মেজার ফর মেজার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

শেক্সপীয়ার রচিত একটি নাটক
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
(কোনও পার্থক্য নেই)

১১:৩৮, ২৬ জুন ২০১৯ তারিখে সংশোধিত সংস্করণ

মেজার ফর মেজার (ইংরেজি: Measure for Measure) হল উইলিয়াম শেকসপিয়র রচিত নাটক। এটি ১৬০৩ বা ১৬০৪ সালের রচিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি ফার্স্ট ফোলিও থেকে ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়, যেখানে এটি হাস্যরসাত্মক নাটক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। ১৬০৪ সালে এই নাটকের প্রথম মঞ্চায়ন হয়। এই নাটকের মূল বিষয়বস্তু হল ন্যায়বিচার - "ভিয়েনায় নৈতিকতা ও ক্ষমা" এবং দুর্নীতি ও শুদ্ধতার দ্বি-বিভাজন - "কেউ পাপের মধ্য দিয়ে শীর্ষে পৌঁছায়, ও কেউ গুন দিয়েও পতিত হয়।"[১]

১৬২৩ সালে প্রকাশিত মেজার ফর মেজার বইয়ের প্রথম পৃষ্ঠা।

মেজার ফর মেজার-কে প্রায়ই শেকসপিয়ারের সমস্যা জর্জরিত নাটক বলে অভিহিত করা হয়। এটিকে হাস্যরসাত্মক নাটক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, অবশ্যই তা ডার্ক ঘরনার, যদিও এর বর্ণনাশৈলী এইসব ব্যাখ্যার বিরোধিতা করে।[২]

তথ্যসূত্র

  1. হুইটলো, রজার (১৯৭৮)। "Measure for Measure: Shakespearean Morality and the Christian Ethic", এনকাউন্টার। ৩৯ (২): ১৬৫–১৭৩ – EBSCOhost-এর মাধ্যমে।
  2. "Measure for Measure Tone"www.shmoop.com। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৯ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:মেজার ফর মেজার