ব্রিটিশ গ্রীষ্মকালীন সময়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
প্ররোচনা ও শুরুরদিকের বছর - অনুচ্ছেদ সৃষ্টি!
Suvray (আলোচনা | অবদান)
বিচ্যুতি সময়কাল - অনুচ্ছেদ সৃষ্টি!
৫৫ নং লাইন:
=== শুরুরদিকের ইতিহাস ===
[[William Willett|উইলিয়াম উইলেট]] ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় ব্যবস্থা প্রবর্তনের জন্যে প্রচারণা চালান। মূল প্রস্তাবে তিনি, ঘড়ির কাটা ৮০ মিনিট এগিয়ে আনার কথা বলেন। এপ্রিলের প্রতি রবিবারে ২০ মিনিট ও সেপ্টেম্বরে এর বিপরীত পদ্ধতিতে তা মূল সময়ে ফিরিয়ে আনার বিষয় তুলে ধরেছিলেন।<ref>Rose Wild [http://www.timesonline.co.uk/tol/news/science/eureka/article7116035.ece "The battle for British Summer Time"], ''The Times'', 6 May 2010</ref> ফলশ্রুতিতে, [[Summer Time Act 1916|১৯১৬]] সালের গ্রীষ্মকালীন সময় অধ্যাদেশের মাধ্যমে প্রথমবারের মতো ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় ব্যবস্থার প্রবর্তন করা হয়। ১৯১৬ সালের ২১ মে ও ১ অক্টোবর বিএসটি শুরু ও শেষ হয়।<ref>Oliver Bennett [http://www.parliament.uk/briefing-papers/SN03796.pdf "British Summer Time and the ''Daylight Saving Bill 2010–11''"], House of Commons Library, p. 4 (last updated 6 January 2012)</ref> তবে, উইলিয়াম উইললেট তার ঐ ধারণার বাস্তবায়ন পর্ব উপভোগ করতে পারেননি। ১৯১৫ সালের শুরুরদিকে তাঁর দেহাবসান ঘটে।
 
== বিচ্যুতি সময়কাল ==
[[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] চলাকালে ১৯৪১ থেকে ১৯৪৫ সালের গ্রীষ্মকালে ব্রিটেনে জিএমটির চেয়ে দুই ঘন্টা এগিয়ে আনা হয়। এ সময়ে ‘ব্রিটিশ দ্বৈত গ্রীষ্মকালীন সময়’ (বিডিএসটি) পরিচালিত হয়েছিল। ১৯৪০ সালের গ্রীষ্মের শেষে ঘড়ির কাটা এক ঘন্টা পিছিয়ে আনা হয়নি। এর পরের বছরগুলোয় প্রত্যেক বসন্তে এক ঘন্টা করে এগিয়ে আনা হয়েছে ও জুলাই, ১৯৪৫ সালের পূর্ব-পর্যন্ত প্রত্যেক শরৎকালে এক ঘন্টা পিছিয়ে আনা হয়। ১৯৪৭ সালের গ্রীষ্মকাল শেষে ঘড়ির সময় জিএমটির সাথে মিলানো হয়।<ref>{{cite news|last1=Hollingshead|first1=Iain|url=https://www.theguardian.com/commentisfree/2006/jun/24/comment.mainsection2|work=The Guardian|date=June 2006|title=Whatever happened to Double Summer Time?}}</ref><ref>{{Cite web|url=http://www.bbc.co.uk/newsbeat/article/35890353/the-time-when-the-clocks-changed-by-more-than-an-hour|title=The time when the clocks changed by more than an hour|last=Cockburn|first=Jay|date=2016-03-26|website=BBC Newsbeat|language=en-GB|access-date=2019-02-01}}</ref>
 
১৯৫৯-৬০ অর্থবছরের শীতকালে ব্রিটিশ গ্রীষ্মকালীন সময়ের গুরুত্বতা নিয়ে ১৮০টি জাতীয় সংস্থার পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে সারা বছর জুড়ে জিএমটি+১ সময় নিয়ে সামান্য পরিবর্তনের কথা অগ্রাধিকার পায়। তবে, গ্রীষ্মের সময়ের দৈর্ঘ্য নিয়ে তখনও পরীক্ষা চালানো হচ্ছিল।<ref>David Ennals [http://hansard.millbanksystems.com/commons/1968/jan/23/british-standard-time-bill-lords "British Standard Times Bill <nowiki>[</nowiki>Lords<nowiki>]</nowiki>",] ''Hansard'', House of Commomns Debate, 23 January 1968, vol 757 cc290-366, 290–92</ref> ১৯৬৬-১৯৬৭ সময়কালে [[Harold Wilson|হ্যারল্ড উইলসন]] সরকারের নেতৃত্বে আবারও এর গুরুত্বতা নিয়ে আলোচনা হয়। ঐ সময়ে ব্রিটিশ স্থানীয় সময় পরীক্ষামূলকভাবে প্রবর্তন করা হয়। পুরো বছর জুড়ে ব্রিটেনে জিএমটি+১ চালু করা হয়। ২৭ অক্টোবর, ১৯৬৮ থেকে ৩১ অক্টোবর, ১৯৭১ তারিখে পর্যন্ত এ ধারা চলমান ছিল। এরপর পূর্বের ধারায় চলে যায়।
 
প্রথম দুই বছরে এই পরীক্ষামূলক সময় ব্যবহারের বিষয়ের সাথে দূর্ঘটনার তথ্য পর্যালোচনা করে [[HMSO|এইচএমএসও]] অক্টোবর, ১৯৭০ সালে প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখানো হয় যে, সকালে ক্ষয়-ক্ষতির পরিমাণ বৃদ্ধি ও সন্ধ্যায় উল্লেখযোগ্য হারে কম ক্ষয়-ক্ষতি হয়েছে। প্রথম দুই শীতকালে প্রায় আড়াই হাজার লোক নিহত ও আহত হয়েছেন।<ref>[http://www.rospa.com/roadsafety/adviceandinformation/general/british-summertime-factsheet.aspx#refs Royal Society for the Prevention of Accidents information sheet on the BST Experiment]</ref><ref name="Bennett">Bennett, p.4-5</ref> এক‌ইসময় রাস্তায় দিনের বেলায় প্রায় এক হাজার লোক নিহত কিংবা আহত হন।<ref>Cited by Peter Doig, MP, ''Hansard'', HC 2 December 1970, c1354</ref><ref>{{cite web|url=http://www.parliament.uk/Templates/BriefingPapers/Pages/BPPdfDownload.aspx?bp-id=sn02198|title=Reported Road Accident Statistics|last=Keep|first=Matthew|publisher=Social and General Statistics Section, House of Commons Library|date=12 March 2013|accessdate=6 September 2013|page=4}}</ref> তবে, ঐ সময়ে মদ্যপান করে গাড়ী চালনার আইনের প্রচলন এর সাথে যুক্ত ছিল। ১৯৮৯ সালে আইনের সংশোধন ঘটানোয় তা নিচেরদিকে চলে আসে।<ref name="Bennett"/>
 
২ ডিসেম্বর, ১৯৭০ তারিখে কমন্স সভায় পরীক্ষামূলক পদ্ধতির বিষয়ে বিতর্কের শুনানী চলে।<ref>[http://hansard.millbanksystems.com/commons/1970/dec/02/british-standard-time#S5CV0807P0_19701202_HOC_339 "British Standard Time",] ''Hansard'' (HC), 2 December 1970, vol 807 cc1331-422</ref> কমন্স সভায় ৩৬৬-৮১ [[Conscience vote|মুক্ত ভোটে]] পরীক্ষা পর্বটির সমাপ্তির কথা ঘোষণা করা হয়।<ref>Bennett, p.6</ref>
 
== তথ্যসূত্র ==