মাশরাফী বিন মোর্ত্তজা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পরিসংখ্যান আপডেট
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৫৫ নং লাইন:
[[File:Narail Government Victoria College.jpg|thumb|[[নড়াইল ভিক্টোরিয়া কলেজ]], এ কলেজেই পড়াশোনা করেছেন মাশরাফি]]
 
বাংলাদেশ এ-দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। ৮ নভেম্বর, ২০০১ এ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে [[জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল|জিম্বাবুয়ের]] বিরুদ্ধে [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] তার অভিষেক ঘটে। <ref>[http://www.khela-dhula.com/ফিচার/featured/495/শুরুর-গল্প:-শেষ-পর্ব-বই-থেকে মাশরাফিঃ দেবব্রত মুখোপাধ্যায়]</ref> একই ম্যাচে [[খালেদ মাহমুদ|খালেদ মাহমুদেরও]] অভিষেক হয়। বৃষ্টির বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। মাশরাফি অবশ্য অভিষেকেই তার জাত চিনিয়ে দেন ১০৬ রানে ৪টি উইকেট নিয়ে। [[গ্র্যান্ট ফ্লাওয়ার]] ছিলেন তার প্রথম শিকার। <ref>{{citation |url=http://content-www.cricinfo.com/ci/engine/match/63956.html |title=১ম টেস্টঃ জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ সিরিজ |publisher=Cricinfo.com |date=12 November 2001 |accessdate=2008-11-26}} </ref> মজার ব্যাপার হল, মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি। তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী ৩১তম খেলোয়াড় এবং ১৮৯৯ সালের পর তৃতীয়। একই বছর ২৩শে নভেম্বর ওয়ানডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় ফাহিম মুনতাসির ও [[তুষার ইমরান|তুষার ইমরানের]] সাথে। অভিষেক ম্যাচে [[মোহাম্মদ শরীফ|মোহাম্মদ শরীফের]] সাথে বোলিং ওপেন করে তিনি ৮ ওভার ২ বলে ২৬ রান দিয়ে বাগিয়ে নেন ২টি উইকেট।<ref> {{citation |url=http://content-uk.cricinfo.com/bangladesh/engine/match/64733.html |title=১ম ওয়ান: জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ সিরিজ |publisher=Cricinfo |date=23 November 2001 |accessdate=2008-11-26}} </ref>
 
ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান। এর ফলে তিনি প্রায় দু'বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যন্ডের]] বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় তিনি সফলতা পান। ৬০ রানে ৪ উইকেট নেয়ার পর আবার তিনি হাঁটুতে আঘাত পান। এযাত্রায় তিনি প্রায় বছরখানেক মাঠের বাইরে থাকতে বাধ্য হন।