেই কাজ। তিনি সুইজারল্যান্ডের আরাইতে জস্ট উইন্টেলার কর্তৃক পরিচালিত একটি বিশেষ ধরনের স্কুলে ভর্তি হন এবং [[১৮৯৬|১৮৯৬ সালে]] সেখান থেকে স্নাতক হন। সেখানে তিনি মূলত [[ম্যাক্সওয়েলের তাড়িতচৌম্বক তত্ত্ব]] নিয়ে পড়াশোনা করেছিলেন। একই সময়ে সামরিক দায়িত্ব পালন এড়ানোর জন্য তিনি আনুষ্ঠানিকভাবে জার্মান নাগরিকত্ব ত্যাগ করেন, এ ব্যাপারে তার বাবার স্মতি ছিল। এরপর প্রায় ৫ বছর তিনি কোন দেশেরই নাগরিক ছিলেননা। [[১৯০১]] সালের [[ফেব্রুয়ারি ২১|২১ ফেব্রুয়ারি]] [[সুইজার‌ল্যান্ড|সুইজার‌ল্যান্ডের]] নাগরিকত্ব লাভ করেন যা তিনি কখনই ত্যাগ করেননি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.einstein-website.de/z_information/variousthings.html#national|শিরোনাম=Einstein's nationalities at einstein-website.de|accessmonthday=4 October|accessyear=2006}}</ref>
 
 
 
[[ইটিএইচ জুরিখ]]) নামক প্রতিষ্ঠানে ভর্তির একটি সুযোগ পান। সেখানে কেবল ভর্তি পরীক্ষায় কৃতকার্য হলেই তাকে নিয়ে নেয়ার কথা জানানো হয়। যদিও তার হাই স্কুল বা সমমানের কোন ডিগ্রি ছিলনা। ভর্তি পরীক্ষায় অংশ নেন। ফলাফল দিলে দেখা যায়, তিনি [[পদার্থবিজ্ঞান]] ও গণিতে ভাল করেছেন, কিন্তু অকৃতকার্য হয়েছেন [[ফরাসি ভাষা]], [[রসায়ন]] এবং [[জীববিজ্ঞান|জীববিজ্ঞানে]]। গণিতে অনেক ভাল করার জন্য তাকে পলিটেকনিকে ভর্তি করে নেয়া হয় এক শর্তে, তাকে সাধারণ স্কুলের পর্যায়গুলো অতিক্রম করে আসতে হবে। যেই কথা সেই কাজ। তিনি সুইজারল্যান্ডের আরাইতে জস্ট উইন্টেলার কর্তৃক পরিচালিত একটি বিশেষ ধরনের স্কুলে ভর্তি হন এবং [[১৮৯৬|১৮৯৬ সালে]] সেখান থেকে স্নাতক হন। সেখানে তিনি মূলত [[ম্যাক্সওয়েলের তাড়িতচৌম্বক তত্ত্ব]] নিয়ে পড়াশোনা করেছিলেন। একই সময়ে সামরিক দায়িত্ব পালন এড়ানোর জন্য তিনি আনুষ্ঠানিকভাবে জার্মান নাগরিকত্ব ত্যাগ করেন, এ ব্যাপারে তার বাবার স্মতি ছিল। এরপর প্রায় ৫ বছর তিনি কোন দেশেরই নাগরিক ছিলেননা। [[১৯০১]] সালের [[ফেব্রুয়ারি ২১|২১ ফেব্রুয়ারি]] [[সুইজার‌ল্যান্ড|সুইজার‌ল্যান্ডের]] নাগরিকত্ব লাভ করেন যা তিনি কখনই ত্যাগ করেননি।<ref>{{ওয়েব উদ্ধৃতি | শিরোনাম= Einstein's nationalities at einstein-website.de | ইউআরএল=http://www.einstein-website.de/z_information/variousthings.html#national | accessmonthday=4 October | accessyear=2006 }}</ref>
 
উইন্টেলার পরিবারের সাথে আইনস্টাইন ও তার পরিবারের বিশেষ সক্ষ্যতা গড়ে উঠেছিল। উইন্টেলারের মেয়ে Sofia Marie-Jeanne Amanda Winteler (ডাকনাম মেরি) ছিল তার প্রথম প্রেম। কিন্তু, ইটিএইচ জুরিখে গণিত অধ্যয়নের সময় মেরি শিক্ষকতার জন্য ওল্‌সবার্গে চলে যায়। তার ছোট বোন মাজা উইন্টেলারের ছেলে পলকে বিয়ে করেছিল<ref>Ibid.</ref> এবং তার ঘনিষ্ঠ বন্ধু মিশেল বেসো তাদের বড় মেয়ে আনাকে বিয়ে করেছিল। জুরিখের দিনগুলি তার খুব সুখে কেটেছিল। সেখানে অনেক বন্ধুর দেখা পান যাদের সাথে তার ভাল সময়ে কেটেছে। যেমন গণিতজ্ঞ মার্সেল গ্রসম্যান এবং বেসো যার সাথে তিনি স্থান-কাল নিয়ে নিয়মিত আলোচনা করতেন। সেখানেই তার সাথে [[মিলেভা মেরিক|মিলেভা মেরিকের]] দেখা হয়। মিলেভা [[সার্বিয়া]] থেকে আগত পদার্থবিজ্ঞানের ফেলো ছাত্রী ছিল। প্রকৃতপক্ষে মিলেভা ছিল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একমাত্র ছাত্রী। তাদের বন্ধুত্ব প্রেমে গড়ায় এবং এই মিলেভাকেই পরবর্তীকালে বিয়ে করেন। তাদের ঘরে তিন সন্তানের জন্ম হয়। আইনস্টাইনের মা অবশ্য চেহারা বেশী ভাল না থাকা, অ-[[ইহুদি]] এবং বয়স্ক হওয়ার কারণে মিলেভাকে প্রথমে পছন্দ করেননি।<ref>{{Citation | author = Oregon Public Broadcasting | year = 2003 | url = http://www.pbs.org/opb/einsteinswife/ | title = Einstein's Wife: The Life of Mileva Maric Einstein | publisher =Public Broadcasting Service | access-date = 2006-11-8}} This web site, companion to the controversial Geraldine Hilton documentary of the same name, is currently under review for historical accuracy. (See {{Citation | last=Getler | first=Michael | date=December 15, 2006 | journal=PBS Ombudsman | title=Einstein’s Wife: The Relative Motion of ‘Facts’ | url=http://www.pbs.org/ombudsman/2006/12/einsteins_wife_the_relative_motion_of_facts.html | access-date=2007-03-25}}.)</ref> তাদের কন্যা Lieserl Einstein-এর জন্ম হয় [[১৯০২]] সালে তাদের বিয়ের আগে।<ref>This conclusion is from Einstein's correspondence with Marić. Lieserl is first mentioned in a letter from Einstein to Marić (who was abroad at the time of Lieserl's birth) dated February 4, 1902 (''Collected papers'' Vol. 1, document 134).</ref> অল্প বয়সেই সে মারা যায়। কারণ সম্বন্ধে সঠিক জানা যায়নি। আইনস্টাইন [[১৯০০|১৯০০ সালে]] ইটিএইচ থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে বের হন। এ সময় [[মিশেল বেসো]] তাকে [[আর্নস্ট মাখ]]-এর লেখার সাথে পরিচয় করিয়ে দেন। এর পর পরই তার গবেষণাপত্র ''Annalen der Physik'' প্রকাশিত হয় যার বিষয় ছিল নলের মধ্য দিয়ে [[কৈশিক বল]]।