কংক্রিট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EditBangla (আলোচনা | অবদান)
সামান্য সম্পাদনা, বানান সংশোধন
Nazmus Sakib Rabbi (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন:
[[সিমেন্ট]], [[বালি]], খোয়া (ইটের টুকরো), [[পাথর|পাথরের]] টুকরো [[পানি|পানির]] সঙ্গে মিশিয়ে যে নির্মাণসামগ্রী বা মিশ্রণ (মশলা) তৈরি করা হয়, তাকে ঢেলে চাপ দিয়ে নির্দিষ্ট আকার দেয়া হয়। শুকানোর পর একেই '''কংক্রিট''' বলে।
 
সাধারণ কংক্রিটের [[চাপ]] (টান) ও ঘাতসহতা ক্ষমতা কম। তাই মধ্যখানে [[লোহা]] বা [[ইস্পাত|ইস্পাতের]] [[রড]] রেখে তার চারিদিকে কংক্রিট জমালে তা অত্যন্ত শক্ত এবং চাপ ও ঘাতসহ হয়। এ ধরনের কংক্রিটকে বলে রি-ইনফোর্সড (re-inforced) কংক্রিট। লোহা ও সিমেন্টের ব্যবহারে যে কংক্রিট তৈরী করা হয় তাকে বলা হয়অথবা রি-ইনফোর্সড সিমেণ্ট কংক্রিট বা, সংক্ষেপে আর সি সি (RCC)। কংক্রিট এর মধ্যে [[বাতাস|বাতাসের]] পরিমাণ যত কম, অর্থাৎ ঘনত্ব যত বেশি হয় এবং [[পানি]] ও সিমেন্টের [[অনুপাত]] যত কম হয় কংক্রিট তত বেশি শক্ত হয়। তবে এ অনুপাত ০.২ এর কম হলে সিমেন্টের হাইড্রেশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় পানির স্বল্পতা থাকায় এ কংক্রিটের শক্তিমত্তা কম হয়।
 
[[চিত্র:Pantheon dome.jpg|thumb|রোমান সাম্রাজ্যে কংক্রিটের তৈরি একটি প্রাচীন মন্দির ।<ref>[http://www.romanconcrete.com/ The Roman Pantheon: The Triumph of Concrete]</ref>]]
১৮ নং লাইন:
 
===ডিজাইন===
ব্যবহার এবং কংক্রিটের শক্তিমত্তার উপর নির্ভর করে কংক্রিটের মিক্স ডিজাইন করা হয়। বাংলাদেশে সাধারণত ACI -211 অনুসরণ করে কংক্রিটের মিক্স ডিজাইন করা হয়।
 
===ওয়ার্কিবিলিটি===
ওয়ার্কিবিলিটি (Workability) হল ফ্রেশ (মাত্র তৈরী করা) কংক্রিটের একটি গুরুত্বপূর্ণ ধর্ম, যা দ্বারা পরিমাপ করা হয় এর কর্মযোগ্যতা। সাধারণত slump test এর মাধ্যমে কংক্রিটের Workabilityওয়ার্কিবিলিটি মাপা হয়। slump cone এর উচ্চতা ১২ ইঞ্চি, নিচের দিকের ব্যাস ৮ ইঞ্চি এবং উপরের দিকের ব্যাস ৪ ইঞ্চি। এটি কংক্রিট দ্বারা ভর্তি করে কোণটি উঠিয়ে ফেলা হয়, তারপর কংক্রিটের উচ্চতা ১২ ইঞ্চি থেকে কতটুকু কমল সেটি মাপা হয়। এ পরিমাপ সাধারণত ইঞ্চি, সেন্টিমিটার বা মিলিমিটারে প্রকাশ করা হয়। এ পরিমাণটি slump value নামে পরিচিত।
 
===স্ট্রেন্থ টেস্ট===
৩০ নং লাইন:
 
==বৈশিষ্ট্য==
কংক্রিট সাধারণত compressive strength নিতে পারে কিন্তু tensile strength নিতে পারে না। tensile strength নেয়ার জন্য সাধারণত লোহা বা ইস্পাতের রিইনফোর্সমেন্ট রড দেয়া হয়। এ রড এবং কংক্রিট একত্রে সাধারণভাবে আরসিসি (reinforced cement concrete, RCC) নামে পরিচিত। এছাড়া কংক্রিটকে আগের থেকে compressive শক্তি প্রয়োগ করলে এটি কিছুটা Tensile Force নিতে পারে। এ ধরণের কংক্রিট প্রিস্ট্রেসড কংক্রিট নামে পরিচিত। ঢালাইয়ের আগে এবং পরে দুভাবেই প্রিস্ট্রেস দেয়া সম্ভব।
 
== ব্যবহার ==
কংক্রিট নির্মাণকাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পাকা বাড়ি, দালান-কোঠা, [[পুল]]-[[কালভার্ট]], এমনকী সড়ক ননির্মাণেনির্মাণে কংক্রিট অপরিহার্য। সম্প্রতি বিভিন্ন ধরনের [[মূর্তি]], [[ম্যুরাল]] ও [[ভাস্কর্য]] নির্মাণেও কংক্রিট ব্যবহৃত হচ্ছে। এসফল্টের রাস্তার চেয়ে কংক্রিটের রাস্তার এককালীন নির্মাণ ব্যয় বেশি হলেও সাধারণত এটি তুলনামুলক বেশি টেকসই হওয়ায় গড়পড়তা খরচ কম। তাছাড়া উচ্চ গতির রাস্তা তৈরির জন্য কংক্রিট ব্যবহার করা হয়। স্টিল কাঠামোর চেয়ে কংক্রিটের কাঠামো তুলনামূলক বেশি অগ্নিসহ। তবে ভূমিকম্পে tensile লোড আসে বলে রিইনফোর্সমেন্ট না থাকলে শুধু কংক্রিট ভেঙে পড়ার আশংকা অনেক বেশি।
 
== বহি:সংযোগ ==