ব্রায়ান লাকহার্স্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
খেলার ধরন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
আন্তর্জাতিক ক্রিকেট - অনুচ্ছেদ সৃষ্টি
৮৭ নং লাইন:
}}
 
'''ব্রায়ান উইলিয়াম লাকহার্স্ট''' ({{lang-en|Brian Luckhurst}}; [[জন্ম]]: [[৫ ফেব্রুয়ারি]], [[১৯৩৯]] - [[মৃত্যু]]: [[১ মার্চ]], [[২০০৫]]) কেন্টের সিটিংবোর্নে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন।<ref name="Cap">{{cite book |title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |page=114}}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০ থেকে ১৯৭৪ সময়কালে ইংল্যান্ডের পক্ষে [[আন্তর্জাতিক ক্রিকেট|আন্তর্জাতিক ক্রিকেটে]] অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব|কেন্ট দলের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, দলের প্রয়োজনে মাঝে-মধ্যে স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন '''ব্রায়ান লাকহার্স্ট'''।
 
== কাউন্টি ক্রিকেট ==
৯৫ নং লাইন:
 
কেন্টের সিটিংবোর্নে ব্রায়ান লাকহার্স্টের জন্ম। কেন্টের মূল একাদশে বামহাতি স্পিনার হিসেবে অংশ নিতেন। ১৯৬১ সালের শেষদিকে কেন্টের সদস্য থেকে তাঁকে মুক্তি দেবার চিন্তা-ভাবনা চলতে থাকে। মাত্র এক বছর চুক্তির মেয়াদ সম্পন্ন হবার পূর্বে তিনি নিজের কৌশল গ্রহণে পুণঃচিন্তা করতে থাকেন ও ব্যাটিংয়ের দিকে জোর দেন। ঐ সময় তাঁর দলের [[ব্যাটিং (ক্রিকেট)|ব্যাটিং]] নির্ভরতা কম ছিল। ব্যাটিংয়ের অবস্থান পরিবর্তন করে আশাতীত সাফল্য লাভ করেন ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে গড়ে তোলেন। ১৯৬৯ সালে তিনি প্রায় ২,০০০ [[রান (ক্রিকেট)|রান]] সংগ্রহ করেন। ১৯৬৯ সালে তিনি প্রায় ২,০০০ [[রান (ক্রিকেট)|রান]] সংগ্রহ করেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে ২১ টেস্টে ইংল্যান্ডের পক্ষে খেলেন। পাশাপাশি তিনটি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকেও]] অংশগ্রহণ ছিল তাঁর। ২৭ নভেম্বর, ১৯৭০ তারিখে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে তাঁর। [[Rest of the World cricket team in England in 1970|১৯৭০]] সালে বাদ-বাকী বিশ্ব একাদশের বিপক্ষে অভিষেক ঘটে তাঁর। টেস্ট সিরিজে ইংল্যান্ডের একমাত্র বিজয়ে তিনি [[অপরাজিত (ক্রিকেট)|অপরাজিত]] ১১৩ রান তুলেন। তবে, [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আইসিসি]] পরবর্তীতে এ সিরিজটিকে টেস্টের মর্যাদা দেয়নি ও রানগুলো তাঁর টেস্টের [[ব্যাটিং গড়]] থেকে বাদ পড়ে যায়।
 
[[English cricket team in Australia in 1970–71|১৯৭০-৭১]] মৌসুমে অস্ট্রেলিয়া গমন করেন। ঐ সিরিজেই তাঁর টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৫৬.৮৭ গড়ে ৪৫৫ রান তুলেছিলেন। তন্মধ্যে, দুইটি [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরিও]] করেছিলেন ব্রায়ান লাকহার্স্ট। সুন্দর ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ [[উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক|উইজডেন]] কর্তৃক অন্যতম [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটারের]] সম্মাননায় ভূষিত হন তিনি।
 
[[জিওফ বয়কট]] ও [[জন এডরিচ|জন এডরিচের]] সাথে প্রথম উইকেট জুটিতে ৬৯.৯৩ গড়ে ৬২৪ রান তুলেছিলেন। তন্মধ্যে, উদ্বোধনী জুটিতে দুইটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি করেছিলেন। পার্থের [[WACA Ground|ওয়াকা গ্রাউন্ডের]] প্রথম টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হয়। সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করার ফলে মাঠের প্রথম সেঞ্চুরিকারী হন। প্রস্তুতিমূলক খেলায় নর্দার্ন নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১১১ ও ৪৫ রানের [[ইনিংস]] খেলেন। তবে আঙ্গুলে চোঁট পেয়ে রিটায়ার হার্ট হতে বাধ্য হন। [[Melbourne Cricket Ground|মেলবোর্নের]] পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ভাঙ্গা হাত নিয়েও ১০৯ রান তুলেন ও দ্বিতীয় ইনিংসে মাঠে নামতে পারেননি তিনি। ষষ্ঠ টেস্টে দলের বাইরে অবস্থান করেন। জিওফ বয়কটের অনুপস্থিতিতে ব্রায়ান লাকহার্স্ট সপ্তম টেস্টে মাঠে নামেন। তবে, [[Garth McKenzie|গার্থ ম্যাকেঞ্জির]] বলে পুণরায় আহত হন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ ৫৮ রানের ইনিংস খেলেন। জন এডরিচের সাথে প্রথম উইকেটে ৯৪ রান তুলেন। এডরিচ ৫৭ রান তুলেন। ফলে, ইংল্যান্ড দল ৮০ রানে পিছিয়ে পড়েও দ্বিতীয় ইনিংসে ৩০২ তুলে। পরবর্তীতে অস্ট্রেলিয়া দল ১৬০ রানে গুটিয়ে যায় ও স্বাগতিক দলকে ৬২ রানে পরাজিত করে [[দি অ্যাশেজ|অ্যাশেজ]] করায়ত্ত্ব করে।
 
== খেলার ধরন ==