কানাডীয় শিল্ড অঞ্চল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
CYNOGEN-X (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
CYNOGEN-X (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৪৬ নং লাইন:
 
উ: পৃথিবীর প্রাচীনতম ভূ-খন্ডের অংশ হল কানাডিয়ান শিল্ড অঞ্চল। এই অঞ্চল হিমবাহের ক্ষয়কার্যের ফলে বর্তমানে ইহা একটি সমযপ্রায়ভূমিতে পরিণত হয়েছে এবং এই অঞ্চলের যে অংশগুলি অধিক দুর্বল ছিল, সেগুলি অধিক ক্ষয় পেয়ে অবনমিত হয়ে হ্রদ সৃষ্টি করেছে। একারণে কানাডিয়ান শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায়। যেমন- উইনিপেগ , গ্রেটবিয়ার , গ্রেট স্লেভ , আথাবাস্কা ইত্যাদি।
 
২. শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন?
 
উ: কাষ্ঠ ও কাগজ শিল্পে কানাডীয় শিল্ড অঞ্চল বিশ্বে উল্লেখযোগ্য স্থান অধিকার করে (কাগজ শিল্পে বিশ্বে প্রথম স্থান)। এর কারণগুলি নিম্নরূপ-----
 
i. <u>কাঁচামালের প্রাচুর্য</u>: কানাডীয় শিল্ড অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে সরলবর্গীয় বনভূমি। এই বনভূমির স্থান বিশ্বের দ্বিতীয় (প্রথম স্থান রাশিয়ার তৈগা বনভূমি)। এই বনভূমির কাঠি হলোকাস্ট কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। এই বনভূমির কাঠ নরম প্রকৃতির, যার থেকে সহজে কাগজ ও কাগজের মণ্ড উৎপাদন করা যায়।
 
ii. <u>পরিবহনের সুবিধা</u>: শীতকালে যখন চারিদিকে বরফ জমে যায় তখন গাছগুলি কেটে বরফঢাকা নদীর উপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদী তীরবর্তী কাঠচেরাই ([[SAW MILL]]) কল গুলিতে সেগুলিকে সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ খুব কম হয়।
 
iii. <u>পর্যাপ্ত জলবিদ্যুৎ</u>: শিল্ড অঞ্চলের খরস্রোতা নদী গুলি থেকে উৎপন্ন জলবিদ্যুৎ এখানকার কাষ্ঠ ও কাগজ শিল্পের উন্নতিতে সাহায্য করেছে।
 
iv. <u>উন্নত প্রযুক্তি</u>: এখানে কারখানা গুলিতে কাঠচেরাই, কাগজ তৈরি প্রভৃতি কাজে অতি উন্নত প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যায়।
 
v. <u>অন্যান্য কারণ</u>: এছাড়াও দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধন বিনিয়োগ, সরকারি সহযোগিতা প্রভৃতি কারণে কাষ্ঠ শিল্পের উন্নতি ঘটেছে।