শামুক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২ নং লাইন:
'''শামুক''' হচ্ছে ''মোলাস্কা'' (mollusca) ফাইলামের ''গ্যাস্ট্রোপোডা'' (Gastropoda) শ্রেণীর প্রায় সকল সদস্যের সাধারণ নাম। এরা নরমদেহী এবং প্রাপ্তবয়স্কদের দেহ একটি প্যাঁচানো খোলকে আবৃত থাকে। সাধারণত শামুক বলতে স্থলচর, সামুদ্রিক ও স্বাদুজলের শামুককে বোঝায়।
 
মরুভূমি, নদী ও স্রোতস্বিনী, বদ্ধ জলাশয়, জলাশয়, সমুদ্র উপকূলসহ অনেক আবহাওয়াতে শামুকের দেখা পাওয়া যায়। স্থলচর শামুক বেশীরভাগ মানুষের কাছে পরিচিত হলেও এরা আসলে শামুকের জগতে সঙ্খ্যালঘু।সংংখ্যালঘু। সামুদ্রিক শামুকেরাই বৈচিত্র্য ও সংখ্যায় অনেক বেশি এগিয়ে। স্বাদু জলে এবং এমনকীএমনকি সামুদ্রিক নোনা জলেও শামুকের সঙ্খ্যাসংংখ্যা প্রচুর। বেশীরভাগ শামুকই [[তৃণভোজী]]; তবে কিছু সামুদ্রিক শামুক প্রজাতি [[উভভোজী]] অথবা [[মাংসাশী]]।
 
কিছু শামুক ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। এদেরকে ''পালমোনাটা'' বলে। অন্যদিকে যেসব শামুক [[ফুলকা]] জাতীয় অঙ্গের সাহায্যে শ্বাস নেয় তাদেরকে ''[[প্যারাফিলেটিক]]'' দলে ফেলা হয়। স্থলচর শামুকদের মাথায় দুইজোড়া [[কর্ষিকা]] থাকে যা শামুকের দরকার পড়লে গুটিয়ে রাখতে পারে। পেছনের কর্ষিকাজোড়ায় থাকে চোখ। জলজ শামুকদের একজোড়া গোটানোর অনুপযোগী [[কর্ষিকা]] থাকে যার গোড়ায় চোখ থাকে<ref>[http://www.banglapedia.org/httpdocs/HTB/104919.htm বাংলাপিডিয়া]</ref>।