ক্রেগ কামিং: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক সংযুক্তিকরণ!
Suvray (আলোচনা | অবদান)
ঘরোয়া ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি!
১০২ নং লাইন:
 
'''ক্রেগ ডেরেক কামিং''' ({{lang-en|Craig Cumming}}; [[জন্ম]]: [[৩১ আগস্ট]], [[১৯৭৫]]) তিমারু এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার। [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৩ থেকে ২০০৯ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওতাগো দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন '''ক্রেগ কামিং'''।
 
== ঘরোয়া ক্রিকেট ==
নিউজিল্যান্ডীয় ঘরোয়া [[প্রথম-শ্রেণীর ক্রিকেট]] প্রতিযোগিতা [[প্লাঙ্কেট শীল্ড|প্লাঙ্কেট শীল্ডে]] ৬,৫৮৯ রান তুলে সর্বাধিক রান সংগ্রহকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। ঘরোয়া পর্যায়ে কিছু ভালোমানের খেলা প্রদর্শন করেছিলেন। ওতাগোর পক্ষে ৪৬.৯৩ গড়ে ৭৫১ রান তুলেন। ২০০৮-০৯ মৌসুমে এ সংগ্রহকে প্রায় ৬০-এর কাছাকাছি গড়ে ৭৮৪ রানে নিয়ে যান।
 
২০০৪-০৫ মৌসুমে সফরকারী [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে বেশ আকর্ষণীয়ভাবে [[টেস্ট ক্রিকেট|টেস্ট]] অভিষেক ঘটে। ক্রাইস্টচার্চে প্রতিপক্ষীয় বোলারদেরকে রুখে ৭৪ রান করেন। তবে, এরপর থেকেই তিনি তাঁর খেলায় খেঁই হারিয়ে ফেলেন। এরপর একই মৌসুমে নিজ দেশে সফরকারী [[শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল|শ্রীলঙ্কা]] ও ২০০৬-০৭ মৌসুমে আবারও টেস্ট খেলার জন্যে মনোনীত হন। কিন্তু, তিনি আর অন্য কোন ইনিংসে অর্ধ-শতকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হন।
 
[[নিউজিল্যান্ড ক্রিকেট]] কর্তৃপক্ষ ফাস্ট বোলারদের মান যাচাই বাছাই করতে তাকে পুণরায় দলে রাখে। ২০০৭-০৮ মৌসুমে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা]] গমনে টেস্ট দলে ঠাঁই দেয়া হয়। কিন্তু, [[ডেল স্টেইন|ডেল স্টেইনের]] বাউন্সারের তোপে তাকে অনেক আগেই দেশে চলে আসতে হয়েছিল। ২০০৩-০৪ মৌসুমে নিউজিল্যান্ডের দ্বিতীয়সারির [[একদিনের আন্তর্জাতিক|ওডিআই]] দল হিসেবে পাকিস্তান গমন করলেও সীমিত ওভারের খেলায়ও স্থানচ্যূত হন। নিজস্ব বারোটি ওডিআইয়ে একবারও [[শতক (ক্রিকেট)|অর্ধ-শতকের]] ইনিংস খেলার সুযোগ পাননি।
 
== তথ্যসূত্র ==
*{{সূত্র তালিকা|2}}
 
== আরও দেখুন ==