সাইপ্রাসের জরুরি অবস্থা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Flag_of_Cyprus_(1922-1960).svg কে চিত্র:Flag_of_Cyprus_(1922–1960).svg দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, কারণ: File renamed: File name harmonisation.।
EditBangla (আলোচনা | অবদান)
কিছু সম্পাদনা
২৯ নং লাইন:
}}
 
'''সাইপ্রাসের জরুরি অবস্থা''' ১৯৫৫ সালের পহেলা এপ্রিলে ঘোষণা করা হয় এবং তা ১৯৫৯ পর্যন্ত বলবৎ থাকে। এটি [[ব্রিটিশ সাইপ্রাস|ব্রিটিশ সাইপ্রাসে]] সংগঠিত হওয়া একটি [[সামরিক]] অভিযানঅভিযানের সহগামী ব্যবস্থা। এ অভিযানের লক্ষ্য ছিল যা মূলত [[গ্রীক সাইপ্রীয়]] সংগ্রামী দল, [[EOKA|সাইপ্রীয় যোদ্ধাদের জাতীয় সংগঠন]] (ইওকা) কর্তৃক, সাইপ্রাস থেকে [[ব্রিটিশ]]দের বিতাড়িত করে [[Enosis|গ্রীসের সাথে সংযুক্তির]] জন্য একটি বিদ্রোহী আন্দোলন ছিল। ব্রিটিশ এবং ইওকা উভয়েই [[গ্রীস|গ্রীসের]] সাথে অন্তর্ভুক্ত হতে [[তুর্কি সাইপ্রীয়]] দল, [[Turkish Resistance Organisation|তুর্কি প্রতিরোধ সংগঠনের]] (টিএমটি) সাথে বিরোধিতা করে। ১৯৬০ সালে এটা সাইপ্রাসকে [[স্বাধীনতা]] এনে দিতে ভূমিকা রাখে।
==পটভূমি==
১৯৫৪ সালে [[ব্রিটেন]] তার সুয়েজ সামরিক প্রধানকার্যালয়কে (প্রধান সেনাপতির কার্যালয়, [[মধ্য প্রাচ্য]])<ref>Richard J. Aldrich, Ming-Yeh Rawnsley, The Clandestine Cold War in Asia, 1945–65: Western Intelligence, Propaganda and Special Operations, Routledge, 2013, 106.</ref> সাইপ্রাসে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করে। এই [[বিদ্রোহ]] ১লা এপ্রিল ১৯৫৫ সালে শুরু হয়। পরপর কিছু সহিংসতা ঘটার পর, গভর্নর জেনারেল [[John Harding, 1st Baron Harding of Petherton|স্যার জন হার্ডিং]] ঐবছরেরঐ বছরের ২৬ নভেম্বর দেশটিতে [[জরুরি অবস্থা]] ঘোষণা করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি |url=http://nla.gov.au/nla.news-article79257336 |title=State Of Emergency Declared In Cyprus. |newspaper=[[The Central Queensland Herald |The Central Queensland Herald (Rockhampton, Qld. : 1930–1956)]] |location=Rockhampton, Qld. |date=1 December 1955 |accessdate=17 November 2013 |page=13 |publisher=National Library of Australia}}</ref>
 
ইওকার কার্যকরী বুদ্ধিমত্তায় সংখ্যাধিক্য গ্রীক সাইপ্রীয় জনগণ সহায়তা করা এবং/বা তাদের ভয় পাওয়ার জন্য ব্রিটিশরা চরম অসুবিধার সম্মুখীন হয়। [[সুয়েজ সংকট]] এবং [[মালয়ান জরুরি অবস্থা]]র ফলে তারা মানবসম্পদের অচলাবস্থার দ্বারাও ক্ষতির সম্মুখীন হয়। ১৯৫০-এর দশকের শেষ দিকে ব্রিটিশরা অধিক সাফল্য পায়। [[আক্রোটিরি ও ধেকেলিয়া]]য় দুটি সার্বভৌম এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখে ১৯৬০ সালে ব্রিটেনের সাথে সাইপ্রাস একটি স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়।