সত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১ নং লাইন:
[[File:An angel carrying the banner of "Truth", Roslin, Midlothian.JPG|thumb|300px|সত্যের [[পথনির্দেশ]] বহনকারী একজন [[স্বর্গদূত]] , রোজলিন, মিডিওথিয়ান]]
সত্য হচ্ছে [[ধর্মশাস্ত্র]] ও [[দর্শন|দর্শনশাস্ত্রের]] একটি [[মৌলিক]] [[শক্তি]] যা কর্তৃক বা দিয়ে বিশাল এ সসীম [[জগৎ]] সৃষ্ট হয়েছে এমন [[বিশ্বাস]] বা [[ধারণা]] যা প্রকৃত [[বিষয়]] বা [[ঘটনা]]র সাথে যোগাযোগের সেতুবন্ধন গ'ড়েগড়ে তুলে ।তুলে। পবিত্র [[ধর্মশাস্ত্র|ধর্মশাস্ত্রাদি]] একসুরে বলছে [[মহামহিম]] '''[[ঈশ্বর]]'''ই একমাত্র '''সত্য''' । বিশাল বিস্তৃত এ [[সৃষ্টি]] সসীম ও অসত্য , শুধু তাঁর গহীন [[ইচ্ছা]]সমুদ্রের কোনো বন্দরে হয়তো বিদ্যমান।
কোনো বন্দরে হয়তো বিদ্যমান ।
 
যদি কোনো বিষয় প্রকৃতই ঘটেছে বলে মনে করা হয় , তখন তা সত্য হিসেবে বিবেচিত হয় ।<ref>[http://m-w.com/dictionary/truth Merriam-Webster's Online Dictionary, truth, 2005]</ref> যিনি সত্যকথা বলেন বা লিখেন , সমাজে তিনি সত্যবাদী নামে পরিচিতি পান । পৌরানিক উপাখ্যানে [[যুধিষ্ঠির|যুধিষ্ঠিরকে]] সত্যবাদী ও ধর্মরাজ হিসেবে পরিচিতি ঘটানো হয়েছে । মহান [[দার্শনিক]] [[এরিস্টটল]] বলেছেন , ‘যদি বলা হয় যে এটি না অথবা না-কে হ্যাঁ বলা হয় তবে তা মিথ্যা এবং যদি কোন কিছু সমন্ধে জানতে চাওয়া হয় যে এটি কি এবং যদি না-কে না বলা হয় তখন তা সত্য’।সত্য।<ref>[http://plato.stanford.edu/entries/truth-correspondence/#1 David, Marion (2005). "Correspondence Theory of Truth" in Stanford Encyclopedia of Philosophy]</ref> উদাহরণস্বরূপ বলা যায়, -যদি বলা হয় মানুষের রক্ত নীল তখন তা [[মিথ্যা]] বলে প্রমাণিত হবে; কিন্তু স্বতঃসিদ্ধ সত্য বিষয় হচ্ছে - [[মানুষ|মানুষের]] [[রক্ত]] [[লাল]]। শৈশবকাল থেকেই ‘সদা সত্য কথা বলবে’ বলে উৎসাহিত করা হয়ে থাকে।
 
ইসলাম ধর্মে হযরত [[আব্দুল কাদের জিলানী রঃ|বায়েজিদ বোস্তামী]] কর্তৃক [[ডাকাত]] দলের কাছে [[স্বর্ণমুদ্রা]] থাকার সত্য কথা বলার [[উপকথা]] হিসেবে প্রতিষ্ঠিত পেয়েছে। অসত্য কোন কিছুর বর্ণনাকে মিথ্যার পর্যায়ে ফেলা হয়। অর্ধ-সত্য বিষয়ে সত্য-মিথ্যার সংমিশ্রণ থাকে অথবা কিছু সত্য বিষয় তুলে ধরা হলেও পূর্ণাঙ্গ বিষয়টি উপস্থাপন করা হয় না। যদি কোন কিছুকে সত্য বলা হয় তখন বক্তার কথাই সত্য বা সে সত্য কথা বলেছে। আবার, কোন কিছুকে অসত্যরূপে বললে বা বিবৃত করলে তখন তা মিথ্যার পর্যায়ে উপনীত হয়। যদি কেউ মিথ্যাকে সত্য বলার চেষ্টা চালায় তাহলে তা মিথ্যারূপে প্রমাণিত হয়। কারণ, সত্যের জয় চিরদিনই হয়। যিনি মিথ্যা কথা বলেন, তিনি মিথ্যাবাদী বা মিথ্যুক নামে সমাজে পরিচিতি পান ও সকলেই তাকে ঘৃণা করে থাকে। এছাড়াও মহামান্য [[আদালত|আদালতে]] সাক্ষ্য প্রদানের সময় ব্যক্তিকে - ‘যাহা বলিব, সত্য বলিব। সত্য বই মিথ্যা কথা বলিব না।’ - মর্মে শপথবাক্য পাঠ করতে হয়।
'https://bn.wikipedia.org/wiki/সত্য' থেকে আনীত