ব্রিটিশ গ্রীষ্মকালীন সময়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সংস্কার নিয়ে বিতর্ক - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
বর্তমান আইন ও এর পরিবর্তনে সংসদীয় প্রচেষ্টা - অনুচ্ছেদ সৃষ্টি!
৭৫ নং লাইন:
 
মার্চ, ২০১৫ সালে [[YouGov|ইউগভ]] ভোট নেয়।<ref>{{Cite web|url=https://yougov.co.uk/topics/lifestyle/articles-reports/2015/03/28/it-time-stop-changing-clocks-daylight-saving-time |title=Is it time to stop changing clocks for daylight saving time? |date=28 March 2015 |accessdate=12 April 2019}}</ref> এতে বলা হয় যে, ৪০% ব্যক্তি ঘড়ির সময় পরিবর্তনের অভ্যাস বন্ধ করা উচিত; অন্যদিকে মাত্র ৩৩% এটিকে রাখতে চাচ্ছে। বাদ-বাকীরা মন্তব্য করেনি।
 
== বর্তমান আইন ও এর পরিবর্তনে সংসদীয় প্রচেষ্টা ==
গ্রীষ্মকালীন সময় অধ্যাদেশ, ২০০২-এর মাধ্যমে বর্তমান ব্যবস্থায় বিএসটিকে সংজ্ঞায়িত করা হয়েছে যে, ... এ সময়কাল গ্রীনিচ মান সময় থেকে এক ঘন্টা এগিয়ে থাকবে। মার্চের শেষ রবিবার সকাল থেকে শুরু হবে ও অক্টোবরের শেষ রবিবার সকালে শেষ হবে।<ref>{{Cite journal|url=http://www.opsi.gov.uk/si/si2002/20020262.htm|title=Statutory Instrument 2002 No. 262 The Summer Time Order 2002|publisher=[[HMSO]]|date=20 February 2002|isbn=0-11-039331-7|postscript=<!-- None -->}}</ref> এ সময়কালটি ইউরোপীয় সংসদ কর্তৃক [[Directive (European Union)|নির্দেশিকা]] (২০০০/৮৪/ইসি) দ্বারা নির্ধারণ করা ছিল। এর মাধ্যমে ইউরোপীয় দেশসমূহে সাধারণ গ্রীষ্মকালীন সময় বাস্তবায়নকল্পে প্রয়োজন ছিল। মূলতঃ নির্দেশিকা ৯৭/৪৪/ইসি দ্বারা ১৯৯৭ সালে এর প্রবর্তন করা হয়।<ref>{{cite web|title=Directive 2000/84/EC of the European Parliament and of the Council of 19 January 2001 on summer-time arrangements|url=http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=CELEX:32000L0084:en:NOT|publisher=EUR-Lex|accessdate=30 September 2012|author=European Parliament, Council|date=19 January 2001}}</ref>
 
ব্রিটেনের দ্রাঘিমাংশের দৈর্ঘ্যের কারণে বিএসটি প্রয়োগে অধিকাংশ বছরই বিতর্কের সৃষ্টি করেছে। সংসদীয় বিতর্কেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে। ২০০৪ সালে ইংরেজ এমপি [[Nigel Beard|নাইজেল বিয়ার্ড]] [[British House of Commons|কমন্স সভায়]] [[Private Member's Bill|প্রাইভেট মেম্বার্স বিলে]] তুলে ধরেন। এতে তিনি প্রস্তাব করেন যে, ইংল্যান্ড এবং ওয়েলসে এ সময়ের প্রয়োজন থাকলেও স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে স্বাধীনভাবে নিজেদের সময় নির্ধারণ স্বাধীনভাবে করা উচিত।
 
২০০৫ সালে [[Simon Mackay, Baron Tanlaw|লর্ড ট্যানল]] আলোকিত সন্ধ্যা (পরীক্ষামূলক) বিল উপস্থাপন করেছিলেন।<ref>{{cite web|url=https://publications.parliament.uk/pa/ld200506/ldbills/048/2006048.htm |title=Lighter Evenings (Experiment) Bill [HL&#93; |publisher=Publications.parliament.uk |date= |accessdate=31 October 2010}}</ref> [[House of Lords|লর্ডস সভায়]] উত্থাপিত এ প্রস্তাবে বলা হয় যে, শীতকালীন ও গ্রীষ্মকালীন সময়ে তিন বছরের জন্যে পরীক্ষামূলকভাবে এক ঘন্টা এগিয়ে আনা যেতে পারে। তবে, [[স্কটল্যান্ড]] ও [[উত্তর আয়ারল্যান্ড]] ইচ্ছে করলে অংশ নিতে পারবে। তবে, সরকার থেকে এ প্রস্তাবের বিরোধিতা করা হয়। ২৪ মার্চ, ২০০৬ সালে দ্বিতীয়বার বিলটি উত্থাপন করা হয়। তবে, আইনে পরিণত হয়নি।<ref>{{cite web |url=https://www.theyworkforyou.com/lords/?id=2006-03-24b.459.0 |title=Lighter Evenings (Experiment) Bill}}</ref> [[Local Government Association|স্থানীয় সরকার সংস্থাও]] পরীক্ষা-নিরীক্ষার দাবী করে।<ref>{{cite news| url=http://news.bbc.co.uk/1/hi/uk/6093560.stm |title=Clock change 'would save lives' |publisher=BBC News |date=28 October 2006}}</ref>
 
== তথ্যসূত্র ==