ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ইতিহাস - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
সম্মাননা - অনুচ্ছেদ সৃষ্টি
৬২ নং লাইন:
১৮৭৯ থেকে ১৮৮৯ সালের মধ্যে চারবার অনানুষ্ঠানিকভাবে [[Champion County|চ্যাম্পিয়ন কাউন্টি]] হিসেবে বৈশ্বিকভাবে স্বীকৃতি পেয়েছিল। ডিসেম্বর, ১৮৮৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপ আনুষ্ঠানিকভাবে আয়োজনের ব্যবস্থা করা হয়। ১৮৯০ সালে প্রথম মৌসুমে আটটি ক্লাব নিয়ে প্রবর্তিত এ প্রতিযোগিতার অন্যতম দল ছিল তারা। ১৮৯৫ সালে ল্যাঙ্কাশায়ারের পক্ষে [[আর্চি ম্যাকলারেন]] ৪২৪ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন। অদ্যাবধি তাঁর এ সংগ্রহটি প্রথম-শ্রেণীর ক্রিকেটে যে-কোন ইংরেজ ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহরূপে বিবেচিত হয়ে আসছে। ১৮৯৭ ও ১৯০৪ সালে ল্যাঙ্কাশায়ার তাদের প্রথম দুইটি [[আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা|কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভ]] করে। ১৯২৬ থেকে ১৯৩৪ সালের মধ্যে দলটি কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা পাঁচবার লাভ করে। ১৯৫০ সালে দলটি [[সারে কাউন্টি ক্রিকেট ক্লাব|সারে ক্লাবের]] সাথে যৌথভাবে শিরোপা জয়ে সক্ষমতা দেখায়। ১৯৫৪ সালে [[সিরিল ওয়াশব্রুক]] ল্যাঙ্কাশায়ারের প্রথম পেশাদার অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। ৭৭ বছর পর ২০১১ সালে ল্যাঙ্কাশায়ার দল তাদের পরবর্তী কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভে সক্ষম হয়।
 
১৮৭৯ থেকে ১৯০০ সাল পর্যন্ত [[জনি ব্রিগস]] ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলেছেন। ল্যাঙ্কাশায়ারের প্রথম খেলোয়াড় হিসেবে ১০,০০০ রান ও ১,০০০ উইকেট পেয়েছেন। [[জনি টিল্ডসলে|জনি টিল্ডসলের]] কনিষ্ঠ ভ্রাতা [[আর্নেস্ট টিল্ডসলে]] ১৯০৯ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলেছেন। এ সময়ে তিনি ৫৭৩টি খেলায় অংশ নিয়ে ৩৪,২২২ রান তুলে ক্লাবের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ফাস্ট বোলার [[ব্রায়ান স্ট্যাদাম]] ১৯৫০ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ল্যাঙ্কাশায়ারের পক্ষে ১,৮১৬ উইকেট লাভ করে ক্লাব রেকর্ড গড়েন।
 
১৯৬০-এর দশকের শেষ দিক থেকে ১৯৭০-এর দশকের সূচনাকাল পর্যন্ত [[জ্যাক বন্ড]] দলকে নেতৃত্ব দেন। এ সময়ে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান [[ক্লাইভ লয়েড|ক্লাইভ লয়েডকে]] সাথে নিয়ে সীমিত ওভারের ক্রিকেটে প্রভূত সফলতা নিয়ে আসেন। দলটি ১৯৬৯ ও ১৯৭০ সালে সানডে লীগ এবং ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে চারবার জিলেট কাপের শিরোপা জয় করে। ১৯৮৪ সালে ল্যাঙ্কাশায়ার দল বেনসন এন্ড হেজেস কাপ জয়সহ ১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে তিনবার এবং ১৯৮৯, ১৯৯৮ ও ১৯৯৯ সালে সানডে লীগের শিরোপা পায়। ২০০০ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপের খেলার ধরন পরিবর্তিত হলে দলটি প্রথম বিভাগে খেলার সুযোগ পায়। এরপর থেকে তিনবার অবনমন ঘটলেও প্রত্যেকবারই পরের মৌসুমে উত্তরণ ঘটে।
 
== সম্মাননা ==
{{আরও দেখুন|ইংল্যান্ড এবং ওয়েলসের কাউন্টি ক্রিকেট ক্লাবসমূহের প্রতিযোগিতামূলক সম্মাননা লাভের তালিকা}}
 
;প্রথম একাদশের সম্মাননা<ref>''Playfair Cricket Annual'', 2008 edition, p.56.</ref>
* '''কাউন্টি চ্যাম্পিয়ন'''{{#tag:ref|An unofficial seasonal title sometimes proclaimed by consensus of media and historians prior to December 1889 when the official [[County Championship]] was constituted. Although there are ante-dated claims prior to 1873, when residence qualifications were introduced, it is only since that ruling that any quasi-official status can be ascribed.|group=ল}} '''(১) – '''১৮৮১; '''যৌথভাবে (৩) – '''১৮৭৯, ১৮৮২, ১৮৮৯
* '''কাউন্টি চ্যাম্পিয়নশীপ (৮) – '''১৮৯৭, ১৯০৪, ১৯২৬, ১৯২৭, ১৯২৮, ১৯৩০, ১৯৩৪, ২০১১; '''যৌথভাবে (১) – '''১৯৫০
:''দ্বিতীয় বিভাগ'' (২) – ২০০৫, ২০১৩
* '''ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্ট (১) – ''' [[2015 NatWest t20 Blast|২০১৫]]
* '''জিলেট/ন্যাটওয়েস্ট/সিএন্ডজি/এফপি ট্রফি{{#tag:ref|Formerly known as the Gillette Cup (1963–1980), NatWest Trophy (1981–2000) and C&G Trophy (2001–2006).|group=ল}} (৭) – '''১৯৭০, ১৯৭১, ১৯৭২, ১৯৭৫, ১৯৯০, ১৯৯৬, ১৯৯৮
* '''সানডে/ন্যাশনাল/প্রো৪০ লীগ{{#tag:ref|Formerly known as the Sunday League (1969–1998).|group=ল}} (৫) – '''১৯৬৯, ১৯৭০, ১৯৮৯, ১৯৯৮, ১৯৯৯
:''দ্বিতীয় বিভাগ'' (১) – ২০০৩
* '''বেনসন এন্ড হেজেস কাপ (৪) –''' ১৯৮৪, ১৯৯০, ১৯৯৫, ১৯৯৬
 
;দ্বিতীয় একাদশের সম্মাননা
* '''দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশীপ (৪) –''' ১৯৬৪, ১৯৮৬, ১৯৯৭, ২০১৭; '''যৌথভাবে (১) '''- ২০১৩
* '''মাইনর কাউন্টিজ চ্যাম্পিয়নশীপ (৭) –''' ১৯০৭, ১৯৩৪, ১৯৩৭, ১৯৪৮, ১৯৪৯, ১৯৬০, ১৯৬৪
 
;অন্যান্য সম্মাননা
* '''রিফিউজ কাপ (১) –''' ১৯৮৮
* '''ল্যাম্বার্ট এন্ড বাটলার ফ্লাডলিট কম্পিটিশন (১) –''' ১৯৮১<ref>https://cricketarchive.com/Archive/Events/5/Lambert_and_Butler_Floodlit_Competition_1981.html</ref>
 
== পাদটীকা ==