ডাকডাকগো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎ইতিহাস: বিষয়বস্তু যোগ
৩৬ নং লাইন:
 
২০১২ সালের মধ্যে সার্চ ইঞ্জিনটি প্রায় ১৫ লক্ষ সার্চ একদিনে পাচ্ছিলো। উইনবোর্ড রিপোর্ট করলেন যে, এটি ২০১১ সালে {{US$|115000}} মুনাফার্জন করে এবং তিনজন কর্মি ও অল্প সংখ্যক পরিমাণের চুক্তিকারী ছিলো। <ref name="Farivar16May12">{{cite news|url = https://arstechnica.com/business/2012/05/private-the-search-engines-that-make-money-by-not-tracking-users/|title = Private: some search engines make money by not tracking users|last = Farivar|first = Cyrus|date = May 16, 2012| work = [[Ars Technica]]|accessdate = May 14, 2012}}</ref> এপ্রিল ১২, ২০১১ সালে অ্যালেক্সা সাইটটির ৩ মাসে ৫১% গ্রোথ রেটের কথা জানায়। <ref>{{cite web |url=http://alexa.com/siteinfo/duckduckgo.com |title=DuckDuckGo Analytics Profile |publisher=Alexa.com}}<!-- get a WebCitation capture for each As of date --></ref> ডাকডাকগোর নিজস্ব ট্রাফিক পরিসংখ্যান দেখায় যে আগস্ট ২০১২ স্লে প্রতিদিন ১,৩৯৩,৬৪৪টি ভিজিট হচ্ছিলো, যেখানে ২০১০ সালে প্রতিদিন ৩৯,৪০৬টি ভিজিট হতো দিনে। <
 
[[গ্নোম]] ওয়েব (ওয়েব ব্রাউজার) ৩.১০ প্রকাশ করে ২৬ সেপ্টেম্বর ২০১৩ সালে, এবং এ সংস্করণ থেকে শুরু করে এ ওয়েব ব্রাউজারের ডিফল্ট সার্চ ইঞ্জিন ডাকডাকগো।
 
ডব্লিউডব্লিউডিসি ২০১৪ তে এপল তাদের কি-নোট স্পিসে ঘোষণা দেয়, আইওএস ৮ এবং ম্যাক ওএস ইজোমাইট উভয়ের জন্যে ডাকডাকগো একটি অপশন হিসেবে সংযুক্ত হবে। ১০ মার্চ পেল মুন ওয়েব ব্রাউজার এর ২৪.৪.০ সংস্করণ থেকে ডাকডাকগোকে এর ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করে আসছে। মে ২০১৪মতে ডাকডাহ্যাকের মাধ্যমে এর রিডিজাইনকৃত একটি সংস্করণ বেটা টেস্টারদের জন্যে উন্মুক্ত করে।<ref>{{cite web|url=https://next.duckduckgo.com/ |title=DuckDuckGo |publisher=Next.duckduckgo.com |date= |accessdate=2014-05-11}}</ref> ২১ মে ২০১৪ সালে ডাকডাকগো অফিশিয়ালি নতুন সংস্করণটি মুক্তি দেয়, যেখানে স্মার্টার উত্তর, ও আরও মার্জিত রূপ আনা হয়। নতুন সংস্করণটি অনেকগুলো নতুন সুবিধা নিয়ে আসে, যেমন ইমেজ, লোকাল সার্চ, স্বয়ংক্রিয় সাজেশন, আবহাওয়া, রেসিপি এবং আরও অনেক।
 
==তথ্যসূত্র==