অর্থনৈতিক মন্দা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
6টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10)
InternetArchiveBot (আলোচনা | অবদান)
3টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
৫৩ নং লাইন:
 
== মন্দা এবং রাজনীতি ==
অর্থনৈতিক পরিস্থিতির জন্য সাধারণত দেশের তত্কালীন প্রশাসনকেই প্রশংসা অথবা দোষের ভাগী হতে হয়।<ref>[http://news.bbc.co.uk/1/hi/business/7215351.stm ইকনমি পুটস রিপাব্লিকান্স অ্যাট রিস্ক](অর্থনীতি রিপাবলিকানদের বিপদের মুখে ঠেলে দেয়) ২৯ জানুয়ারি ২০০৮</ref> এর ফলে একটি মন্দা ঠিক কখন শুরু হয়েছে, তা নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়।<ref>[http://budget.senate.gov/democratic/press/2003/fs_bushrecession073103.pdf দ্য বুশ রিসেশন] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20110204065202/http://budget.senate.gov/democratic/press/2003/fs_bushrecession073103.pdf# |তারিখ=৪ ফেব্রুয়ারি ২০১১ }} : ডেমোক্রাট স্টাফ ,সেনেট বাজেট কমিটি দ্বারা, ৩১শে জুলাই, ২০০৩</ref>
কোনও অর্থনৈতিক সম্প্রসারণ যদি এমন একটি স্তরে পৌঁছয় যেখানে তার পক্ষে টিকে থাকা আর সম্ভবপর নয়, তা হলে তার ফলাফলই হল অর্থনৈতিক চক্রের অধোগতি, এবং সংক্ষিপ্ত একটি পতনের দ্বারা সেই পরিস্থিতি সংশোধিত হয়। তাই এই আবর্তের কোন নির্দিষ্ট পর্যায়ের কারণকে আলাদা করা খুব একটা সহজ কাজ নয়।
 
৮৮ নং লাইন:
 
২০০৮-২০০৯ সালের মন্দার সময় বিগত ২০ বছরের মধ্যে প্রথমবার ব্যক্তিগত ব্যয়ের পরিমাণে হ্রা ঘটে। এর থেকেই সাম্প্রতিক মন্দার তীব্রতা এবং গভীরতার আন্দাজ পাওয়া যায়। উপভোক্তাদের আস্থা অত্যন্ত কম হয়ে যাবার ফলে এই মন্দা থেকে এর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপভোক্তারা সাম্প্রতিক মন্দার ফলে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বাড়ির মূল্য কমে গিয়েছে এবং শেয়ার বাজারে বিনিযুক্ত তাঁদের পেনশনের সঞ্চয়ও ক্ষতির মুখে পড়েছে। উপভোক্তারা শুধু যে নিজেদের সম্পদ ক্ষয় হতে দেখছেন তাই নয় - বেকারত্ব বৃদ্ধি পাওয়ার ফলে তাঁরা এখন নিজেরাও কর্মহীনতার আশঙ্কায় ভুগছেন।
<ref>[http://www.ibisworld.com/recession2009/ ইকোনমিক ক্রাইসিস : হোয়েন উইল ইট এন্ড] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20110514043916/http://www.ibisworld.com/recession2009/# |তারিখ=১৪ মে ২০১১ }}? [http://www.ibisworld.com/recession2009/ IBIS ওয়ার্ল্ড রিসেসান ব্রিফিং] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20110514043916/http://www.ibisworld.com/recession2009/# |তারিখ=১৪ মে ২০১১ }}" ডর. রিচার্ড জে.বাচ্জিন্স্কি অ্যান্ড মাইকেল ব্রাইট, আইবিআইএস ওয়ার্ল্ড, জানুয়ারী ২০০৯ ''''</ref>
 
২০০৮-এর ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা ৬৩,০০০ কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছেন<ref>[http://www.wealthalchemist.com/Blog/2009/01/job-loss-prediction-2009-2010/ ] কাজ হারাবার ভবিষ্যতবাণী</ref>, গত পাঁচ বছরে যা সর্বোচ্চ। ৬ই এপ্রিল, ২০০৮ এ ফেডেরাল রিজার্ভের প্রাক্তন সভাপতি (চেয়ারম্যান) এলান গ্রিনস্প্যান বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে ৫০ শতাংশেরও অধিক।" <ref>[http://business.timesonline.co.uk/tol/business/columnists/article3694545.ece?openComment=true যদি মার্কিন যুক্তরাস্ট্রের অর্থনীতি পরবর্তী দুই কঠোর মাসের মধ্যে দিয়ে যেতে পারে তাহলে মন্দার সম্ভাবনা নেই ]</ref>। ১লা অক্টোবর ব্যুরো অফ ইকনমিক অ্যানালিসিস জানায় যে সেপ্টেম্বরে আরোও অতিরিক্ত ১৫৬,০০০ জনের চাকরি ছাঁটাই হয়েছে। ২০০৮ সালের ২৯শে এপ্রিল [[মুডি'স]] ঘোষণা করেন যে নয়টি মার্কিন প্রদেশ মন্দা কবলিত হয়েছে। ২০০৮-এর নভেম্বরে নিয়োগকর্তারা ৫৩৩,০০০ জন কর্মীকে ছাঁটাই করেন যেটা ৩৪ বছরের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ছাঁটাইয়ের দৃষ্টান্ত।<ref>[64] ^ http://www.nytimes.com/2008/12/06/business/economy/06jobs.html</ref>। ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক ২.৬ মিলিয়ন (এক মিলিয়ন = ১০ লক্ষ) জনের চাকরি ছাঁটাই করা হয়।<ref>[65] ^ http://www.statesmanjournal.com/article/20090110/NEWS/901100332{{অকার্যকর সংযোগ|তারিখ=নভেম্বর ২০১৮ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }}</ref>