আনোয়ার হোসেন (অভিনেতা): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
0টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
→‎অভিনয় জীবন: বানান সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩৮ নং লাইন:
 
== অভিনয় জীবন ==
হোসেন ১৯৫৯ সালে ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ননী দাস নির্দেশিত ''এক টুকরো জমি'' নাটকে অভিনয় করেন। পরে তিনি [[ঢাকা বেতার]]ে অডিশন দেন এবং ''হাতেম তাই'' নাটকে একটি অপ্রধান চরিত্রে কাজ করেন। মঞ্চনাটকে কাজের সুবাদে তিনি [[আবদুল জব্বার খান]], মোহাম্মদ আনিস ও হাবিবুর রহমানের সাথে পরিচিত জন।হন। এসময়ে তারা ''ঝিনুক'' পত্রিকার সম্পাদক আসিরুদ্দিনের সহযোগিতায় মিনার্ভা থিয়েটার প্রতিষ্ঠা করেন এবং এতে যুক্ত হন [[সৈয়দ হাসান ইমাম]], [[ফতেহ লোহানী]], মেহফুজ, [[সুভাষ দত্ত]], [[চিত্রা সিনহা]]সহ আরও অনেক অভিনয়শিল্পী।<ref name="প্র-আলো-হাসান-২০১৮"/>
 
পরিচালক মহিউদ্দিনের সঙ্গে পরিচিত হওয়ার সুবাদে প্রথম পরিচয়েই আনোয়ার হোসেন তার অভিনয় দক্ষতা প্রমাণ করে ''তোমার আমার'' (১৯৬১) ছবিতে অভিনয়ের সুযোগ পান। এতে তিনি খলচরিত্রে অভিনয় করেন। ''বিডিনিউজ ২৪ ডট কম'' দেয়া সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবনের শুরুর কথা তিনি জানান।