গিজা পিরামিড চত্বর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
২টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta15)
Zaheen (আলোচনা | অবদান)
চত্ত্বর -->চত্বর
৫ নং লাইন:
| image = All Gizah Pyramids.jpg
| alt =
| caption = গিজা পিরামিড চত্ত্বরেরচত্বরের ছয়টি [[পিরামিড]]
| map_type = Egypt
| coordinates = {{স্থানাঙ্ক|29|58|34|N|31|7|58|E|display=inline,title}}
২৪ নং লাইন:
}}
 
'''গিজা পিরামিড কমপ্লেক্স''' ({{Lang-ar|أهرامات الجيزة}}, {{IPA-arz|ʔɑhɾɑˈmɑːt elˈɡiːzæ|IPA}}, "গিজার [[পিরামিড]]") বা '''গিজা পিরামিড চত্ত্বরচত্বর''' হচ্ছে [[মিশর|মিশরের]] [[কায়রো|কায়রোর]] উপকন্ঠে গিজা মালভূমির উপর অবস্থিত একটি প্রত্নস্থল।
 
প্রাচীন মিনার সম্বলিত এই চত্বরে আছে তিনটি [[পিরামিড]] কমপ্লেক্স যা গ্রেট পিরামিড নামে পরিচিত, গ্রেট স্পিংক্স নামে পরিচিত বিশাললাকৃতির [[ভাস্কর্য]], বিভিন্ন কবরস্থান, একটি শ্রমিদকদের গ্রাম এবং একটি শিল্প চত্ত্বর।চত্বর। এটি লিবিয় মরুভূমিতে অবস্থিত।, [[নীলনদ|নীল নদের]] প্রায় ৯ কিলোমিটার (৫ মাইল) পশ্চিমে পুরনো গিজা শহরে এবং কায়রো শহরের কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার (৮ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
 
পশ্চিমাদের ধারণা পিরামিড ঐতিহাসিকভাবে প্রাচীন মিশরের অবিস্মরণীয় সৃষ্টি,<ref>Pedro Tafur, ''[http://depts.washington.edu/silkroad/texts/tafur.html#ch5 Andanças e viajes]''.</ref><ref>Medieval visitors, like the Spanish traveller [//en.wikipedia.org/wiki/Pedro_Tafur Pedro Tafur] in 1436, viewed them however as "the Granaries of Joseph" (Pedro Tafur, ''[http://depts.washington.edu/silkroad/texts/tafur.html#ch5 Andanças e viajes]'').</ref> হেলেনীয় সময়ে জনপ্রিয়তা লাভ করে, যখন সিদনের এন্তিপেতার একে [[প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্য]] তালিকাভুক্ত করেন। এটা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যসমূহের মধ্যে সব থেকে প্রাচীন এবং একমাত্র টিকে থাকা নিদর্শন।
৩৬ নং লাইন:
[[চিত্র:Sphinx_partially_excavated2.jpg|থাম্ব|গ্রেট স্পিংক্স আংশিক খনন, ১৮৬৭ থেকে ১৮৯৯ এর মধ্যে তোলা ছবি]]
[[চিত্র:Pedro_II_of_Brazil_in_Egypt_1871.jpg|থাম্ব|১৮৭১ এ সম্রাটের গিজা দর্শন]]
[[গিজার মহা পিরামিড|গিজার গ্রেট পিরামিড]] (কেপোস বা [[খুফু|খুফুর]] পিরামিড নামেও পরিচিত এবং ২৫৬০-২৫৪০ খ্রিষ্টপূর্বাব্দে নির্মিত), কয়েকশো মিটার দক্ষিণ পশ্চিমে কিছুটা ছোট আকৃতির খাফ্রের পিরামিড এবং আরো কয়েক শত মিটার দক্ষিণ-পশ্চিমে মাঝারি আকারে মেনকাউরের পিরামিড নিয়ে গিজার পিরামিড গঠিত। চত্ত্বরেরচত্বরের পূর্বপাশে গ্রেট স্ফিংক্স অবস্থিত। মিশরীয়বিদ গণ বর্তমানে ঐক্যমতে পৌঁছেছেন যে গ্রেট স্ফিংক্সের মাথাটি [[খাফরে|খাফরের]]। এই অঞ্চলে ক্ষুদ্রাকৃতিরর রানী পিরামিড, উপত্যকা পিরামিড ইত্যাদি আছে।<ref name="Verner">Verner, Miroslav.</ref>
 
=== খুফু'র পিরামিড কমপ্লেক্স ===
৭৫ নং লাইন:
পিরামিড নির্মাণের জন্য বিপুল পরিমাণ পাথর পরিবহন, নড়াচড়া, স্থাপন ইত্যাদির জন্য হাজার দক্ষ শ্রমিক, অদক্ষ শ্রমিক এবং সমর্থনকারী শ্রমিকের প্রয়োজন হয়। প্রকল্পটির জন্য বাবুর্চি, সুতোর মিস্ত্রী, জলবাহক এবং অন্যান্য কাজের জন্যেও লোকের প্রয়োজন হয়। পিরামিড তৈরীর পাশাপাশি এই বিশাল ইমারত নির্মাণের জন্য ঠিক কি পরিমান জনবলের প্রয়োজন হয়েছিলো সেটা নিয়েও মানুষের মনে বিষ্ময় ছিলো। ৪৫০ খ্রিস্টপূর্বাব্দে যখন [[গ্রীক]] ঐতিহাসিক [[হিরোডোটাস]] গিজা পরিদর্শণ করেন তখন মিশরীয় পুরোহিত তাকে জানিয়েছিলেন যে, ''গ্রেট পিরামিড তৈরী করতে ৪০০,০০০ লোকের ২০ বছর সময় লেগেছিলো, ১০০,০০০ শ্রমিক তিনমাস শিফটিং কাজ করে''। কবর থেকে প্রাপ্ত প্রমাণাদি ইঙ্গিত করে ১০,০০০ শ্রমিকের তিনমাসে শিফটিং কাজ করে পিরামিড গড়ে তুলতে ৩০ বছর সময় লেগেছিলো।
 
গিজা পিরামিড চত্ত্বরচত্বর একটাএকটি বড় পাথরের দেওয়াল দিয়ে ঘেরা ছিলো।ছিল। মার্ক লেহনার এবং তার দল দেয়ালের বাইরে একটি শহর আবিষ্কার করেন যেখানে পিরামিডের কর্মীদের আবাসনের ব্যবস্থা ছিলো। শহুরটি [[খাফরে|খাফ্রে]] এবং [[মেনকাউরে]] কমপ্লেক্সের দক্ষিন-পূর্বে অবস্থিত। কর্মীদের গ্রামে আবিষ্কার সমুহের মধ্যে পাওয়া গেছে সম্প্রদায়ের ঘুমানোর ঘর, বেকারী, পানগৃহ, রান্নাঘর (এখানে প্রাপ্ত নমুনা থেকে জানা যায় রুটি, গোমাংস এবং মাছ ছিলো তাদের প্রধান খাদ্য), একটি হাসপাতাল এবং একটি কবরস্থান (যেখানে প্রাপ্ত অনেক কঙ্কালে নির্মাধীন সময়ে দুর্ঘটনার শিকার হওয়ার লক্ষ্ণ ছিলো)। আবিষ্কৃত কর্মী শহরের সময়কাল ৪র্থ রাজবংশের সময় (২৫১৯-২৪৭২ খ্রি.পূ.), যা খুফুর সময় এবং গ্রেট পিরামিড নির্মাণ সমাপ্ত হওয়ার পর। লেহনার এবং এরা দলের মতেঃ
: "উপশহর এই চত্ত্বরেরচত্বরের নির্মাণ খুব দ্রুত সম্পন্ন হয়েছিলো। সমস্ত নির্মাণ সম্ভবত ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হয়েছিলো যা খাফ্রে এবং মেনকাউরের শাসনামলকে নির্দেশ করে। এগুলো মূলত গিজার দ্বিতীয় ও তৃতীয় পিরামিডের নির্মাণ শ্রমিকদের আবাসন।''
 
কার্বন ডেটিং ব্যবহার ছাড়া, শুধুমাত্র মৃৎশিল্প, ফলক, সিলের গড়ন shards এবং স্ট্র্যাটিগ্রাফির উপর ভিত্তি করে তারিখ থেকে দলটি উপসংহারে আসে;
৩৬৮ নং লাইন:
 
==বহিঃসংযোগ==
{{কমন্স বিষয়শ্রেণী|Giza pyramid complex|গিজা পিরামিড চত্ত্বরচত্বর}}
* [https://web.archive.org/web/20060902142719/http://egypt.travel-photo.org/cairo/pyramids-in-giza.html গিজার পিরামিড] ছবিগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে প্রকাশিত
* [https://web.archive.org/web/20110728075844/http://www.3ds.com/introduction/revealed/ হউডিন তত্বের ত্রিমাত্রিক ভার্চুয়াল ভ্রমন বর্ণন(প্লাগ ইন লাগবে)]
* [http://photosynth.net/view.aspx?cid=93a9f00a-8586-4d30-8e92-38752133a696&m=false&i=0:0:73&c=1.95935:-1.80135:-0.0941447&z=333.4682925&d=-1.32931317921158:-0.748181458857873:-0.827825298545062&p=0:0 গিজা পিরামিড চত্ত্বরচত্বর]
* [http://www.gizapyramids.org Gizapyramids.org]