জামি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
'শিক্ষাদান ও সুফিবাদ' পরিচ্ছেদ যোগ
'প্রভাব' পরিচ্ছেদ যোগ
৫ নং লাইন:
 
==শিক্ষদান ও সুফিবাদ==
জামি ১৪৫৩ সালে সুফি শায়খ হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি সুফি পথের উপর একাধিক পাঠের ব্যাখ্যা প্রদান করেন। তিনি সুফিদের দুই শ্রেণিতে ভাগ করেন।<ref name="শিমেল-১৯৭৫">{{বই উদ্ধৃতি |শেষাংশ1=শিমেল |প্রথমাংশ1=অ্যানমারি |শিরোনাম=Mystical Dimensions of Islam |তারিখ=১৯৭৫ |প্রকাশক=নর্থ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় প্রেস |অবস্থান=ক্যাপিটাল হিল}}</ref> জামি তার অত্যধিক ধর্মনিষ্ঠা ও রহস্যের জন্য পরিচিত।<ref name="কুরআনিক-স্টাডিজ"/><ref name="উইলিয়ামস">{{বই উদ্ধৃতি |শেষাংশ1=উইলিয়ামস |প্রথমাংশ1=জন |শিরোনাম=Islam |তারিখ=১৯৬১ |প্রকাশক=জর্জ ব্র্যাজিলার |অবস্থান=নিউ ইয়র্ক}}</ref> তিনি বাল্যকালে খাজা মোহাম্মদ পার্সা যখন তাদের শহরে আসেন তখন তার আশীর্বাদ পাওয়ার পর সুফিবাদের আগ্রহী হয়ে ওঠেন।<ref name="আলগার-২০০৮">{{বই উদ্ধৃতি |শেষাংশ1=আলগার |প্রথমাংশ1=হামিদ |শিরোনাম=Jami and Sufism |তারিখ=জুন ২০০৮ |প্রকাশক=ইরানিকা বিশ্বকোষ}}</ref> সেখান থেকে স্বপ্নে তিনি সাদ-আল দীন কাসগারির নির্দেশ প্রাপ্ত হন ও তার সঙ্গী হন।<ref>{{বই উদ্ধৃতি |শেষাংশ1=কিয়া |প্রথমাংশ1=চাঁদ |শিরোনাম=Jami and Sufism |তারিখ=জুন ২০০৮ |প্রকাশক=ইরানিকা বিশ্বকোষ}}</ref> জামি কাসাগারির অনুসারী হন এবং তিনি কাসাগারির নাতনীকে বিবাহ করে তার সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলেন।<ref name="আলগার-২০০৮"/> তিনি স্রষ্টার প্রতি অনুগত ছিলেন এবং স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য তিনি ইহকালইহজীবন ত্যাগ করতেও ইচ্ছাপোষণ করতেন। ফলে তিনি সামাজিক রীতি-নীতি পালনে উদাসীন ছিলেন।<ref name="আলগার-২০০৮"/>
 
==প্রভাব==
জামি হেরাতে তিমুরি রাজসভায় দোভাষী ও সংবাদদাতার দায়িত্ব পালন করতেন। তার কবিতায় পারস্য সংস্কৃতি প্রতিফলন ঘটেছে এবং ইসলামি প্রাচ্য, মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশে তার জনপ্রিয় হয়ে ওঠে।<ref name="কুরআনিক-স্টাডিজ"/> তার কবিতায় জনসংস্কৃতির কিছু ধারণা প্রতিফলিত হয়, যা তার কাজে সুফিবাদ ও সুফিবাদের বাইরের ধারণাকে উপজীব্য করে তোলে।<ref name="শিমেল-১৯৭৫"/> তিনি শুধু তার কবিতার জন্যই নন, তার ধর্মতাত্ত্বিক কাজ ও সাংস্কৃতিক কাজের জন্য পরিচিত ছিলেন।<ref name="কুরআনিক-স্টাডিজ"/> তার কাজগুলো সমরখন্দ থেক ইস্তানবুল ও পারস্যের খায়রাবাদ, এমনকি [[মুঘল সাম্রাজ্য]]ের বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হত। শতাব্দীর ধরে জামি তার কবিতা ও ব্যাপক জ্ঞানের জন্য প্রসিদ্ধ ছিলেন। গত শতাব্দীর শেষার্ধ্ব থেকে ইসলামি ও পারস্য শিক্ষার গবেষণার অভাবে তাঁকে এবং তার কাজসমূহ উপেক্ষিত ও বিস্মৃত হয়ে যাচ্ছে।<ref name="কুরআনিক-স্টাডিজ"/>
 
==তথ্যসূত্র==
'https://bn.wikipedia.org/wiki/জামি' থেকে আনীত