গাজীউল হক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
১৭ নং লাইন:
}}
 
'''আবু নছর মোহাম্মদ গাজীউল হক''' ([[১৩ ফেব্রুয়ারি]] [[১৯২৯]] - [[১৭ জুন]] [[২০০৯]]) হলেন একজন [[বাংলাদেশ|বাংলাদেশী]] সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক যিনি ১৯৫২ সালের [[বাংলা ভাষা আন্দোলন|বাংলা ভাষা আন্দোলনের]] সক্রিয় কর্মী ছিলেন। তিনি '''গাজীউল হক''' নামেই সমধিক পরিচিত। ভাষা আন্দোলনসহ বঙ্গবন্ধু [[শেখ মুজিবুর রহমান]], [[মুহম্মদ শহীদুল্লাহ]], [[কাজী মোতাহার হোসেন]]সহ বিখ্যাত ব্যক্তিদের সংস্পর্শে এসে গাজীউল হক বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে অংশ নেন। ১৯৫২ সালের ২১ [[ফেব্রুয়ারি]] তৎকালীন সরকার ১৪৪ ধারা জারি ভঙ্গকারীদের অন্যতম ছিলেন গাজীউল হক। গাজীউল হকের 'ভুলব না ভুলব না ভুলব না এই একুশে ফেব্রুয়ারি ভুলব না' গানটি গেয়ে ১৯৫৫ সাল পর্যন্ত প্রভাতফেরি করা হতো। তিনি রাষ্ট্রভাষা পদক ও সম্মাননা স্মারক, শেরেবাংলা জাতীয় পুরস্কার লাভ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.samakal.com.bd/details.php?news=37&view=archiev&y=2010&m=2&d=14&action=main&menu_type=crorpathro&option=single&news_id=46981&pub_no=248&type= |সংগ্রহের-তারিখ=২৯ ডিসেম্বর ২০১০ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20160305130134/http://www.samakal.com.bd/details.php?news=37&view=archiev&y=2010&m=2&d=14&action=main&menu_type=crorpathro&option=single&news_id=46981&pub_no=248&type= |আর্কাইভের-তারিখ=৫ মার্চ ২০১৬ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> [[আওয়ামী লীগ|আওয়ামী লীগের]] উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন তিনি। এছাড়া গাজীউল হক প্রেস ইন্সটিটিউট অব [[বাংলাদেশ]] (পিআইবি) এর চেয়ারম্যান ছিলেন।
http://www.samakal.com.bd/details.php?news=37&view=archiev&y=2010&m=2&d=14&action=main&menu_type=crorpathro&option=single&news_id=46981&pub_no=248&type=</ref> [[আওয়ামী লীগ|আওয়ামী লীগের]] উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন তিনি। এছাড়া গাজীউল হক প্রেস ইন্সটিটিউট অব [[বাংলাদেশ]] (পিআইবি) এর চেয়ারম্যান ছিলেন।
 
== প্রাথমিক জীবন ==
গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিচিন্তা গ্রামে জন্মগ্রহণ করেন৷ গাজীউল হকের বাবা মওলানা সিরাজুল হক যিনি ছিলেন কংগ্রেস ও খেলাফত আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং মা নূরজাহান বেগম ছিলেন ।একটি মক্তবে তিনি প্রথমে পড়াশুনা শুরু করেন এবং পরে তিনি কাশিপুর স্কুলে ভর্তি হন। এই স্কুল থেকে তিনি উচ্চ প্রাইমারি বৃত্তি লাভ করেন। ১৯৪১ সালে তিনি [[বগুড়া]] জেলা স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। এই স্কুলে পড়ার সময়েই তিনি শিক্ষক সুরেন বাবুর সান্নিধ্যে এসে দেশপ্রেমিক হয়ে ওঠেন।১৯৪৬ সালে এই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপরই তিনি [[বগুড়া]] আজিজুল হক কলেজে আইএ ভর্তি হন। কলেজে ভর্তি হয়েই তিনি অধ্যক্ষ ভাষা বিজ্ঞানী [[মুহম্মদ শহীদুল্লাহ|মুহম্মদ শহীদুল্লাহর]] সংস্পর্শে এসে বাম রাজনীতিতে আসেন।১৯৪৪ সালে তিনি বঙ্গীয় মুসলিম ছাত্রলীগ [[বগুড়া]] জেলা শাখার যুগ্ম সম্পাদক নিযুক্ত হন এবং ঐ বছর [[কুষ্টিয়া]]র নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের কনফারেন্সে যোগ দেন।<ref name=" gaziul haque ">[http://www.omorekushey.com/index.php?option=com_content&view=article&id=57:gaziul-haque&catid=35:vasha-shoinik&Itemid=44]{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref>
 
== ছাত্র জীবন ==
৫৭ ⟶ ৫৬ নং লাইন:
 
== মৃত্যুবরণ ==
২০০৯ সালের ১৭ জুন বিকালে [[ঢাকা]]র স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ঐদিন সকালে ঘুমের মধ্যে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় স্কয়ার হাসপাতালে নেয়া হলে লাইফ সাপোর্টের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত পরলোকগত হন তিনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.weeklymanchitra.com/news.php?i=2603&n=10 |সংগ্রহের-তারিখ=২৯ ডিসেম্বর ২০১০ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20101129071857/http://www.weeklymanchitra.com/news.php?i=2603&n=10 |আর্কাইভের-তারিখ=২৯ নভেম্বর ২০১০ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
== তথ্যসূত্র ==