প্রথম চেচেন যুদ্ধ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১১০ নং লাইন:
যুদ্ধ চলতে থাকলে চেচেন বিদ্রোহীরা ব্যাপক হারে বেসামরিক জনগণকে জিম্মি করতে আরম্ভ করে। তাদের উদ্দেশ্য ছিল রুশ জনসাধারণ ও নেতৃবৃন্দের মনে আতঙ্কের সৃষ্টি করা। ১৯৯৫ সালের জুনে শামিল বাসায়েভের নেতৃত্বে একদল চেচেন যোদ্ধা দক্ষিণ রাশিয়ার [[বুদিয়োন্নোভস্ক]] শহরের একটি হাসপাতালে ১,৫০০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে; বাসায়েভ ও রুশ প্রধানমন্ত্রী [[ভিক্তর চের্নোমির্দিন|ভিক্তর চের্নোমির্দিনের]] মধ্যে আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পূর্বে প্রায় ১২০ জন বেসামরিক রুশ নিহত হয়<ref>[http://exhibition.ipvnews.org/page_08.php The Chronicles of Hell] {{webarchive |url=https://web.archive.org/web/20070919182132/http://exhibition.ipvnews.org/page_08.php |date=19 September 2007 }}</ref>। এই আক্রমণের ফলে রুশরা সাময়িকভাবে চেচনিয়ায় তাদের সামরিক কার্যকলাপ বন্ধ রাখে এবং এই সুযোগে চেচেনরা তাদের শক্তিবৃদ্ধি করতে সক্ষম হয়। চেচনিয়ায় পুরোমাত্রার রুশ আক্রমণের ফলে দুদায়েভের অনেক বিরোধীও তাঁর সঙ্গে যোগদান করে এবং হাজার হাজার চেচেন স্বেচ্ছাসেবক বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়। অনেক এলাকায় স্থানীয় জনসাধারণ তাদের এলাকাগুলোকে রুশ আক্রমণ থেকে রক্ষা করার জন্য স্থানীয় আত্মরক্ষামূলক মিলিশিয়া বাহিনী গঠন করে। ১৯৯৫ সালের শেষদিকে এসব মিলিশিয়া বাহিনীতে ৫,০০০–৬,০০০ সশস্ত্র যোদ্ধা ছিল। চেচেন কমান্ডের বক্তব্য অনুযায়ী, চেচেন বিদ্রোহীরা সর্বমোট ১০,০০০–১২,০০০ পূর্ণকালীন যোদ্ধা মাঠে নামিয়েছিল। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুসারে, চেচেন বিদ্রোহীদের মধ্যে পুরুষের পাশাপাশি নারীরাও ছিল এবং বিদ্রোহীদের একটি বড় অংশ ছিল শিশু, যাদের কারো কারো বয়স ছিল মাত্র ১১ বছর<ref>[http://www1.umn.edu/humanrts/commission/country52/1996_13.htm The situation of human rights in the Republic of Chechnya of the Russian Federation] [[United Nations]]</ref>। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত ভূমির পরিমাণ হ্রাস পাওয়ার সাথে সাথে তারা শত্রুর অধিকৃত এলাকায় [[বুবি ট্র্যাপ]] ও [[ভূমি মাইন]] ব্যবহারসহ গেরিলাযুদ্ধের কৌশল অবলম্বন করে। এসবের মধ্যে বিস্ফোরকের ব্যবহার ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য; তাছাড়া চেচেনরা কার্যকারিতার সঙ্গে মাইন ও চোরাগোপ্তা হামলাকে সমন্বিতভাবে রুশদের বিরুদ্ধে ব্যবহার করে।
 
১৯৯৫ সালের শেষদিকে চেচনিয়ায় কেন্দ্রীয় বাহিনীর কমান্ডার জেনারেল [[আনাতোলি রোমানভ]] গ্রোজনিতে একটি বোমা হামলায় গুরুতরভাবে আহত হন। ঘটনাটিকে ঘিরে রুশ সেনাবাহিনীর একটি অংশের ওপর সন্দেহের সৃষ্টি হয়, কারণ এই হামলার ফলে জেনারেল রোমানভ ও চেচেন প্রধান সেনাপতি (এবং সোভিয়েত সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল) আসলান মাসখাদভের সমঝোতার ভিত্তিতে একটি স্থায়ী যুদ্ধবিরতি সম্ভাবনা শেষ হয়ে যায়<ref>[http://www.sptimes.ru/index.php?action_id=2&story_id=11071 Honoring a General Who is Silenced]''[[The St. Petersburg Times]]'' {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20140717102746/http://www.sptimes.ru/index.php?action_id=2&story_id=11071 |তারিখ=১৭ জুলাই ২০১৪ }}</ref>; আগস্টে তাঁরা দুইজন স্থানীয় নেতাদের বুঝিয়ে রুশ যুদ্ধবন্দিদের মুক্ত করার জন্য দক্ষিণ চেচনিয়ায় গিয়েছিলেন<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.jamestown.org/publications_details.php?volume_id=14&&issue_id=740|শিরোনাম=Programs – The Jamestown Foundation|কর্ম=jamestown.org|অকার্যকর-ইউআরএল=yes|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20061122084849/http://www.jamestown.org/publications_details.php?volume_id=14&&issue_id=740|আর্কাইভের-তারিখ=2006-11-22|df=}}</ref>। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে গ্রোজনিতে হাজার হাজার স্বাধীনতাকামী চেচেন একটি শান্তি মিছিল বের করলে রুশ ও রুশপন্থী চেচেন সৈন্যরা মিছিলটির ওপর গুলিবর্ষণ করে বহুসংখ্যক চেচেনকে হত্যা করে<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.hartford-hwp.com/archives/63/080.html|শিরোনাম=Chris Hunter, Mass protests in Grozny end in bloodshed|কর্ম=hartford-hwp.com}}</ref>। এর দুই দিন পর চেচেন স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত গ্রোজনির বিধ্বস্ত রাষ্ট্রপতি ভবনটি ধ্বংস করে ফেলা হয়।হয়<ref>{{cite news|url=http://www.cnn.com/WORLD/9603/raduyev_dead/index.html |title= Chechen rebel leader killed, reports say; Fierce fighting erupts|publisher=[[CNN]]|date=6 March 1996|accessdate=2019-02-27}}</ref><ref>{{cite news|url=http://www.cnn.com/WORLD/9602/yeltsin_announcement/ |title=Yeltsin announces re-election bid|publisher=CNN|date=15 February 1996|archive-url= https://web.archive.org/web/20081211122936/http://www.cnn.com/WORLD/9602/yeltsin_announcement/ |archive-date=2008-12-11 }}</ref>।
 
=== মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধ ===