কার্লোস তেবেস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৩৩ নং লাইন:
তেবেসের জন্মগত নাম ''কার্লোস আলবের্তো মার্তিনেস''। তিনি বড় হয়েছিলেন ''ফুয়ের্তে আপাচে'' নামে একটি এলাকায়। এই অঞ্চলের নামেই তার ডাক নাম হয়েছে ''আপাচে''। যখন ''অল বয়েজ'' ও বোকা জুনিয়র্সের মধ্যে তাকে নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তখন তার পিতা-মাতা তার নামের শেষে মায়ের নাম যোগ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |ইউআরএল=http://www.clarin.com/diario/2005/10/23/deportes/d-01076407.htm |শিরোনাম=Carlos Tevez: En All Boys era Carlos Martínez |প্রকাশক=[[Clarín (newspaper)|Clarín]] |তারিখ=[[2005-10-23]] |সংগ্রহের-তারিখ=}}</ref>
 
তেবেসের ডান কান থেকে গলা ও তার বুক পর্যন্ত পোড়া দাগ রয়েছে। তেবেস একসময় তার মায়ের রান্না ঘরে ঢুকে অসাবধানতাবশত নিজের গায়ের ওপর গরম পানি ঢেলে দিয়েছিলেন। এই ঘটনা যখন ঘটে তখন তার বয়স ছিল মাত্র দশ মাস। এর ফলে তার দেহে তৃতীয় মাত্রার পোড়া ক্ষতের সৃষ্টি করে এবং এর ফলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে প্রায় ২ মাস থাকতে হয়। বর্তমানে তার দেহে স্পষ্টভাবেই এই ক্ষতগুলো দেখা যায়। জুনিয়র ফুটবল ক্লাবে খেলার কারণে শুরুতে তেবেস এই ক্ষত চিহ্ন সারাননি। কিন্তু পরে যখন তিনি বোকা জুনিয়র্সে যোগদেন, তখন ক্লাবের পক্ষ থেকে তাকে প্লাস্টিক শল্য-চিকিৎসার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন এই ক্ষতচিহ্ন তার অতীত ও বর্তমানের স্মৃতিচিহ্ন।<ref>[http://www.lastkick.com/?p=289 Player Profile: Carlos Tevez] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20071014185042/http://lastkick.com/?p=289 |তারিখ=১৪ অক্টোবর ২০০৭ }}, www.lastkick.com, 28 October 2005, retrieved 6 June 2007.</ref>
 
== ক্লাব ক্যারিয়ার ==