আর্নল্ড ফদারগিল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক প্রদান!
Suvray (আলোচনা | অবদান)
শৈশবকাল - অনুচ্ছেদ সৃষ্টি
৫৯ নং লাইন:
'''আর্নল্ড জেমস ফদারগিল''' ({{lang-en|Arnold Fothergill}}; [[জন্ম]]: [[২৬ আগস্ট]], [[১৮৫৪]] - [[মৃত্যু]]: [[১ আগস্ট]], [[১৯৩২]]) নর্দাম্বারল্যান্ডের নিউক্যাসল আপোন টাইন এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ পেশাদার আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮৯ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব|সমারসেট]] ও এমসিসি দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি মিডিয়াম-ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে বামহাতে কার্যকরী ব্যাটিংশৈলী উপস্থাপন করতেন '''আর্নল্ড ফদারগিল'''।
 
১৮৮০ থেকে ১৮৮৯ সময়কাল পর্যন্ত ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] অংশগ্রহণ করেছিলেন আর্নল্ড ফদারগিল। সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি মাত্র দুই [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। ১২ মার্চ, ১৮৮৯ তারিখে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে আর্নল্ড ফদারগিলের।
 
ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি ক্লাবে পেশাদার ক্রিকেটার হিসেবে খেলোয়াড়ী জীবন শুরু করেন আর্নল্ড ফদারগিল। ১৮৮০ সালে সমারসেটের অন্যতম প্রথম পেশাদার খেলোয়াড় হিসেবে যোগদান করেন। তবে, কাউন্টি দলে খেলার যোগ্যতা লাভ করলেও ১৮৮১ সালের অধিকাংশ সময় খেলায় তাঁকে মাঠে নামানো হয়নি। [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটের]] প্রথম দুই বছর দলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বোলারের মর্যাদা পান। কিন্তু, [[E. W. Bastard|ই. ডব্লিউ. বাস্টার্ড]] ও পরবর্তীতে [[Ted Tyler|টেড টাইলর]] এবং [[স্যামি উডস|স্যামি উডসের]] ন্যায় উদীয়মান বোলারদের আগমনে ক্লাবে খেলার সুযোগ স্তিমিত হতে থাকে তাঁর। ১৮৮২ সালে [[লর্ডস ক্রিকেট গ্রাউন্ড|লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের]] মাঠকর্মী হিসেবে যোগ দেন। ১৮৯২ সাল পর্যন্ত [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|এমসিসি দলের]] পক্ষে খেলেন। এছাড়াও, লর্ডসে প্রতিনিধিত্বকারী দলের সদস্যরূপে খেলতেন আর্নল্ড ফদারগিল।
 
[[১৮৮৮-৮৯ ইংল্যান্ড ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর|১৮৮৮-৮৯]] [[মৌসুম (ক্রীড়া)|মৌসুমের]] শীতকালে এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমনের জন্য তাঁকে দলে অন্তর্ভূক্ত করা হয়। পরবর্তীকালে মর্যাদাপ্রাপ্ত দুইটি টেস্ট খেলায় আর্নল্ড ফদারগিলের অংশগ্রহণ ছিল। তবে, [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাকের]] অভিমত, কোনক্রমেই খেলাগুলো প্রথম-শ্রেণীর সমমানের ছিল না।<ref name="obit">{{cite web|url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/236400.html |title=Supplementary Obituaries |publisher=[[ESPNcricinfo]] |accessdate=1 September 2013}}</ref> সমগ্র খেলোয়াড়ী জীবনে ১১৯টি প্রথম-শ্রেণীর [[উইকেট]] লাভ করেন তিনি। তন্মধ্যে, দুই টেস্টে অংশ নিয়ে আটটি উইকেট পান।
 
== শৈশবকাল ==
২৬ আগস্ট, ১৮৫৪ তারিখে নর্দাম্বারল্যান্ডের নিউক্যাসল আপোন টাইন এলাকায় আর্নল্ড জেমস ফদারগিলের জন্ম।<ref name="ciprof">{{cite web|url=http://www.espncricinfo.com/england/content/player/12883.html |title=Player Profile: Arnold Fothergill |publisher=ESPNcricinfo |accessdate=31 August 2013}}</ref>
 
== পাদটীকা ==
৬৮ ⟶ ৭৫ নং লাইন:
 
== গ্রন্থপঞ্জী ==
* {{Cite book | title = From Sammy to Jimmy: The Official History of Somerset County Cricket Club| last=Roebuck | first=Peter |authorlink=Peterপিটার Roebuckরোবাক | edition = 1991 | publisher = Partridge Press |location=London | isbn = 1-85225-085-2 }}
* {{Cite book | title = Sunshine, Sixes and Cider: The History of Somerset Cricket | last=Foot | first=David | edition = 1986 | publisher = [[David & Charles]] |location=[[Newton Abbot]], Devon | isbn = 0-7153-8890-8 }}