ঔষধ প্রস্তুতি ও ব্যবহার বিজ্ঞান: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নটঃঠডধদধটঠ
Elton (আলোচনা | অবদান)
58.145.189.252-এর সম্পাদিত সংস্করণ হতে Ashraf Sabbir-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১ নং লাইন:
'''ফার্মেসি''' স্বাস্থ্যবিজ্ঞানের একটি বিশেষ শাখা যা মূলত রসায়নের সাথে জীব বিজ্ঞানের একটি যোগসূত্র হিসাবে কাজ করে। মুলত ঔষধ ও কসমেটিকসের প্রস্তুতি, ব্যবহার এদের নিরাপদ ও সঠিক বিতরণ ও পরিবেষণ(Dispensing) ইত্যাদি সবই এর আলোচ্য বিষয়। আধুনিক যুগের ফার্মাসিস্টদের কাজ হচ্ছে ঔষধ উৎপাদন ও সংরক্ষণ, ঔষধ সম্পর্কে সঠিক তথ্য বিতরণ, এর সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, সঠিক চিকিৎসাগত প্রয়োগ ইত্যাদি। অতঃপর একজন ফার্মাসিস্ট হলেন সেই ব্যক্তি যে এই সকল বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেন। ফার্মেসি শব্দটি এসেছে গ্রীক শব্দ “Pharmakon” থেকে যার আভিধানিক অর্থ বিষ।
 
ফার্মেসির প্রধান মৌলিক বিভাগ তিনটি- ঔষধ প্রযুক্তি, ফার্মাকোলজি, ক্লিনিক্যাল গবেষণা। ঔষধ প্রযুক্তি (Pharmaceutics) বিভাগে বিভিন্ন ধরনের ঔষধের প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এর মধ্যে থাকে কার্যকরী ঔষধি যৌগের সাথে ব্যবহার করা অতিরিক্ত যৌগসমূহের ব্যবহার (Excipients), প্রয়োজনীয় যন্ত্রপাতির বিবরণ (Tooling), প্রস্তুতপ্রণালী(Formulation and Preparation), প্যাকেটজাতকরন ও তার উপকরন (Packaging) ইত্যাদি। Dosage Form Design বা ঔষধের ধরন শিল্পায়নও এর অন্তর্ভুক্ত। এই উপবিভাগে ঔষধের কণা ও তার বৈশিষ্ট্য প্রাধান্য পায়; সাথে থাকে পূর্বপ্রস্তুতি (Preformulation). Preformulation বলতে বুঝায় ঔষধের প্রস্তুতির পূর্বে করনীয় বিষয়সমুহ যেমন- ট্যাবলেট তৈরির ক্ষেত্রে প্রয়োজন তার ত্বরান্বিত স্থায়িত্ব পরীক্ষা (Accelerated Stability Testing)