রণধীর কাপুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
সাথী কপট (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
২০ নং লাইন:
==পূর্ব জীবন এবং পরিবার==
{{মূল|কাপুর পরিবার}}
রণধীর জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ১৫ই ফেব্রুয়ারী তৎকালীন বম্বে শহরের মাতুঙ্গার করুণাকরণ মাতৃসদনে, [[রাজ কাপুর]] এবং কৃষ্ণা কাপুরের প্রথম সন্তান হিসেবে, রণধীরের ডাকনাম ছিলো ডাব্বু।<ref name="Dabbo Kapoor"/> তার পরিবার আগে বর্তমান পাকিস্তানের পেশোয়ারে এবং সামুন্দ্রিতে (পাঞ্জাব) ছিলো। রণধীরের দাদা [[পৃথ্বীরাজ কাপুর]] (১৯০৬-১৯৭১) বিশের দশকে অভিনয় জীবন শুরু করেন এবং চল্লিশ এবং পঞ্চাশের দশকে একজন প্রথিতযশা অভিনেতা হিসেবে বিবেচিত ছিলেন। রণধীরের ছোটো ভাই [[ঋষি কাপুর]] যিনি ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন ১৯৭০ সালের চলচ্চিত্র ''[[মেরা নাম জোকার]]'' এ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এবং সত্তরের দশকের একজন অন্যতম জনপ্রিয় নায়কে পরিণত হন। রণধীরের চাচাদ্বয় [[শাম্মী কাপুর]] এবং [[শশী কাপুর]]ও নামকরা বলিউড অভিনেতা ছিলেন যারা যথাক্রমে ষাট এবং সত্তরের দশকে দারুণ জনপ্রিয় ছিলেন।
 
==চলচ্চিত্র জীবন==
শিশুশিল্পী হিসেবে রণধীর তার পিতা রাজ কাপুর অভিনীত চলচ্চিত্র 'শ্রী ৪২০' এ অভিনয় করেন যদিও তাকে কিছুক্ষণের জন্য দেখানো হয়েছিলো। ১৯৭১ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র '[[কাল আজ অর কাল]]' মুক্তি পায় যেটাতে তার ভবিষ্যৎ স্ত্রী ববিতা তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.freepressjournal.in/entertainment/rk-studio-may-vanish-but-the-legend-will-live-on-take-a-walk-down-memory-lane-here/1343828|শিরোনাম=RK Studio may vanish, but the legend will live on! Take a walk down memory lane here|ওয়েবসাইট=[[The Free Press Journal]]|তারিখ=August 27, 2018|সংগ্রহের-তারিখ=August 28, 2018}}</ref> চলচ্চিত্রটি রণধীরের বাবা রাজ কাপুরের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ''আরকে ব্যনারেরব্যানার'' এর অধীনে নির্মিত হয়েছিলো এবং মোটামুটি ব্যবসাসফল হয়েছিলো।
 
প্রথম চলচ্চিত্রের পর ১৯৭২ সালে তার তিনটি হিট চলচ্চিত্র মুক্তি পায়; এগুলো হলো ''জিত'', ''রামপুর কা লক্ষণ'' এবং ''[[জাওয়ানি দিওয়ানি]]''।<ref name="boxofficeindia.com">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.boxofficeindia.com/1972.htm |সংগ্রহের-তারিখ=২০ ডিসেম্বর ২০১৮ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20070410115535/http://www.boxofficeindia.com/1972.htm |আর্কাইভের-তারিখ=১০ এপ্রিল ২০০৭ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> ''জাওয়নি দিওয়ানি'' ছিলো ১৯৭২ সালের অন্যতম বড় হিট চলচ্চিত্র। ''রামপুর কা লক্ষণ'' তে রণধীর [[শত্রুঘ্ন সিনহা]] এবং [[রেখা (অভিনেত্রী)|রেখা]]র সঙ্গে কাজ করেছিলেন, চলচ্চিত্রটির পরিচালক ছিলেন সেই সময়কার খ্যাতিমান পরিচালক মনমোহন দেশাই। [[ববিতা শিবদাসানি]]র সঙ্গে রণধীর ''জিত'' চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ''জিত'' চলচ্চিত্রটি ছিলো তামিল চলচ্চিত্র ''এন আন্নান'' এর পুনঃনির্মাণ যেখানে তামিল চলচ্চিত্র শিল্পের সেই সময়কার মহানায়ক [[এমজিআর]] অভিনয় করেছিলেন আর তার বিপরীতে নায়িকা ছিলেন [[জয়ললিতা জয়রাম]]। ''জিত'' চলচ্চিত্রটি সফল হওয়ার পর রণধীর এমজিআরের আরেকটি চলচ্চিত্র হিন্দি ভাষায় পুনঃনির্মাণ করার কথা ভাবেন। এমজিআর অভিনীত চলচ্চিত্র ''রিকশাকারান'' যেটি ১৯৭১ সালে মুক্তি পায় ওটিকে পুনঃনির্মিত করে বানানো হয় ''রিকশাওয়ালা'' নামে এবং নায়িকা হিসেবে [[নীতু সিং]]কে নেওয়া হয়; তবে চলচ্চিত্রটি ফ্লপ হয়। ১৯৭৪ সালে রণধীর অভিনীত ''হামরাহি'' এবং ''[[হাথ কি সাফাই]]'' হিট হয়।