শক্তি চট্টোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Moheen (আলোচনা | অবদান)
→‎পুরস্কার: রচনাশৈলী
Moheen (আলোচনা | অবদান)
বিষয়বস্তু যোগ
১ নং লাইন:
{{তথ্যছক লেখক
| নাম = শক্তি চট্টোপাধ্যায়
| চিত্র = শক্তি চট্টোপাধ্যায় (১৯৩৪-১৯৯৫).jpg
| চিত্রের_আকার = 220px
| image_upright =
| শিরোলিপি = শক্তি চট্টোপাধ্যায়
| স্থানীয়_নামalt =
| শিরোলিপি = শক্তি চট্টোপাধ্যায়
| জন্ম_তারিখ = {{জন্ম তারিখ|1933|11|27}}
| স্থানীয়_নাম =
| স্থানীয়_নামের_ভাষা =
| ছদ্মনাম = স্ফুলিঙ্গ সমাদ্দার<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ১= Board of Editors|প্রথমাংশ১=Bangla Akademi |শিরোনাম= Akademi Bidyarthi Bangla Abhidhan|অনূদিত-শিরোনাম=Akademi Students' Bengali Dictionary |সংস্করণ=2nd |বছর=2009 |প্রকৃত-বছর= 1999|প্রকাশক= [[Paschimbanga Bangla Akademi]] |অবস্থান= [[Kolkata]]|ভাষা=Bengali |আইএসবিএন= 81-86908-96-X |পাতা=875 |পাতাসমূহ= }}</ref>
| ডাকনাম =
| জন্ম_নাম =
| জন্ম_তারিখ = {{জন্ম তারিখ|1933১৯৩৩|11১১|27২৭}}
| জন্ম_স্থান = [[জয়নগর]], [[দক্ষিণ ২৪ পরগণা জেলা|দক্ষিণ ২৪ পরগণা]], [[বাংলা প্রদেশ|বাংলা]], [[ব্রিটিশ ভারত|ভারত]]<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ১=Sengupta |প্রথমাংশ১=Samir |শিরোনাম=Shakti Chattopadhyay |সংস্করণ= 1st|ধারাবাহিক=Makers of Indian Literature|বছর= 2005 |প্রকাশক=Sahitya Akademi |অবস্থান=New Delhi |আইএসবিএন= 81-260-2003-2 |পাতা= 5 }}</ref>
| মৃত্যু_তারিখ = {{মৃত্যু তারিখ ও বয়স|1995|03|23|1933|11|27}}
| মৃত্যু_স্থান = [[কলকাতা]], পশ্চিমবঙ্গ ভারত
| সমাধিস্থল =
| ছদ্মনাম = স্ফুলিঙ্গ সমাদ্দার<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ১= Board of Editors|প্রথমাংশ১=Bangla Akademi |শিরোনাম= Akademi Bidyarthi Bangla Abhidhan|অনূদিত-শিরোনাম=Akademi Students' Bengali Dictionary |সংস্করণ=2nd |বছর=2009 |প্রকৃত-বছর= 1999|প্রকাশক= [[Paschimbanga Bangla Akademi]] |অবস্থান= [[Kolkata]]|ভাষা=Bengali |আইএসবিএন= 81-86908-96-X |পাতা=875 |পাতাসমূহ= }}</ref>
| পেশা = [[কবি]]
| ভাষা = [[বাংলা ভাষা|বাংলা]]
| বাসস্থান =
| জাতীয়তা = [[ভারত|ভারতীয়]]
| সময়কালশিক্ষা = ১৯৬১-১৯৯৫
| শিক্ষা_প্রতিষ্ঠান =
| উল্লেখযোগ্য_রচনাবলি = ''যেতে পারি কিন্তু কেন যাবো''
| সময়কাল =
| পুরস্কার = [[আনন্দ পুরস্কার]]<ref>Sengupta, Samir (2005). ''Shakti Chattopadhyay''. p. 93</ref><br />[[সাহিত্য আকাদেমি পুরস্কার]]<ref>Sengupta, Samir (2005). ''Shakti Chattopadhyay''. p. 94</ref>
| ধরন =
| বিষয় =
| আন্দোলন =
| উল্লেখযোগ্য_রচনা =
| দাম্পত্যসঙ্গী =
| সঙ্গী =
| সন্তান =
| আত্মীয় =
| পুরস্কার = {{প্রান্তরতালিকা|
*[[আনন্দ পুরস্কার]]
*[[সাহিত্য অকাদেমি পুরস্কার]] (১৯৮৩)
}}
| স্বাক্ষর =
| স্বাক্ষরের_বিকল্প =
| সক্রিয়_বছর = ১৯৬১-১৯৯৫
| প্রবেশদ্বার_দেখানো = <!-- "on", "yes", "true", etc.; or omit -->
}}
'''শক্তি চট্টোপাধ্যায়''' (জন্ম: [[নভেম্বর ২৫]], [[১৯৩৪]] - মৃত্যু: [[মার্চ ২৩, ১৯৯৫) ছিলেন [[ভারতীয়]], [[১৯৯৫বাঙালি]]) কবি ও লেখক, যিনি [[জীবনানন্দ দাশ|জীবনানন্দ-উত্তর]] যুগের [[বাংলা সাহিত্য|বাংলা সাহিত্যের]] একজন প্রধান আধুনিক কবি।কবি [[ভারতীয়]]হিসেবে এই [[বাঙালি]] কবিবিবেচিত। বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন।
 
১৯৮৩ সালে কাব্যগ্রন্থের জন্য তিনি [[সাহিত্য অকাদেমি পুরস্কার]] লাভ করেন।
'''শক্তি চট্টোপাধ্যায়''' (জন্ম: [[নভেম্বর ২৫]], [[১৯৩৪]] - মৃত্যু: [[মার্চ ২৩]], [[১৯৯৫]]) [[জীবনানন্দ দাশ|জীবনানন্দ-উত্তর]] যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি। [[ভারতীয়]] এই [[বাঙালি]] কবি বিংশ শতাব্দীর শেষ ভাগে বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন।
 
== প্রারম্ভিক জীবন ==
শক্তি চট্টোপাধ্যায় ২৫ নভেম্বর ১৯৩৪ সালে তৎকালীন [[ব্রিটিশ ভারত|ব্রিটিশ ভারতের]] (কর্তমানে [[ভারত]]) [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] দক্ষিণ [[কলকাতা|কলকাতার]] [[জয়নগর|জয়নগরে]] দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতারতার নামমা বামানাথকমলা চট্টোপাধ্যায়।দেবী কলকাতারএবং কাশিমবাজারবাবা স্কুলেবামানাথ পড়তেন।চট্টোপাধ্যায়, দারিদ্রেরযিনি কারণেকলকাতার তিনিদ্য স্নাতককাশিমবাজার পাঠস্কুল অর্ধসমাপ্তঅব রেখেড্রামায় [[প্রেসিডেন্সিপড়তেন। কলেজ]]চার ছাড়েনবছর এবংবয়সে সাহিত্যকেশক্তির জীবিকাবাবা করারমারা উদ্দেশ্যেযায় উপন্যাসএবং লেখাপিতামহ আরম্ভতার করেন।দেখাশোনা কলেজজীবনেশুরু রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন তিনি।করেন।
 
১৯৪৮ সালে শক্তি কলকাতার [[বাগবাজার|বাগবাজারে]] আসেন এবং মহারাজা কাশিম বাজার পলিটেকনিক বিদ্যালয়ে চতৃর্থ শ্রেণিতে ভর্তি হন। সেখানে তিনি বিদ্যালয়ের এক শিক্ষক দ্বারা [[মার্কসবাদ|মার্কসবাদের]] পরিচিতি লাভ করেন।
== সাহিত্য ==
 
দারিদ্রের কারণে শক্তি চট্টোপাধ্যায় স্নাতক পাঠ অর্ধসমাপ্ত রেখে [[প্রেসিডেন্সি কলেজ]] ছাড়েন এবং সাহিত্যকে জীবিকা করার উদ্দেশ্যে উপন্যাস লেখা আরম্ভ করেন। কলেজজীবনে রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি।
 
== সাহিত্য ==
প্রথম উপন্যাস লেখেন '''কুয়োতলা'''। কিন্তু কলেজ - জীবনের বন্ধু [[সমীর রায়চৌধুরী]]র সঙ্গে তাঁর বনাঞ্চল - কুটির চাইবাসায় আড়াই বছর থাকার সময়ে শক্তি চট্টোপাধ্যায় একজন সফল লিরিকাল কবিতে পরিণত হন। একই দিনে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলার অভ্যাস গড়ে ফেলেন তিনি। শক্তি নিজের কবিতাকে বলতেন পদ্য। ভারবি প্রকাশনায় কাজ করার সূত্রে তার শ্রেষ্ঠ কবিতার সিরিজ বের হয়। পঞ্চাশের দশকে কবিদের মুখপত্র [[কৃত্তিবাস পত্রিকা]]<nowiki/>র অন্যতম কবি হিসেবে প্রতিষ্ঠিত হন। তার উপন্যাস অবনী বাড়ি আছো? দাঁড়াবার জায়গা ইত্যাদি প্রকাশিত হয়। রূপচাঁদ পক্ষী ছদ্মনামে অনেক ফিচার লিখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ 'হে প্রেম, হে নৈশব্দ' ১৯৬১ সালে প্রকাশিত হয় দেবকুমার বসুর চেষ্টায়। ১৯৭০ - ১৯৯৪ [[আনন্দবাজার পত্রিকা]]<nowiki/>য় চাকরি করেছেন।
 
== =হাংরি আন্দোলন ===
{{মূল|হাংরি আন্দোলন}}
 
১৯৬১ সালের নভেম্বরে ইশতাহার প্রকাশের মাধ্যমে যে চারজন কবিকে [[হাংরি আন্দোলন]] - এর জনক মনে করা হয় তাঁদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম । অন্য তিনজন হলেন [[সমীর রায়চৌধুরী]], [[দেবী রায়]] এবং [[মলয় রায়চৌধুরী]]। শেষোক্ত তিনজনের সঙ্গে সাহিত্যিক মতান্তরের জন্য ১৯৬৩ সালে তিনি [[হাংরি আন্দোলন]] ত্যাগ করে কৃত্তিবাস গোষ্ঠীতে যোগ দেন । তিনি প্রায় ৫০টি হাংরি বুলেটিন প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে কৃত্তিবাসের কবি [[সুনীল গঙ্গোপাধ্যায়]] ও শক্তি চট্টোপাধ্যায়ের নাম সাহিত্যিক মহলে একত্রে উচ্চারিত হতো, যদিও [[সুনীল গঙ্গোপাধ্যায়]] [[হাংরি আন্দোলন]] এর ঘোর বিরোধী ছিলেন এবং [[কৃত্তিবাস]] পত্রিকায় ১৯৬৬ সালে সেই মনোভাব প্রকাশ করে সম্পাদকীয় লিখেছিলেন।
 
== পুরস্কার ==
১৯৮৩ সালে, তিনি তার ''[[যেতে পারি কিন্তু কেন যাবো]]'' (১৯৮২) কাব্যগ্রন্থের জন্য [[সাহিত্য অকাদেমি পুরস্কার]]<ref>Sengupta, Samir (2005). ''Shakti Chattopadhyay''. p. 94</ref> লাভ করেন। [[আনন্দ পুরস্কার]]<ref>Sengupta, Samir (2005). ''Shakti Chattopadhyay''. p. 93</ref>
এছাড়া তিনি একাধিক পুরস্কারে পেয়েছেন।
 
==গ্রন্থতালিকা==