আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Amfabd (আলোচনা | অবদান)
Amfabd (আলোচনা | অবদান)
৫২ নং লাইন:
== উত্তরসূরী ==
আল্লামা আব্দুল লতিফ চৌধুরীর ইন্তেকালের পর তাঁর অনুসারীরা তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করেছেন তাঁর বড় ছেলে আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরীকে। এছাড়াও তাঁর অনেক যোগ্য খলিফা রেখে গেছেন তন্মধ্যে অন্যতম হচ্ছেন-
* হযরত মাওলানা হবিবুর রহমান, রারাই, জকিগঞ্জ, সিলেট, সাবেক অধ্যক্ষ, ইছামতি কামিল মাদ্রাসা, সিলেট।
* হযরত মাওলানা নজমুদ্দীন চৌধুরী, ফুলতলী, সাবেক অধ্যক্ষ, ফুলতলী কামিল মাদ্রাসা, জকিগঞ্জ, সিলেট।
* হযরত মাওলানা সৈয়দ মস্তাক আহমদ মাদানী, উজানডিহি, করিমগঞ্জ, ভারত।
* হযরত মাওলানা আব্দুল জব্বার গোটারগামী (র), সাবেক মুহাদ্দিস, ফুলতলী কামিল মাদ্রাসা, জকিগঞ্জ, সিলেট।
* হযরত মাওলানা গোলাম হুসাইন (র), সৎপুর, বিশ্বনাথ, সিলেট।
* হযরত মাওলানা আবুল ফজল ইর্শাদ হোসাইন গোয়াহরী (র), বিশ্বনাথ, সিলেট।