আর্নল্ড ফদারগিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
দ্বিতীয় একাদশ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
কাউন্টি ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
৬১ নং লাইন:
১৮৮০ থেকে ১৮৮৯ সময়কাল পর্যন্ত ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] অংশগ্রহণ করেছিলেন আর্নল্ড ফদারগিল। সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি মাত্র দুই [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। ১২ মার্চ, ১৮৮৯ তারিখে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে আর্নল্ড ফদারগিলের।
 
ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি ক্লাবে পেশাদার ক্রিকেটার হিসেবে খেলোয়াড়ী জীবন শুরু করেন আর্নল্ড ফদারগিল। ১৮৮০ সালে সমারসেটের অন্যতম প্রথম পেশাদার খেলোয়াড় হিসেবে যোগদান করেন। তবে, কাউন্টি দলে খেলার যোগ্যতা লাভ করলেও ১৮৮১ সালের অধিকাংশ সময় খেলায় তাঁকে মাঠে নামানো হয়নি। [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটের]] প্রথম দুই বছর দলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বোলারের মর্যাদা পান। কিন্তু, [[E. W. Bastard|ই. ডব্লিউ. বাস্টার্ড]] ও পরবর্তীতে [[Ted Tyler|টেড টাইলরটাইলার]] এবং [[স্যামি উডস|স্যামি উডসের]] ন্যায় উদীয়মান বোলারদের আগমনে ক্লাবে খেলার সুযোগ স্তিমিত হতে থাকে তাঁর। ১৮৮২ সালে [[লর্ডস ক্রিকেট গ্রাউন্ড|লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের]] মাঠকর্মী হিসেবে যোগ দেন। ১৮৯২ সাল পর্যন্ত [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|এমসিসি দলের]] পক্ষে খেলেন। এছাড়াও, লর্ডসে প্রতিনিধিত্বকারী দলের সদস্যরূপে খেলতেন আর্নল্ড ফদারগিল।
 
[[১৮৮৮-৮৯ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর|১৮৮৮-৮৯]] [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমের]] শীতকালে এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমনের জন্য তাঁকে দলে অন্তর্ভূক্ত করা হয়। পরবর্তীকালে মর্যাদাপ্রাপ্ত দুইটি টেস্ট খেলায় আর্নল্ড ফদারগিলের অংশগ্রহণ ছিল। তবে, [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাকের]] অভিমত, কোনক্রমেই খেলাগুলো প্রথম-শ্রেণীর সমমানের ছিল না।<ref name="obit">{{cite web|url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/236400.html |title=Supplementary Obituaries |publisher=[[ESPNcricinfo]] |accessdate=1 September 2013}}</ref> সমগ্র খেলোয়াড়ী জীবনে ১১৯টি প্রথম-শ্রেণীর [[উইকেট]] লাভ করেন তিনি। তন্মধ্যে, দুই টেস্টে অংশ নিয়ে আটটি উইকেট পান।
৭২ নং লাইন:
 
১৮৮১ সালে সমারসেটের বাথে [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্টের]] বিপক্ষে খেলার জন্যে মনোনীত হন। তবে, কেন্ট [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়ক]] [[Richard Thornton (cricketer)|রিচার্ড থর্নটন]] যোগ্যতা না থাকার প্রশ্নে ফদারগিলের অংশগ্রহণের বিষয়ে আপত্তি তোলেন। ফলশ্রুতিতে, দলের বাইরে আর্নল্ড ফদারগিলকে অবস্থান করতে হয়। ঐ মৌসুমে তাঁকে কোন কাউন্টি ক্রিকেট খেলায় দেখা যায়নি। এমসিসি’র বিপক্ষে একবার খেলে প্রথম ইনিংসে চার উইকেট পান ও [[ব্যাটিং অর্ডার|উদ্বোধনী ব্যাটসম্যান]] হিসেবে ৪৭ রান তুলেন।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/128/128352.html |title=Somerset v Marylebone Cricket Club: Other matches in England 1881 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref>
 
== কাউন্টি ক্রিকেট ==
১৮৮২ সালে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মাঠ কর্মকর্তা হিসেবে আর্নল ফদারগিল যোগদান করেন। মে মাসে এমসিসির সদস্যরূপে [[Derbyshire County Cricket Club|ডার্বিশায়ারের]] বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর। প্রথম ইনিংসে একাধারে বোলিং করে ৫/৩১ পান। এরপর ৭৪ রান তুলেন। এটিই তাঁর খেলোয়াড়ী জীবনের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল। খেলায় তাঁর দল বিরাট ব্যবধানে [[ফলাফল (ক্রিকেট)|জয়]] তুলে নেয়।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2544.html |title=Marylebone Cricket Club v Derbyshire: Other First-Class matches in England 1882 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref> পরের মাসেই সমারসেটের পক্ষে খেলেন। [[ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ল্যাঙ্কাশায়ারের]] বিপক্ষে অনুষ্ঠিত খেলাটি সমারসেটের প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা ছিল। অবশ্য সমারসেট দল বিরাট ব্যবধানে পরাভূত হয়েছিল। খেলায় ফদারগিল তিন উইকেট তুলে নেন ও তিন রান তুলতে সক্ষম হয়েছিলেন।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2564.html |title=Lancashire v Somerset: County Match 1882 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref> ঐ গ্রীষ্মে লর্ডসে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ বার্ষিক খেলায় পেশাদার [[জেন্টলম্যান বনাম প্লেয়ার্স|প্লেয়ার্সের]] সদস্যরূপে খেলার জন্যে মনোনীত হন। খেলায় তিনি খুব কমই প্রভাব ফেলতে সক্ষম হন ও জেন্টলম্যান দল আট উইকেটে জয়ী হয়েছিল।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2587.html |title=Gentlemen v Players: Other First-Class matches in England 1882 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref>
 
৮৮২ সালে সর্বমোট চৌদ্দটি প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন আর্নল্ড ফদারগিল। ২২.০২ গড়ে ৪৪ উইকেট পান। দুইবার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন। ঐ মৌসুমে সমারসেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। পরবর্তী সফলতম বোলার [[Charles Winter (cricketer, born 1866)|চার্লস উইন্টারের]] চেয়ে দ্বিগুণেরও অধিক উইকেট পান তিনি।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Seasons/Seasonal_Averages/ENG/1882_f_Bowling_by_Average.html |title=First-class Bowling in England for 1882 (Ordered by Average) |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref>
 
১৮৮৩ সালে আর্নল্ড ফদারগিল প্রতিনিধিত্বমূলক প্রথম খেলায় অংশগ্রহণ করেন।{{efn|A representative match in cricket means one in which one or both teams are composed of those regarded as representing the best players in a region or group (such as professional cricketers), or one involving national sides.}} [[North v South|নর্থ বনাম সাউথের]] খেলায় সাউথের পক্ষাবলম্বন করেন তিনি।{{efn|This was a match in which a team of players from the northern English counties played against a team selected from the southern counties.}}<ref name="fcm">{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Players/0/118/First-Class_Matches.html |title=First-Class Matches played by Arnold Fothergill (40) |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref> সাউথের পক্ষে ফদারগিল একমাত্র [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটসম্যান]] হিসেবে উভয় ইনিংসে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পেরেছিলেন। খেলায় তাঁর দল পরাজিত হয়েছিল।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2675.html |title=South v North: Other First-Class matches in England 1883 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref> এরপর জুলাইয়ের শেষদিকে সমারসেটের খেলায় অংশগ্রহণের পূর্ব-পর্যন্ত তিনি এমসিসি’র পক্ষে খেলতে থাকেন। এ পর্যায়ে [[অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব|অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের]] বিপক্ষে এমসিসির সদস্যরূপে পাঁচ উইকেট পান।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2707.html |title=Marylebone Cricket Club v Oxford University: University Match 1883 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref> ঐ মৌসুমে দুইবার এ ঘটনার পুণরাবৃত্তি ঘটান। [[Gloucestershire County Cricket Club|গ্লুচেস্টারশায়ারের]] বিপক্ষে ৫/২৩<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2744.html |title=Gloucestershire v Somerset: County Match 1883 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref> ও তারপর [[Hampshire County Cricket Club|হ্যাম্পশায়ারের]] বিপক্ষে ৬/৪৩ পান। এটিই তাঁর খেলোয়াড়ী জীবনের সেরা বোলিং পরিসংখ্যান ছিল। শেষ খেলাটিতে দ্বিতীয় ইনিংসে তিনি আরও চার উইকেট নিয়ে খেলায় দশ উইকেট পান। এটিই তাঁর প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের একমাত্র দশ উইকেট প্রাপ্তির ঘটনা ছিল।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2757.html |title=Somerset v Hampshire: County Match 1883 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref>
 
১৮৮৩ মৌসুমের শেষদিকে ঐ মৌসুমের [[কাউন্টি চ্যাম্পিয়নশীপ|চ্যাম্পিয়ন কাউন্টি]] দল [[Nottinghamshire County Cricket Club|নটিংহ্যামশায়ারের]] বিপক্ষে আরও একটি খেলায় অংশ নিয়েছিলেন আর্নল্ড ফদারগিল। এমসিসি দল ১২১ রানে জয় পায়। প্রথম ইনিংসে তিনি বোলিং করেননি। নটিংহ্যামশায়ার মাত্র ২৩ রানে অল-আউট হয়। ছয়জন খেলোয়াড়ই [[শূন্য রান|শূন্য রানে]] বিদায় নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৫/৩০ পান।<ref>{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Scorecards/2/2770.html |title=
Nottinghamshire v Marylebone Cricket Club: Other First-Class matches in England 1883 |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref>
 
১৮৮৩ সালে ফদারগিল আরও একবার সমারসেটের শীর্ষস্থানীয় উইকেট সংগ্রহকারীর মর্যাদা পান। ঐ বছরে প্রাপ্ত ৩৭টি প্রথম-শ্রেণীর উইকেটের মধ্যে ২৭টি সমারসেটের পক্ষে ছিল। ১৪.৭২ গড়ে উইকেট লাভ করা ইংরেজ মৌসুমে সেরার মর্যাদা পায়।<ref name="fcbowl">{{cite web |subscription=yes |url=https://cricketarchive.com/Archive/Players/0/118/f_Bowling_by_Season.html |title= First-class Bowling in Each Season by Arnold Fothergill |publisher=CricketArchive |accessdate=31 August 2013}}</ref>
 
== পাদটীকা ==