আহ্‌মদীয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta15)
Shabbir Rifat (আলোচনা | অবদান)
৪৩ নং লাইন:
 
== সমালোচনা ==
দাবি করা হয়, মির্যা গোলাম আহমদ একসময় নিজেকে অন্য নবীদের মতই নবী দাবি করেছিলেন যা [[সূরা আহযাব|সূরা আহযাবের]] ৪০ নং আয়াতের পরীপন্থী।
 
মির্যা গোলাম আহমদ নিজেকে শেষ নবী দাবি করেছিলেন যা হাদীসের পরীপন্থী।
 
মির্যা গোলাম আহমদ তিনি নিজেকে কখনও পীর/ধর্মিয় গুরু দাবী করেছেন কখনও ওয়ালি আল্লাহ কখনও ইমাম মাহদী কখনও মাসীহ আবার কখনওমুহাম্মাদ (সাঃ) এর সমকক্ষ নবী দাবী করেছেন।
 
সূরা আন নিসার ১৫৭-১৫৮ আয়াত অনুসারে, ইসলামের নবী ঈসাকে হত্যা করা হয় নি বরং আল্লাহ তাকে তাঁর কাছে তুলে নিয়েছেন। হাদিস অনুসারে নবী ঈসা আসমান থেকে সরাসরি দামেস্কের পূর্ব দিকে মসজিদের সাদা মিনারের পাশে অবতরণ করবেন। তিনি এসে আল-মাহদীর (যিনি ইসলামের শেষনবীর মেয়ে ফাতিমার বংশের হবেন) নেতৃত্বে সালাত আদায় করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শুকর নিধন করবেন, [[জিযিয়া]] রহিত করবেন।<ref>{{বই উদ্ধৃতি|শিরোনাম=কিয়ামতের আলামত |পাতাসমূহ= |লেখক=মুহাম্মাদ ইকবাল কিলানী |অনুবাদক=আবদুল্লাহিল হাদী মু. ইউসুফ |তারিখ= |প্রকাশক=মাকতাবা বাইতুসসালাম রিয়াদ }}</ref> ইমাম মাহদী ও মসীহ দুইজন আলাদা ব্যক্তি হবেন। এই বিষয়গুলো মির্যা গোলাম আহমদের দাবির বিপরীত হওয়ায় সুন্নীরা আহমদীয়াদের সমালোচনা করেন।