আবু তাম্মাম: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{তথ্যছক ব্যক্তি | honorific_prefix = | name = আবু তাম্মাম<br>أبو تمام | honor...
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
 
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৫৫ নং লাইন:
 
== জীবনী ==
আবু তাম্মাম জন্মেছিলেন [[সিরিয়া]]র জসিমে। ধারণা করা হয়ে থাকে, তিনি তার যৌবন অতিবাহিত করেছিলেন [[সিরিয়া]]র [[হিমস|হোমসে]]। তিনি শৈশবে [[কায়রো]]র এক [[মসজিদ|মসজিদে]] পানি বিক্রি করতেন বলে গল্প প্রচলিত আছে। তার কাব্যপ্রতিভার প্রথম বিকাশ ঘটে [[মিশর|মিশরে]]। সেখানে তিনি নাম করতে না পারায় তিনি [[দামেস্ক]] ও পরবর্তীতে [[মসুল]] গমন করেন।<ref name="EB1911">{{EB1911|inline=1|wstitle=Abu Tammam|volume=1|page=81}}</ref> সেখানে তিনি [[আব্বাসীয় খিলাফত|আব্বাসীয় খলিফা]] [[আল-মামুন|আল-মামুনের]] পৃষ্ঠপোষকতা প্রার্থনা করেন। কিন্তু, তার কাব্যপ্রতিভা খলিফাকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছিল। এরপর তিনি [[আব্বাসীয় খিলাফত|খেলাফতের]] পূর্বাংশে গমন করেন এবং অবশেষে আর্মেনিয়ার গভর্নর খালিদ ইবনে ইয়াজিদ আল-শায়বানির পৃষ্ঠপোষকতা লাভ করেন। তার কাব্যপ্রতিভা গভর্নরকে যতবার মুগ্ধ করত, ততবার গভর্নর তাকে দশ হাজার [[দিরহাম]] করে প্রদান করতেন।<ref>{{cite journal |last=Klein-Franke |first=Felix |last2= |first2= |date=1971 |title=The Hamasa of Abu Tammām |url= |journal= Journal of Arabic Literature|publisher= |volume= 2|issue= |page=18 |doi=10.1163/157006471X00027 |access-date=}}</ref>
 
[[আল-মামুন|আল-মামুনের]] মৃত্যুর পর নতুন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণকারী [[আল-মুতাসিম]] তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হন। ৮৩৩ [[খ্রিষ্টাব্দখ্রিস্টাব্দ|খ্রিষ্টাব্দের]] পর থেকে তিনি মূলত [[বাগদাদ|বাগদাদে]] বাস করতে থাকেন। [[আল-মুতাসিম|আল-মুতাসিমের]] দরবারে স্থান হয়েছিল আবু তাম্মামের।
 
[[বাগদাদ]] থেকে তিনি [[খোরাসান]] গমন করেছিলেন। সেখানে তিনি [[আবদুল্লাহ ইবনে তাহির আল-খোরাসানি]]র পৃষ্ঠপোষকতা লাভ করেন। ৮৪৫ সালের দিকে তিনি [[সিরিয়া]]র মারারাত উন-নুমানে ছিলেন। সেখানে তিনি [[আরব]] [[কবি]] বুহতুরির (c. ৮২০–৮৯৭) সাথে মিলিত হন। আবু তাম্মাম [[মসুল|মসুলে]] ৮৪৫ সালে মৃত্যুবরণ করেন।<ref>Adonis. An Introduction to Arab Poetics, Saqi Books, 1990. pg. 43</ref>
 
আবু তাম্মাম তার সময়ের বিখ্যাত আরবি কবিতাগুলো নিয়ে ''হামাসাহ'' ({{lang-ar|حماسة}}, [[বাংলা]]: "প্রেরণাদান") নামে কবিতা সংকলন প্রকাশের জন্য পরিচিত।<ref name="EB1911"/> তিনি কবিতাগুলো সংগ্রহ করেছিলেন আবু আল-ওয়াফা ইবনে সালামার সুবিশাল গ্রন্থাগার থেকে।<ref>Julie Meisami and Paul Starkey. Encyclopedia of Arabic Literature. Routledge, 1998. pg. 48</ref> কবিতা সংকলনটি দশ খণ্ডে প্রকাশিত হয়েছিল।
 
আবু তাম্মামের কবিতায় ঐতিহাসিক ঘটনা ও ব্যক্তিদের কাহিনি ফুটে উঠেছে। তার কবিতায় রয়েছে [[মুতাজিলা|মুতাজিলা মতবাদের]]প্রাধান্য।<ref>Julie Meisami and Paul Starkey. Encyclopedia of Arabic Literature. Routledge, 1998. pg. 48</ref>