মালিন্দা ওয়ার্নাপুরা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - নতুন অনুচ্ছেদ!
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি!
১১৬ নং লাইন:
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৪টি [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] ও ৩টি ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন মালিন্দা ওয়ার্নাপুরা। ২৫ জুন, ২০০৭ তারিখে কলম্বোয় সফরকারী [[বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল|বাংলাদেশ দলের]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। ২০ জুলাই, ২০০৯ তারিখে একই মাঠে সফরকারী [[পাকিস্তান জাতীয় ক্রিকেট দল|পাকিস্তানের]] বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
 
[[২০০৭ বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর |২০০৭]] সালে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা গমন করে। ২০ মে, ২০০৭ তারিখে বাংলাদেশের বিপক্ষে [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে (ওডিআই)]] অভিষেক ঘটে মালিন্দা ওয়ার্নাপুরার। একই সফরে ২৫ জুন, ২০০৭ তারিখে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। নিজস্ব তৃতীয় টেস্টে প্রথম [[শতক (ক্রিকেট)|সেঞ্চুরি]] করেন। [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ রান তুলেন। এ পর্যায়ে [[Michael Vandort|মাইকেল ভ্যানডর্টের]] সাথে আক্রমণধর্মী খেলায় অংশ নেন। পরবর্তীকালে [[Tharanga Paranavitana|থারাঙ্গা পারানাভিতানার]] সাথে উদ্বোধনী জুটি গড়েছিলেন। তাসত্ত্বেও, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর দল থেকে বাদ পড়েন।<ref name="OTD">{{Cite web|url=http://www.espncricinfo.com/magazine/content/story/149864.html |title=The hard-nosed Kiwi |accessdate=26 May 2017 |work=ESPN Cricinfo}}</ref>
 
== অবসর ==
এরপর আর তাকে টেস্ট কিংবা ওডিআই দলে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়নি। ১৪ টেস্টে অংশ নিয়ে ২টি সেঞ্চুরি করেন ও ৩টি ওডিআইয়ে অংশ নেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর থেকে টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালনসহ ঘরোয়া ক্রিকেটে অংশ নিচ্ছেন।
 
তার কাকা বান্দুলা ওয়ার্নাপুরা ১৯৭৫ থেকে ১৯৮২ সময়কালে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পিতা উপলি ওয়ার্নাপুরা [[ম্যাচ রেফারি|ম্যাচ রেফারির]] দায়িত্বে ছিলেন ও কাকাতো ভাই মাদায়া ওয়ার্নাপুরা শ্রীলঙ্কান ঘরোয়া ক্রিকেটে খেলছেন।
 
== তথ্যসূত্র ==