বাংলাদেশের নারী শিল্পীগণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্প্রসারণ, অনুবাদ
সম্প্রসারণ, অনুবাদ
৮৪ নং লাইন:
===আখতার জাহান (জন্ম ১৯৫৮)===
[[আখতার জাহান]] হলেন কয়েকজন নারী ভাস্করের মধ্যে একজন। বিগত নয়ের দশক থেকে তাঁর শিল্পকর্মের বৃদ্ধি লক্ষ করা যায়। শিশুকালের স্মৃতি, পরিবেশ এবং প্রকৃতি তাঁর শিল্পে ফুটে ওঠে। তিনি সিমেন্ট, ব্রোঞ্জ, ধাতব পাত, কাঠ, টেরাকোটা ইত্যাদি মাধ্যমে কাজ করেন। তাঁর পরিচিত জগৎ থেকে উপাদানের একটা সরল বিমূর্ত ধারণা এবং অবয়বগুলো তাঁকে বিশিষ্টতা দান করেছে।
 
===দিলারা বেগম জলি (জন্ম ১৯৬০)===
[[দিলারা বেগম জলি]] সামাজিক বাস্তবতাকে সরাসরি তাঁর শিল্পকর্মের মধ্যে প্রতিনিধিত্ব করে চলেছেন। তিনি সামাজিক অসঙ্গতি, নিপীড়ন, অসাম্য এবং অবিচারকে তাঁর চিত্রিত ভাষায় এনেছেন।
 
[[বিষয়শ্রেণী:বাঙালি নারী শিল্পীগণ]]