শামসুন নাহার মাহমুদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Muntasir du (আলোচনা | অবদান)
শুরু
 
Muntasir du (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
'''বেগম শামসুন নাহার মাহমুদ''' (জন্ম: [[১৯০৮]]; মৃত্যু:[[এপ্রিল ১০|১০ এপ্রিল]] [[১৯৬৪]]) ছিলেন এ দেশের নারী মুক্তি আন্দোলনের অন্যতম নেত্রী, বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সমাজসেবিকা ৷ মুসলমান সমাজে নারী শিক্ষা প্রসার ও অবরোধপ্রথা রহিত করার জন্য যাঁরা জীবন উত্সর্গ করেছিলেন তাঁদের মধ্যে তাঁর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ৷
 
শামসুন নাহার [[১৯০৮]] সালের বাংলাদেশের বর্তমান [[ফেনী জেলা|ফেনী জেলায়]] জন্ম গ্রহণ করেন। তিনি ছিলেন পিতৃহীনা। চট্টগ্রামের তামাগুমন্ডিস্থ নানা খান বাহাদুর আবদুল আজিজের বাড়িতে মা ও ভাই [[হবীবুল্লাহ বাহার|হবীবুল্লাহ বাহারের]] সাথে বড় হন। তিনি লেখা পড়া করেন ডাক্তার খাস্তগীর স্কুলে। তার স্বামী ছিলেন ডাঃ মাহমুদ। [[১৯৩২]] সালে শামসুন নাহার বিএ পাশ করেন, তখন [[বেগম রোকেয়া]] এ উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেন। বিদ্রোহী কবি [[কাজী নজরুল ইসলাম|কাজী নজরুল ইসলামের]] সাথে শামসুন নাহার মাহমুদ ও তার ভাই হবীবুল্লাহ বাহারের খুব ভাল সম্পর্ক ছিল।<ref>নজরুল জীবনে নারী ও প্রেম; ড. আবুল আজাদ</ref>