রেহানা সুলতান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক
সম্প্রসারণ
১০ নং লাইন:
| death_cause =
| alma_mater = [[ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান]]
| religion = [[বাহাই ধর্ম|বাহাই]]
| occupation = অভিনেত্রী
| years_active = ১৯৭০-১৯৯২
| spouse = [[বি. আর. ইশারা]]
| awards = [[জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)|জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] (১৯৭১)
}}
 
'''রেহানা সুলতান''' (জন্ম: ১৯ নভেম্বর ১৯৫০) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। [[পুনে]]র [[ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান]] থেকে স্নাতক সম্পন্ন করার পর ''[[দস্তক (১৯৭০-এর চলচ্চিত্র)|দস্তক]]'' (১৯৭০) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার বলিউডে অভিষেক ঘটে। উক্ত কাজের জন্য তিনি [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)|শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] অর্জন করেন। ''[[চেতনা (১৯৭০-এর চলচ্চিত্র)|চেতনা]]'' (১৯৭০) চলচ্চিত্রে তিনি একটি যৌন আবেদনময়ী বলিষ্ট চরিত্রে অভিনয় করেন এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার লাভ করেন। এত সম্ভাবনাময় শুরুর পরও একই ধারার চলচ্চিত্র ও চরিত্র নির্বাচনের কারণে তার চলচ্চিত্র কর্মজীবনের সমাপ্তি ঘটে।
 
==প্রারম্ভিক জীবন==
রেহানা সুলতান ১৯৫০ সালের ১৯শে নভেম্বর [[এলাহাবাদ]]ে এক [[বাহাই ধর্ম|বাহাই]] পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৭ সালে হাই স্কুলের পড়াশোনা সম্পন্ন করেন এবং একই বছর [[পুনে]]র [[ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান]]ে (এফটিআইআই) অধ্যয়নের সুযোগ পান। এফটিআইআইয়ের স্নাতক কোর্সে তিনি বিশ্বনাথ আয়েঙ্গারের ডিপ্লোমা চলচ্চিত্র ''শাদি কি পেহলি সালগিরাহ'' চলচ্চিত্রে যৌন আবেদনময়ী চরিত্রে অভিনয় করেন।
 
==কর্মজীবন==
রেহানা ১৯৭০ সালে রাজিন্দর সিং বেদীর ''[[দস্তক (১৯৭০-এর চলচ্চিত্র)|দস্তক]]'' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে আবির্ভূত হন। তিনি [[ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান]] প্রথম ব্যক্তি, যিনি চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে একজন নিঃসঙ্গ গৃহিণীর ভূমিকায় অভিনয় করে তিনি [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)|শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] অর্জন করেন। একই বছর তিনি [[বি. আর. ইশারা]] পরিচালিত ''[[চেতনা (১৯৭০-এর চলচ্চিত্র)|চেতনা]]'' (১৯৭০) চলচ্চিত্রে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন।<ref name="বণিক-বার্তা-২০১৭">{{সংবাদ উদ্ধৃতি |শিরোনাম=পর্দা কাঁপানো রেহানা সুলতান, যাকে মনে রাখেনি বলিউড |ইউআরএল=http://bonikbarta.net/bangla/news/2017-03-20/110820/%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8,-%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A1-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF/ |সংগ্রহের-তারিখ=১৬ মে ২০১৯ |কর্ম=বণিক বার্তা |তারিখ=২০ মার্চ ২০১৭}}</ref> তার এই কাজ হিন্দি চলচ্চিত্রে যৌনকর্মীর চিত্রায়নের ধারা পরিবর্তন করে দেয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার লাভ করেন।
 
যৌন আবেদনময়ী চরিত্রে তার অভিনয় তাকে সফলতা এনে দিলেও তা তার ভবিষ্যৎ চলচ্চিত্র নির্বাচনের পথ সীমিত করে দেয়। তিনি পরবর্তী কালে ''হার জিৎ'' (১৯৭২), ''প্রেম পর্বত'' (১৯৭৩) এবং রাজনৈতিক ব্যঙ্গধর্মী ''কিস্‌সা কুরসি কা'' (১৯৭৭) ছবিতে অভিনয় করেন। ১৯৮১ সালে তিনি [[শত্রুঘ্ন সিনহা]]র বিপরীতে পাঞ্জাবি চলচ্চিত্র ''পুত জাত্তান দে''-এ অভিনয় করেন। ১৯৮৪ সালে তিনি [[বিজয় আনন্দ]]ের ''হাম রাহেঁ না রাহেঁ'' চলচ্চিত্রে [[শাবানা আজমী]]র সাথে কাজ করেন।
 
==ব্যক্তিগত জীবন==
১৯৮৪ সালে তিনি তার ''চেতনা'' চলচ্চিত্রের পরিচালক ও লেখক বি. আর. ইশারার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ধীরে ধীরে চলচ্চিত্র থেকে সরে যেতে থাকেন।<ref name="বণিক-বার্তা-২০১৭"/>
 
==তথ্যসূত্র==