রয় ট্যাটারসল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক প্রদান!
Suvray (আলোচনা | অবদান)
খেলার ধরন - অনুচ্ছেদ সৃষ্টি
৫২ নং লাইন:
}}
 
'''রয় ট্যাটারসল''' ({{lang-en|Roy Tattersall}}; [[জন্ম]]: [[১৭ আগস্ট]], [[১৯২২]] - [[মৃত্যু]]: [[৯ ডিসেম্বর]], [[২০১১]]) ল্যাঙ্কাশায়ারের বোল্টনে জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/england/content/current/story/544525.html|title=Roy Tattersall dies aged 89|date=9 December 2011|publisher=ESPNcricinfo|accessdate=9 December 2011}}</ref><ref name="Cap">{{cite book |title=If The Cap Fits |last=Bateman |first=Colin |authorlink= |coauthors= |year=1993 |publisher=Tony Williams Publications |location= |isbn=1-869833-21-X |page= 166 |url= }}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫১ থেকে ১৯৫৪ সময়কালে ইংল্যান্ড দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ার দলের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ অফস্পিনে অভিজ্ঞ বিশেষজ্ঞ ডানহাতি বোলার হিসেবে খেলতেন তিনি। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে ষোলো টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন রয় ট্যাটারসল। ব্যাটসম্যান হিসেবে তেমন সফলতা না পেলেও [[Reg Simpson|রেগ সিম্পসনের]] সাথে দশম উইকেটে মহামূল্যবান ৭৪ রানের জুটি গড়ে ১৯৩৮ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে [[দি ওভাল|ওভালে]] ইংল্যান্ড দলকে প্রথম জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
 
== খেলার ধরন ==
রয় ট্যাটারসল অস্বাভাবিক ভঙ্গীমায় অর্থোডক্স বোলার [[জিম লেকার|জিম লেকারের]] সাথে অল্প পার্থক্য নিয়ে বোলিংয়ে অগ্রসর হতেন। সমগ্র খেলোয়াড়ী জীবনের অধিকাংশ সময়ে জিম লেকার খেলায় প্রভাববিস্তার করে ট্যাটারসলকে টেস্ট দলের বাইরে রাখেন। বলে সিম আনয়ণকল্পে [[index finger|তর্জনী]] ব্যবহার করতেন তিনি। ফলে ক্ষুরধার অফব্রেক বোলিং সতর্কতা অবলম্বন করতেন। লেকারের তুলনায় তাঁর বোলিং কিছুটা দ্রুততর হতো। নিজ কাউন্টির ভেজা পিচে এ ধরনের বোলিংয়ে বেশ সফলতা পান।
 
== তথ্যসূত্র ==